IND W vs PAK W Match Highlights: মধুর প্রতিশোধ! পাকিস্তানকে ৭ উইকেটে দুরমুশ করে এশিয়া কাপে অভিযান শুরু ভারতের
Asia Cup 2024: সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দুরন্ত শুরু করেন ভারতের দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি বর্মা। দুই ওপেনার মাত্র ৯.৩ ওভারে ৮৫ রান যোগ করেছিলেন।
ডাম্বুলা: ভারত বনাম পাকিস্তান দ্বৈরথ (IND W vs PAK W) মানেই টানটান উত্তেজনা, রোমাঞ্চে ভরপুর লড়াই। মহিলাদের এশিয়া কাপে (Asia Cup 2024) ভারত বনাম পাকিস্তান ম্যাচেও তার অন্যথা হবে না বলেই মনে করা হয়েছিল।
তবে আদপে দেখা গেল সম্পূর্ণ বিপরীত চিত্র। শ্রীলঙ্কার ডাম্বুলায় চিরপ্রতিদ্বন্দ্বীদের দাঁড়াতেই দিলেন না হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানারা। একপেশেভাবে পাকিস্তানকে হারাল ভারত। ৭ উইকেটে পাক দলকে চুরমার করে অভিযান শুরু করল ভারত। সেই সঙ্গে নিল মধুর প্রতিশোধও। গতবার ভারতই এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল। তবে দুধে চোনার মতো হয়েছিল পাকিস্তানের কাছে পরাজয়ের ক্ষত। পাক শিবিরকে যেন মোক্ষম জবাব দিল ভারত। এবার এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে কার্যত কোণঠাসা করে হারাল ভারত।
ম্যাচে ভারতের জয়ের প্রধান কারিগর বোলাররা। উইকেট দেখে ম্যাচের অনেক আগেই বিশেষজ্ঞরা বলছিলেন, বড় রানের ম্যাচ হবে। এশিয়া কাপের হাইভোল্টেজ় ম্যাচে যখন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন পাকিস্তানের অধিনায়ক নিদা দার, অনেকেই ভেবেছিলেন, কঠিন হতে চলেছে ভারতের পরীক্ষা।
কিন্তু বাস্তবে দেখা গেল সম্পূর্ণ অন্য ছবি। ভারতীয় বোলারদের দাপটে মাত্র ১০৮ রানে গুটিয়ে গেল পাকিস্তানের ইনিংস। পুরো ২০ ওভার ব্য়াটও করতে পারেনি পাকিস্তান। ১৯.২ ওভারে শেষ হয়ে যায় তাদের ইনিংস।
ভারতীয় বোলারদের মধ্যে ৩ উইকেট দীপ্তি শর্মার। ২টি করে শিকার রেণুকা সিংহ, পূজা বস্ত্রকার ও শ্রেয়াঙ্কা পাটিলের। পাকিস্তানের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্কোর সিদ্রা আমিনের। ৩৫ বলে ২৫ রান করেন তিনি।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দুরন্ত শুরু করেন ভারতের দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি বর্মা। বৃহস্পতিবারই জন্মদিন গিয়েছে স্মৃতির। অভিজ্ঞ ব্যাটার শুক্রবার ৩১ বলে ৪৫ রান করে ভারতের সর্বোচ্চ স্কোরার। ২৯ বলে ৪০ রান করেন শেফালি। দুই ওপেনার মাত্র ৯.৩ ওভারে ৮৫ রান যোগ করেছিলেন। ৩৫ বল বাকি থাকতে, মাত্র ১৪.১ ওভারে জয়ের রান তুলে নেয় ভারত। মাত্র ৩ উইকেট হারিয়ে। ৭ উইকেটে পাকিস্তানকে চূর্ণ করল টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: মায়ের গয়না বন্ধক রেখে আন্তর্জাতিক মঞ্চে ৩ পদক! অর্থাভাবে সোনার মেয়ের শ্রীলঙ্কা সফর অনিশ্চিত
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।