আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
এক্সপ্লোর
Advertisement
Virat Kohli: আউট ছিলেন না কোহলি? দলের স্বার্থেই এই বিরাট ত্যাগ, বলছেন মঞ্জরেকর
India vs Bangladesh: কিন্তু দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হলেন বিরাট কোহলি। ৩৭ বলে ১৭ রান করে বাংলাদেশের স্পিনার মেহেদি হাসান মিরাজের (Mehidy Hasan Miraz) বলে এলবিডব্লিউ হয়ে যান কোহলি।
চেন্নাই: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে রান পাননি। দ্বিতীয় ইনিংসে তিনি কীরকম ব্যাটিং করেন, দেখার অপেক্ষায় ছিল গোটা দেশ।
কিন্তু দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হলেন বিরাট কোহলি। ৩৭ বলে ১৭ রান করে বাংলাদেশের স্পিনার মেহেদি হাসান মিরাজের (Mehidy Hasan Miraz) বলে এলবিডব্লিউ হয়ে যান কোহলি। আম্পায়ার আঙুল তুলে দেওয়ার পর এক মুহূর্ত নন স্ট্রাইকিং প্রান্তে দাঁড়িয়ে থাকা শুভমন গিলের সঙ্গে কথা বলেন কোহলি। ডিআরএস নেবেন কি না, তা নিয়ে মতামত চান। শুভমন নিশ্চিত হতে পারেননি। কোহলিও মাঠ ছাড়েন।
পরে অবশ্য রিপ্লেতে দেখা যায়, বল তাঁর ব্যাটে লেগেছিল। ডিআরএস নিলে বেঁচে যেতেন কোহলি। হয়তো বড় ইনিংসও খেলতে পারতেন। তবে ডিআরএস নেওয়ার ঝুঁকি নেননি কোহলি। মাঠ ছাড়েন আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিয়ে। নিজের উইকেটের পরোয়া করেননি।
আরও পড়ুন: সমাজের মহিষাসুরেরা নিপাত যাক, প্রার্থনায় বিশেষ অনুষ্ঠান করছেন ডোনা
কোহলির মানসিকতা দেখে মুগ্ধ সঞ্জয় মঞ্জরেকর (Sanjay Manjrekar)। প্রাক্তন ভারতীয় তারকা জানিয়েছেন, কোহলি সম্ভবত রিভিউ নেননি কারণ তিনি চাননি দলের হাতে থাকা তিনটি রিভিউয়ের কোনওটি নষ্ট হোক। কোহলি কতটা নিঃস্বার্থ, সেটাই বোঝাতে চেয়েছেন মঞ্জরেকর।
Felt bad for Virat today. He obviously didn’t think he had hit it. Just wanted to know from Gill if ball was hitting stumps. Despite Gill encouraging him to go for the review anyway he walked away dejected wanting to keep the 3 reviews for his team. 🙌#IndVsBan
— Sanjay Manjrekar (@sanjaymanjrekar) September 20, 2024
প্রথম ইনিংসে মাত্র ৬ রান করেছিলেন কোহলি। দ্বিতীয় ইনিংসে ১৭ রান করে ফেরেন। মঞ্জরেকর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। লিখেছেন, 'বিরাটের জন্য আজ খুব খারাপ লাগছে। ও নিশ্চয়ই বুঝতে পারেনি যে বলটা ওর ব্যাটে লেগেছে। ও শুধু শুভমনের কাছে জানতে চেয়েছিল বলটি উইকেটে লাগত কি না। গিল ওকে রিভিউ নিতে বলেছিল। তবে ও হতাশ হয়ে হাঁটা দেয় কারণ ও দলের বাকিদের জন্য তিনটি রিভিউ রাখতে চেয়েছিল।'
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement