IND vs AUS: লজ্জার রেকর্ড ভারতের, কিন্তু অ্য়াডিলেডে বারবার জ্বলে উঠেছে বিরাটের ব্যাট
Virat Kohli Stat: পারথে বাউন্সের বিরুদ্ধে মোকাবিলা করতে পারেননি ভারতের ব্যাটাররা। টপ অর্ডার মূলত বাড়তি উচ্চতার কাছে হার মেনে উইকেট ছুড়ে দিয়ে এসেছে।

অ্য়াডিলেড: পারথে শূন্য রানে প্যাভিলিয়ন ফিরেছিলেন। প্রায় সাত মাস পরে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের ইনিংস একেবারেই মনে রাখার মত নয়। কিন্তু আগামীকাল যে অ্য়াডিলেডে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল, সেই মাঠে কিন্তু বিরাটের রেকর্ড বেশ ঈর্ষণীয়। সিরিজ বাঁচাতে গেলে বৃহস্পতিবারের ম্য়াচে বিরাটের ব্যাট চলাটা খুব প্রয়োজন। এক নজরে দেখে নেওয়া যাক অ্য়াডিলেডে বিরাট কেমন পারফরম্য়ান্স কোহলির--
এখনও পর্যন্ত অ্য়াডিলেড ওভালে বিরাট কোহলি মোট ১২টি ম্য়াচ খেলেছেন। এখানে ৯৭৫ রান করেছেন মোট। গড় ৬৫। অ্য়াডিলেডে বিরাটের ব্যক্তিগত সর্বোচ্চ রান ১৪১। এখনও পর্যন্ত অ্য়াডিলেডে মোট ৫টি শতরান হাঁকিয়েছেন বিরাট। ২০১৫ সালের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ১০৭ রানের ইনিংসটিও রয়েছে তার মধ্য়ে।
শুধুমাত্র ওয়ান ডে ফর্ম্য়াটেও বিরাট এই মাঠে দারুণ পারফর্ম করেছেন। ৪টি ইনিংসে ব্যাটিং করে ২৪৪ রান করেছেন। ৬১ গড়ে ব্যাটিং করেছেন। তবে বিরাটের এই মাঠে রেকর্ড ভাল হলেও ইতিহাস বলছে অ্য়াডিলেড ওভালে ভারতের রেকর্ড কিন্তু খুব একটা ভাল নয়।
এখনও পর্যন্ত ওয়ান ডে আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দল ছয়বার অ্য়াডিলেড ওভালে খেলতে নেমেছে। তার মধ্য়ে ২ বার জয় ছিনিয়ে নিয়েছিল। প্রথম ওয়ান ডে-তে হারার পর ভারতীয় দলকে কিন্তু নিঃসন্দেহে অ্যাডিলেডে বাড়তি চাপ নিয়েই মাঠে নামতে হবে।
পারথে বাউন্সের বিরুদ্ধে মোকাবিলা করতে পারেননি ভারতের ব্যাটাররা। টপ অর্ডার মূলত বাড়তি উচ্চতার কাছে হার মেনে উইকেট ছুড়ে দিয়ে এসেছে। বুধবার অ্যাডিলেডে অনুশীলনে ভারতীয় নেটে সর্বপ্রথম আসেন রোহিত শর্মা। তারপর বিরাট কোহলি, শুভমন গিলরা যোগ দেন। প্রথম ওয়ান ডেতে ব্যর্থ হলেও এদিন রোহিতকে বেশ ভাল ছন্দেই দেখায়। জোরে বল মারার বদলে বল টাইমিং করার দিকে বাড়তি নজর দেন রোহিত। তিনি শুভমন গিলের সঙ্গে অদলবদল করে ব্যাটিং করেন। প্রথম ওয়ান ডেতে হ্যাজেলউডদের শর্ট অফ গুড লেংথের বল ওপেনিং জুটিকে সমস্যায় ফেলেছিল। সম্ভবত সেই নিয়েই দুইজনে আলোচনাও করেন। টেকনিক নিয়ে কিছু কথাবার্তা বলেন তাঁরা।
উল্লেখ্য়, পারথের মতো অ্যাডিলেডেও কিন্তু বৃষ্টি ভারতীয় দলের পিছু ছাড়েনি। বৃষ্টির জেরেই ভারতীয় দলের প্রাথমিকভাবে ইন্ডোরে অনুশীলন করার কথা ভেবেছিল। তবে বৃষ্টি থামার সঙ্গে সঙ্গেই মাঠকর্মীরা দ্রুত নেট প্রস্তুত করে দেওয়ায় নেটেই অনুশীলন করে ভারত।




















