IND vs ENG: পাঁচ উইকেট পেয়ে ইতিহাস গড়েও ছিলেন নির্লিপ্তই, কারণ জানালেন বুমরা নিজেই
Jasprit Bumrah: কপিল দেবের রেকর্ডও টপকে গিয়েছিলেন ডানহাতি পেসার। পঞ্চম উইকেট হিসেবে বুমরা আর্চারকে আউট করেছিলেন। কিন্তু বেশ নির্লিপ্তই ছিলেন বুমরা। কিন্তু কেন?

লর্ডস: প্রথম দিনে উইকেট পাননি। কিন্তু দ্বিতীয় দিনেই ফের নিজের জাত চেনালেন জসপ্রীত বুমরা। তুলে নিয়েছিলেন আরও একটি ইনিংসে পাঁচ উইকেট। লর্ডসের অনার্স বোর্ডেও জায়গা করে নিয়েছেন। নিজের স্পেলে ৭৪ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নিয়েছিলেন বুমরা। টেস্টে বুমরা এই নিয়ে ১৫ বার ইনিংসে পাঁচ বার তার বেশি উইকেট নেওয়ার নজির গড়েছিলেন। কপিল দেবের রেকর্ডও টপকে গিয়েছিলেন ডানহাতি পেসার। পঞ্চম উইকেট হিসেবে বুমরা আর্চারকে আউট করেছিলেন। কিন্তু বেশ নির্লিপ্তই ছিলেন বুমরা। কিন্তু কেন?
দিনের খেলা শেষে বুমরার দিকে সেই প্রশ্নই ছুঁড়ে দেওয়া হয়েছিল সাংবাদিকদের তরফে। বুমরা বলছেন, ''সত্যি বলতে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আলাদা করে খুশি হওয়ার কিছু ছিল না। অনেকক্ষণ ধরে বোলিং করছিলাম। কখনও কখনও আমার ক্লান্ত মনে হয় নিজেকে। আমি সত্যি বলতে এখন ২১-২২ বছরের ছেলে নই। তাই লাফালাফি করব এমনটা নয়। আমি খুশি যে দেশের জন্য আমি কিছু অবদান রাখতে পারলাম। এটুকুই। এছাড়া আমি শুধু নিজের বোলিংটাই করে যেতে চাই। আর কিছু নয়।"
ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৭৪ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেন বুমরা। লর্ডসের 'অনার্স বোর্ড' ১৫তম ভারতীয় বোলার হিসাবে নাম লেখান তিনি। এই কীর্তি নিঃসন্দেহেই দারুণ সৌভাগ্যের। এটি টেস্ট কেরিয়ারে বুমরার ১৫তম পাঁচ উইকেট হল ছিল। এই ৫ পাঁচ উইকেট নেওয়ার সুবাদেই তিনি কপিল দেবের এক দীর্ঘদিনের রেকর্ড ভেঙে ফেললেন।
বিদেশের মাটিতে এই বুমরা এক ইনিংসে ১৩তম বার পাঁচ উইকেট নিলেন। বুমরা এখন বিদেশে এক ইনিংসে সবথেকে বেশি পাঁচ উইকেট নেওয়া ভারতীয় বোলার হয়ে গেলেন। তবে এই কৃতিত্ব গড়ার পরেও বুমরা তেমনভাবে সেলিব্রেট করার আগ্রহই দেখেননি। বরং তিনি নিজেকে খানিকটা আটকেই রাখেন। শেষমেশ কার্যত জোর করেই বুমরার হাত তুলে ধরেন তাঁর বোলিং পার্টনার মহম্মদ সিরাজ।
ম্যাচের প্রথম দিন কিন্তু তেমন সাফল্যই পাননি। কেবল হ্যারি ব্রুককে আউট করেন তিনি। তবে দ্বিতীয় দিনের শুরুর আধ ঘণ্টাতেই তিনি বল হাতে আগুন ঝরান। পরপর বেন স্টোকস, জো রুট ও ক্রিস ওকসকে আউট করেন তিনি। এরপরে পঞ্চম উইকেটের জন্য বেশ খানিকটা অপেক্ষা করতে হয় তাঁকে। তবে শেষমেশ জোফ্রা আর্চারের উইকেট ভেঙে তিনি নিজের পঞ্চম উইকেটটি নেন।




















