India A vs Australia A: ব্যর্থ অভিমন্যু, রুতুরাজ, ঈশানরা, অস্ট্রেলিয়ায় মাত্র ১০৭ রানে শেষ ভারতের ইনিংস
India vs Australia: অস্ট্রেলিয়ার মাটিতে শততম ম্যাচে অবশ্য ব্যাট হাতে হতাশ করলেন ডানহাতি ওপেনার। ৩০ বলে মাত্র ৭ রান করে ফেরেন তিনি।
ম্যাকায়: ভারতের (India vs Australia) সিনিয়র দলের অস্ট্রেলিয়া সফরের মাসখানেকও দেরি নেই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। পরপর দুবার অস্ট্রেলিয়ার মাটি থেকে টেস্ট সিরিজ জিতে ফিরেছে ভারতীয় দল। এবার ঐতিহাসিক হ্যাটট্রিকের হাতছানি টিম ইন্ডিয়ার সামনে।
রোহিত শর্মারা (Rohit Sharma) অস্ট্রেলিয়ার মাটিতে কী করবেন, তা সময় বলবে। তবে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়ল ভারত এ দলের ব্যাটিং। ম্যাকায়তে প্রথম আনঅফিশিয়াল টেস্টে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে মাত্র ১০৭ রানে অল আউট হয়ে গেল ভারত এ।
শততম প্রথম শ্রেণির ম্যাচ খেলতে নেমেছেন বাংলার অভিমন্যু ঈশ্বরণ। যিনি প্রথম শ্রেণির ক্রিকেটে টানা চার ম্যাচে সেঞ্চুরি করেছেন। রঞ্জি ট্রফিতে বাংলা বনাম বিহার ম্যাচ ছিল তাঁর শততম প্রথম শ্রেণির ম্যাচ। যে ম্যাচের আগে তাঁকে জমকালো সংবর্ধনা দিয়েছিল বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি। কল্যাণীতে সেই ম্যাচ অবশ্য বৃষ্টি ও ভিজে মাঠের জন্য ভেস্তে যায়। যা নিয়ে বিতর্কও কম হয়নি। বাংলা বনাম বিহার ম্যাচ পরিত্যক্ত ঘোষণা হওয়ায় ৯৯ ম্যাচেই আটকে গিয়েছিলেন অভিমন্যু।
অস্ট্রেলিয়ার মাটিতে শততম ম্যাচে অবশ্য ব্যাট হাতে হতাশ করলেন ডানহাতি ওপেনার। ৩০ বলে মাত্র ৭ রান করে ফেরেন তিনি। ভারতের ব্যাটিং বিপর্যয়ের শুরুটা হয়েছিল অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়কে দিয়ে। ০ রানে ফেরেন রুতুরাজ। ব্যাট হাতে ব্যর্থ ঈশান কিষাণ (৪ রান), নীতীশ কুমার রেড্ডি (০ রান)-রাও। সর্বোচ্চ ৩৬ রান করলেন দেবদত্ত পাড়িক্কল। ৭৭ বল খেলেন তিনি। ৪৭.৪ ওভারে ১০৭ রানে গুটিয়ে যায় ভারত এ-র ইনিংস। অস্ট্রেলিয়ার পেসার ব্রেন্ডন ডগেট ১১ ওভারে ১৫ রান দিয়ে ৬ উইকেট নেন। তাঁকে খেলতেই পারেননি ভারতীয় ব্যাটাররা।
আরও পড়ুন: প্রথম বাঙালি হিসাবে আমন্ত্রিত, টেস্ট অভিষেকের বিখ্যাত সেই শহরে বিশেষ অনুষ্ঠান সৌরভের
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া এ দলও। শুরুতেই ওপেনার স্যাম কনস্টাসকে (০) ফেরান মুকেশ কুমার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়া এ দলের স্কোর ৮৮/৪।
আরও পড়ুন: ব্যাট-প্যাড কেনার টাকা ছিল না বলে হয়ে গেলেন পেসার! অবাক করবে কেকেআর তরুণের কাহিনি
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।