India vs Australia: ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে জোর ধাক্কা খেল অস্ট্রেলিয়া, ছিটকে গেলেন তারকা অলরাউন্ডার
Cameron Green: গত বছর থেকেই চোট ভোগাচ্ছে ক্যামেরন গ্রিনকে । সদ্য প্রতিযোগিতামূলক ক্রিকেটে বোলিং শুরু করেছিলেন ।

পারথ: ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ শুরু হওয়ার আগেই বড়সড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া । চোট পেয়ে ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার । পরিবর্তে কাকে নেওয়া হল দলে?
পেশির চোটের জন্য ভারতের বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে গেলেন ২৬ বছর বয়সী ক্যামেরন গ্রিন (Cameron Green) । অ্যাশেজ সিরিজের আগেও যা চাপে রাখবে অস্ট্রেলিয়া শিবিরকে । তাঁর পরিবর্ত হিসাবে ঘোষণা করা হল মার্নাস লাবুশেনের নাম । শনিবার রাকে শেফিল্ড শিল্ডের ম্যাচ শেষ হওয়ার পর অ্যাডিলেড থেকে পারথে উড়ে আসবেন লাবুশেন ।
গত বছর থেকেই চোট ভোগাচ্ছে ক্যামেরন গ্রিনকে । সদ্য প্রতিযোগিতামূলক ক্রিকেটে বোলিং শুরু করেছিলেন । ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেফিল্ড শিল্ডের ম্যাচ খেলবেন বলে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলেননি । সেই ম্যাচে ৪ ওভার বল করে একটি উইকেট পান । ভারতের বিরুদ্ধে প্রথম দুই ওয়ান ডে ম্যাচে বল করতেন না গ্রিন ।
চোটের জন্য ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন জশ ইংলিস । পারিবারিক কারণে প্রথম এক দিনের ম্যাচে খেলতে পারবেন না স্পিনার অ্যাডাম জ়াম্পাও । তাঁদের পরিবর্ত ক্রিকেটার হিসাবে উইকেটকিপার জশ ফিলিপ এবং বাঁহাতি স্পিনার ম্যাট কুহেম্যানের নাম আগেই জানিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া । ওয়ান ডে সিরিজ় শুরুর দু’দিন আগে ছিটকে গেলেন গ্রিন । তাঁর পরিবর্ত হিসাবে অভিজ্ঞ ব্যাটার মার্নাস লাবুশেনকে নেওয়া হল দলে । যিনি ব্যাটিংয়ের পাশাপাশি স্পিন বোলিংও করতে পারেন ।
অ্যাশেজ় সিরিজ়ের কথা মাথায় রেখে বেশ কয়েক জন ক্রিকেটারকে ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ের দলে বিশ্রাম দিয়েছিল অস্ট্রেলিয়া । তাঁদের মধ্যে ছিলেন লাবুশেনও । যদিও গ্রিনের চোটের জন্য অস্ট্রেলিয়ার নির্বাচকদের পরিকল্পনা বদল করতে হয়েছে ।
এই সিরিজে দেখা যাবে রোহিত শর্মা, বিরাট কোহলির বিখ্যাত রোকো জুটিকেও । দুজনই পারথে পৌঁছে দলের সঙ্গে জোরকদমে অনুশীলন শুরু করে দিয়েছেন ।
Marnus Labushagne has been rewarded for his strong domestic form, but an Aussie star is set to miss the #AUSvIND series: https://t.co/AkmfSSiMHY pic.twitter.com/c2O7j0dMsL
— cricket.com.au (@cricketcomau) October 17, 2025




















