আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
এক্সপ্লোর
Advertisement
Gambhir On Bumrah: 'ক্রিকেটের তিন ফর্ম্যাটে ওই বিশ্বের সেরা', কাকে এত বড় সার্টিফিকেট দিলেন গুরু গম্ভীর?
India vs Bangladesh: দেশের মাটিতে খেলতে নামছে ভারতীয় দল, আর আলোচনার কেন্দ্রে বোলাররা! ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের কাছেও এ যেন বিরল এক দৃশ্য।
চেন্নাই: একটা সময় ভারতের মাটিতে ক্রিকেট মানেই আলোচনায় থাকতেন ব্যাটাররা। কখনও সুনীল গাওস্কর, তো কখনও সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, বীরেন্দ্র সহবাগ, সৌরভ গঙ্গোপাধ্যায়, ভি ভি এস লক্ষ্মণ, বিরাট কোহলি, রোহিত শর্মা - তালিকাটা দীর্ঘ।
কিন্তু দেশের মাটিতে খেলতে নামছে ভারতীয় দল, আর আলোচনার কেন্দ্রে বোলাররা! ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের কাছেও এ যেন বিরল এক দৃশ্য। ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের আগে অবশ্য সেরকমই অভিজ্ঞতা হচ্ছে তাঁর। যেখানে চর্চা চলছে যশপ্রীত বুমরাকে নিয়ে।
চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশ (India vs Bangladesh) প্রথম টেস্ট ম্যাচ। তার আগের দিন সাংবাদিক বৈঠকে এসে গম্ভীর বলেছেন, 'ভারতের মাটিতে ম্যাচের আগে বোলারদের নিয়ে আলোচনা শুরু হয়েছে, এমন ঘটনা বড় একটা ঘটেনি। আমার তো মনে হয় সবসময় ব্যাটার, ব্যাটার ও ব্যাটারদের নিয়েই আলোচনা হয়। একটা সময় ছিল ভারত ছিল ব্যাটিং নিয়ে মেতে থাকা দেশ। সেই ছবিটা পাল্টানোর নেপথ্যে রয়েছে বুমরা, শামি, সিরাজ, অশ্বিন, জাডেজারা। ওদের জন্য়ই এখন বোলারদের নিয়েও আলোচনা চলছে।'
ভারতের হয়ে মাত্র ৩৬টি টেস্ট ম্যাচ খেলেছেন বুমরা। তবে তাঁর পরিসংখ্যান ঈর্ষণীয়। এখনও পর্যন্ত দশবার ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন। প্রত্যেক তিন টেস্টে একবার করে ইনিংসে ৫ বার তার বেশি উইকেট নেন। সম্প্রতি ভারতের বিখ্যাত কিছু জয়ের নেপথ্যে রয়েছেন বুমরা। ২০২১ সালে ওভাল টেস্ট হোক বা ২০১৮ সালে মেলবোর্ন, বা চলতি বছরের গোড়ায় বিশাখাপত্তনম টেস্ট - ভারতের জয়ের ভিত তৈরি করে দিয়েছিলেন বুম বুম বুমরা।
গম্ভীর বলেছেন, 'ক্রিকেটের তিন ফর্ম্যাটেই বুমরা বিশ্বের সেরা ফাস্টবোলার। আর শুধু নিজের পারফরম্যান্সের জন্য নয়, সাফল্যের জন্য ওর খিদের জন্যও। সবচেয়ে বড় কথা, ও যত বেশি সম্ভব টেস্ট ক্রিকেট খেলতে চায়।'
আরও পড়ুন: সমাজের মহিষাসুরেরা নিপাত যাক, প্রার্থনায় বিশেষ অনুষ্ঠান করছেন ডোনা
গম্ভীর আরও বলেছেন, 'ওয়েস্ট ইন্ডিজে টি-২০ ফর্ম্যাটে ও যা করেছে, লাল বলের ক্রিকেটেও সেটা করতে পারে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টেও সেটা করে দেখিয়েছে। আমি বলব, বুমরা আমাদের বিলাসিতা নয়, বরং আমরা সম্মানিত যে বুমরার মতো কেউ আমাদের হয়ে খেলছে, ওই ড্রেসিংরুমে বসছে। ম্যাচের যে কোনও মুহূর্তে রং পাল্টে দিতে পারে। আশা করছি এই সিরিজে এবং ভবিষ্যতেও ও সেটা করবে।'
আরও পড়ুন: আর জি কর কাণ্ডে কুরুচিকর ভাষায় আক্রমণ, সাইবার ক্রাইম শাখায় অভিযোগ সৌরভের
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement