India vs England: চাপ বাড়ছে ভারতের, প্রথম সেশনে উইকেট নিতে ব্যর্থ বুমরারা, হাফসেঞ্চুরি হাঁকালেন ডাকেট
ENG vs IND: ভারতের বিরুদ্ধে হেডিংলেতে পঞ্চম দিনের প্রথম সেশনে ২৪ ওভারে চার রান প্রতি ওভার গড়ে ৯৬ রান তুলে ফেলল ইংল্যান্ড।

লিডস: ভারতের বিরুদ্ধে হেডিংলেতে প্রথম টেস্টে (England vs India Test) স্মরণীয় জয়ের জন্য পঞ্চম দিনে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩৫০ রান, হাতে ছিল দশ উইকেট। অপরদিকে, টিম ইন্ডিয়ার ম্যাচ জয়ের জন্য শুরুতেই নতুন বলে উইকেট নেওয়ার প্রয়োজন ছিল। তবে উইকেট নিতে একেবারেই ব্যর্থ যশপ্রীত বুমরাসহ (Jasprit Bumrah) গোটা ভারতীয় দল। প্রথম সেশনে ২৪ ওভারে ৯৬ রান তুলল ইংল্যান্ড, তাও আবার কোনও উইকেট না হারিয়েই।
প্রথম সেশনে শেষে পঞ্চমদিনে মধ্যাহ্নভোজের সময় ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ১১৭ রান। ইংল্যান্ডের দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট (Ben Duckett) দিনের শুরুটা দারুণভাবে করলেন। ডাকেট বিগত ৫০ বছরে অ্যালেস্টার কুকের পর মাত্র দ্বিতীয় ইংরেজ ওপেনিং ব্যাটার হিসাবে হেডিংলেতে দুই ইনিংসেই অর্ধশতরান হাঁকালেন। প্রথম ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছিল ৬১ রানের ইনিংস। আপাতত তিনি ৬৪ রানে অপরাজিত। তাঁর ওপেনিং পার্টনার ক্রলির সংগ্রহ ৪২।
ম্যাচ জিততে ইংল্যান্ডের বাকি দুই সেশনে আরও ২৫৪ রান করতে হবে। সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের কিন্তু চতুর্থ ইনিংসে দ্রুত রান করে টেস্ট জেতার সুখ্যাতি রয়েছে। তাই স্বাভাবিকভাবেই ভারতীয় দল এবং সমর্থকদের উদ্বেগ বাড়ছে। আপাতত যে ম্যাচে জয় পাওয়ার নিরিখে ইংল্যান্ডই খানিকটা এগিয়ে, তা বলাই বাহুল্য।
ভারতীয় দলের লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫০-র অধিক রান ডিফেন্ড করার ক্ষেত্রে রেকর্ড বেশ ভাল। ৩৫০-র অধিক রানের পুঁজি নিয়ে ৫৯টি টেস্টে ভারতীয় ৪২ বারই জয়ের মুখ দেখেছে। ড্র হয়েছে ১৬টি ম্যাচে, পরাজয় কেবল একটিতে। তবে দুর্ভাগ্যবশত সেই পরাজয়টি বছর তিনেক আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডেরই মাটিতে। সেইবার ৩৭৮ রান তাড়া করতে নেমেছিলেন ইংরেজরা। জো রুট ও জনি বেয়ারস্টোর দাপটে তিন উইকেটে হারিয়েই ম্যাচ জিতে ফেলে তাঁরা।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে এখনও পর্যন্ত ১৩ বার এমন ঘটনা ঘটেছে, যেখানে চতুর্থ ইনিংসে সাড়ে তিনশোর বেশি রান তাড়া করে ম্যাচ জিতেছে কোনও দল। কিন্তু একমাত্র লিডসই এমন এক মাঠ যেখানে ৩৫০ রান একাধিকবার তাড়া করে জয়ের ঘটনা ঘটেছে। হালে হেডিংলেতে দ্বিতীয় ব্যাট করে টেস্ট জয়ের সংখ্যাই বেশি। ৩৭১ রান তাড়া করে ইংল্যান্ড এই ম্যাচ জিতে গেলে সেটা হবে এই মাঠে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। তাই সামনে লক্ষ্যটা এখনও সুবিশাল হলেও, ইংল্যান্ডের পক্ষেই কিন্তু ম্য়াচের পাল্লা ভারি।




















