IND vs AUS: মেলবোর্নে ভারতের হতাশাজনক হার, জয়ের সরণিতে ফিরতে দলকে কী করণীয়? জানালেন অধিনায়ক সূর্যকুমার
India vs Australia: কার্যত একপেশে এক ম্যাচে ভারতকে দুরমুশ করল অস্ট্রেলিয়া। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্য়াচে ৪০ বল বাকি থাকতে চার উইকেটে হারে টিম ইন্ডিয়া।

মেলবোর্ন: মাঠে তিল ধারণের জায়গা। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম একেবারে কাণায় কাণায় ভর্তি। মাঠে দুই শক্তিধর দেশের মধ্যে এক টানটান ম্যাচ দেখার প্রত্যাশায় ভিড় জমিয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। তবে তা আর হল কই! কার্যত একপেশে এক ম্যাচে ভারতকে দুরমুশ করল অস্ট্রেলিয়া (IND vs AUS)। ৪০ বল বাকি থাকতে চার উইকেটে হারে টিম ইন্ডিয়া।
ম্যাচ হারার পর কারণ দর্শাতে গিয়ে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) কিন্তু দলের ব্যাটিংয়ের দিকেই আঙুল তুললেন। পাওয়ার প্লেতেই চার উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় ভারতীয় দল। গোটা ম্যাচ আর চাপ কাটিয়ে উঠতে পারেননি সূর্যকুমাররা। পাওয়ার প্লেতে জশ হ্যাজেলউড একাই তিন তিনটি উইকেট নেন। হ্যাজেলউডের প্রশংসা করে সূর্য বলেন, 'ও (হ্যাজেলউড) যেভাবে পাওয়ার প্লেতে বোলিং করল (দুরন্ত)। পাওয়ার প্লেতেই চার উইকেট হারিয়ে ফেললে সেখানে থেকে ফিরে আসাটা কঠিন। দারুণ বোলিং করেছে ও।'
ভারতের ব্যাটিং ব্যর্থতার দিনে কেবল একজনই ব্যাট হাতে নজর কাড়লেন। তিনি অভিষেক শর্মা। যেদিন বাকি কোনও ব্যাটার রানই পেলেন না, সেইদিনও জ্বলে উঠল ভারতীয় ওপেনারের ব্যাট। অর্ধশতরান হাঁকান অভিষেক। ৩৭ বলে ৬৮ রানের ইনিংস খেলেন তিনি। অভিষেকের পারফরম্যান্সে সন্তুষ্ট সূর্য। 'অভিষেক তো বেশ কয়েকদিন হল আমাদের হয় এমন খেলাটাই খেলে আসছে। ও নিজের খেলা, নিজের পরিচয়টা জানে এবং সেটা আর বদলানোর চেষ্টা করছে না এখন। আশা করছি এইভাবেই ও খেলা চালিয়ে যাবে এবং আমাদের হয়ে এমন আরও অনেক ইনিংস খেলবে।'
Australia win the second T20I by 4 wickets.#TeamIndia will look to bounce back in the next match.
— BCCI (@BCCI) October 31, 2025
Scorecard ▶ https://t.co/7LOFHGtfXe#AUSvIND pic.twitter.com/rVsd9Md9qh
আগেই তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ় হেরেছে ভারত। ভারত ভাল খেললেও ক্যানবেরাতে বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল প্রথম টি-টোয়েন্টি। সেইমতোই আবার সামনের ম্যাচগুলিতে পারফর্ম করতে আগ্রহী সূর্য। ভারতীয় অধিনায়ক জানান, 'আমার মনে হয় আমরা প্রথম ম্যাচে যেমনটা করেছিলাম, সেটা করা উচিত। প্রথমে ব্যাটিং করলে ভালভাবে ব্যাটিং করে তারপর মাঠে নেমে রানটা ডিফেন্ড করতে হবে।'
এরপর রবিবার, ২ নভেম্বর হোবার্টে ভারত ও অস্ট্রেলিয়া তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে। সেই ম্যাচ দিয়েই সিরিজ়ে কামব্যাকের লক্ষ্যে নামবে সূর্যর ভারত।



















