IND A vs AUS A: বল টেম্পারিং বিতর্ক অজি সফরে, আম্পায়ারদের সঙ্গে তুমুল তর্কে জড়িয়েও শাস্তি থেকে বাঁচলেন ঈশান
Ball Tampering: আসলে এদিন খেলা শুরুর সময়ই অনফিল্ড ২ আম্পায়ার লক্ষ্য় করেন যে বলে কিছু দাগ রয়েছে। তাঁরা তাই সেই বল বদলানোর পক্ষপাতি ছিলেন।
সিডনি: সময়টা একেবারেই ভাল যাচ্ছে না ভারতীয় ক্রিকেট দলের জন্য। একে তো সিনিয়র দল কিউয়িদের বিরুদ্ধে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়েছে। তার ওপর আবার অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে আনঅফিশিয়াল টেস্টে হেরে গেল ভারতী এ দল। কিন্তু তার থেকেও বড় কথা ম্য়াচে বল বিকৃতির অভিযোগ উঠল। এক্ষেত্রে আম্পায়ারদের সঙ্গে তর্কেও জড়ালেন ভারতীয় এ দলের উইকেট কিপার ব্য়াটার ঈশান কিষাণ। অনফিল্ড আম্পায়ারের সঙ্গে দীর্ঘদিন বাক-বিতণ্ডা হলেও বড় কোনও শাস্তির কবলে পড়তে হয়নি তরুণ বাঁহাতি ক্রিকেটারকে।
ঠিক কী হয়েছিল? আসলে এদিন খেলা শুরুর সময়ই অনফিল্ড ২ আম্পায়ার লক্ষ্য় করেন যে বলে কিছু দাগ রয়েছে। তাঁরা তাই সেই বল বদলানোর পক্ষপাতি ছিলেন। অস্ট্রেলিয়া এ দল তখন ব্যাটিং করছিল। কিন্তু আম্পায়ারের বল বদলানোর সিদ্ধান্তকে একেবারেই ভালভাবে নেননি ঈশান কিষাণ ও ভারতীয় এ দলের সদস্যরা। সবাই এগিয়ে এসে আম্পায়ারের সঙ্গে কথা বলা শুরু করেন। ঠিক সেই সময় আম্পায়ার বলেন যে বলে আঁচড়ের মত দাগ থাকায় তা বদলানো হচ্ছে। কিন্তু ভারতের প্লেয়াররা তাতে সায় দেননি। আম্পায়ারের সঙ্গে বেশি উত্তপ্ত বাক্য বিনিময় হয় ঈশানের। স্টাম্প মাইকে ঈশান এমনটাও বলেন শোনা যায় যে, ''আম্পায়ারের সিদ্ধান্ত বোকা বোকা। আমাদের বল বিকৃতির দায় নিয়ে কেন খেলতে হবে?''
এরপরই মনে করা হয়েছিল যে হয়ত বড় শাস্তির মুখে পড়তে হবে ঈশান ও ভারতীয় এ দলের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াডকে। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিা যে বিবৃতি দিয়েছে, তাতে অন্তত তেমন কোনও শাস্তির মুখে পড়তে হচ্ছে না কাউকে। বলের পালিশ উঠে যাওয়া ও কিছুটা খারাপ পরিস্থিতিত হয়ে যাওয়াতেই নাকি আম্পায়াররা বল বদলাতে চেয়েছিলেন। এমনটাই জানানো হয়েছে বিবৃতিতে।
JUST IN: CA release statement after ball drama in 'A' Series match #AUSAvINDA https://t.co/wks4vpK4mV
— cricket.com.au (@cricketcomau) November 3, 2024
বর্ডার-গাওস্কর ট্রফির শুরুর আগেই এই ঘটনা কিন্তু কিছুটা উত্তেজনা বাড়িয়ে দিল সিরিজের। এমনিতেই রোহিতরা হোয়াইটওয়াশ হয়ে যাচ্ছেন অস্ট্রেলিয়া সফরে। তার পর এমন ধরণের ঘটনা ভীষণভাবেই অনভিপ্রেত।
এদিকে, অস্ট্রেলিয়া এ দল রান তাড়া করতে নেমে ভারতীয় এ দলকে হারিয়ে দিল ম্য়াচের চতুর্থ দিনে। কোনও উইকেট না হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া এ দল।