IND vs AUS: ''মনে হচ্ছে যেন কপি কাপ নিয়ে রিল্যাক্স মুডে আছে..'', রোহিতের ব্যাটিং দেখে খোঁচা হেডেনের
Border Gavaskar Trophy: গোলাপি বলের টেস্টে যেভাবে নাস্তানাবুদ হয়ে হয়েছে রােহিতকে দুই ইনিংসেই, সেই প্রসঙ্গ তুলে ভারত অধিনায়ককে খোঁচাও দিলেন বিশ্বজয়ী প্রাক্তন অজি ওপেনার।
অ্য়াডিলেড: ব্য়র্থতা কিছুতেই পিছু ছাড়ছে না রোহিত শর্মার। পারথে খেলেননি। অ্য়াডিলেড টেস্টে প্রথম ইনিংসে মাত্র ৩ রানে আউট হয়েছিলেন। মনে করা হয়েছিল প্রয়োজনের সময় দ্বিতীয় ইনিংসে হয়ত ভারত অধিনায়কের ব্যাট জ্বলে উঠবে। কিন্তু সে গুড়ে বালি। দ্বিতীয় ইনিংসেও মাত্র ৬ রান করে প্যাট কামিন্সের বলে বোল্ড হয়ে যান হিটম্য়ান। রোহিতের এত ক্যাজুয়াল অ্যাপ্রোচই একেবারেই ভাল লাগেনি প্রাক্তন অজি ওপেনার ম্য়াথু হেডেনের। গোলাপি বলের টেস্টে যেভাবে নাস্তানাবুদ হয়ে হয়েছে রােহিতকে দুই ইনিংসেই, সেই প্রসঙ্গ তুলে ভারত অধিনায়ককে খোঁচাও দিলেন বিশ্বজয়ী প্রাক্তন অজি ওপেনার।
খেলার ফাঁকে হেডেন বলেন, ''রোহিতের ব্যাটিং দেখে মনে হচ্ছে যে ও খুব ক্যাজুয়াল। সহজভাবে নিতে চেয়েছিল গোলাপি বলের টেস্টটিকে। মনে হচ্ছে কোনও লাউঞ্জে বসে কফি কাপ হাতে রিল্যাক্স মুডে রয়েছে। গোলাপি বলের টেস্টের জন্য যে অ্যাপ্রোচ প্রয়োজন, সেটাই দেখলাম না ওর ব্যাটিংয়ে। টেস্ট ক্রিকেটটা ওয়ান ডে ও টি-টােয়েন্টির থেকে একদম আলাদা। বিরাটের ব্যাটিংয়ে তবুও কিছুটা লড়াই দেখতে পাওয়া যায়। ও রানের জন্য প্রতিটা বলের পেছনে দৌড়ায়। পরিশ্রমী। যা ভীষণভাবে প্রয়োজন। তবে রোহিত, শুভমন এঁরা এক ঘরানার।''
অ্যাডিলেডে প্রথম ইনিংসে মাত্র ৩ রান করে প্যাভিলিয়নে ফিরেছিলেন, দ্বিতীয় ইনিংসে ১৫ বল খেলে ৬ রান করেন। একটি বাউন্ডারি হাকাঁলেও কামিন্সের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়ন ফিরতে হয় রোহিতকে। হেডেন বলছেন, ''রোহিতের আউটে ভারত অবশ্যই চাপে পড়বে। তবে গোলাপি বলের টেস্টে টেকনিক্যালি শক্তিশালী ব্যাটারদেরও সমস্যায় ফেলতে বাধ্য করবে। বিশেষ করে রাতের দিকে এই বলে ব্যাটিং করা কিছুটা চাপেরই। আমরা এখন বেশ কয়েক বছর ধরে গোলাপি বলের দিন রাতের টেস্ট দেখছি এখন। এটা অনেকের ক্ষেত্রেই সমস্যা তৈরি করেছে।''
অস্ট্রেলিয়া যাচ্ছেন মহম্মদ শামি?
রিপোর্ট অনুযায়ী মহম্মদ শামির অন্তত এখন তো অস্ট্রেলিয়ায় জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার কোনও সম্ভাবনা নেই। খবর অনুযায়ী, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির তরফে শামিকে এখনও ফিটনেসের ছাড়পত্র দেওয়া হয়নি। সেই কারণেই তাঁর অস্ট্রেলিয়ায় এখনই খেলতে দেখার কোনও সম্ভাবনা নেই। তবে এই খবরের থেকে সম্পূর্ণ ভিন্ন এক রিপোর্টও উঠে আসছে। পিটিআইয়ের তরফে দাবি করা হচ্ছে শামির কিট ব্যাগ নাকি ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছে।
পিটিআইকে এক সূত্র জানিয়েছেন, 'শামির ভারতীয় দলের কিট ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছে। ওঁ মুস্তাক আলি টি-টোয়েন্টি শেষ করেই অস্ট্রেলিয়ায় যোগ দেবে।' অর্থাৎ দুই রিপোর্ট থেকে মোটামুটি যা বোঝা যাচ্ছে, তাতে এইটুুকু নিশ্চিত যে আপাতত শামি বাংলার দলের সঙ্গেই থাকবেন এবং মুস্তাক আলি ট্রফিটা খেলবেন। এই টুর্নামেন্টের নক আউট পর্ব বেঙ্গালুরুতেই আয়োজিত হবে।