IND vs ENG: ওভালে শেষ টেস্টে খেলবেন না বুমরা? দলে ঢুকতে পারেন কুলদীপ, হতে পারে আরও বদল
IND vs ENG 5th Test: ওভাল টেস্টে আরও তিনটি বদলি হতে পারে ভারতীয় একাদশে। পন্থের পরিবর্তে ধ্রুব জুড়েলের শেষ টেস্টে খেলা নিশ্চিত। অন্য়দিকে শার্দুল ঠাকুরকে বসতে হতে পারে।

ওভাল: আগেই ভারতীয় দলের হেডকোচ গৌতম গম্ভীর জানিয়ে দিয়েছিলেন যে ঋষভ পন্থ ওভাল টেস্টের আগেই ছিটকে গিয়েছেন। এবার দলের সূত্রের খবর, পঞ্চম টেস্টে ভারতীয় দল হয়ত পাবে না জসপ্রীত বুমরাকেও। আগামীকাল, বৃহস্পতিবার ৩১ জুলাই থেকে শুরু হতে চলেছে ভারত ও ইংল্যান্ড পঞ্চম টেস্ট। আর সেই ম্য়াচেই বিশ্রাম দেওয়া হতে পারে বুমরাকে। তাঁর পরিবর্তে দলে ঢুকে পড়বেন হয়ত আকাশ দীপ।
বুমরার ওয়ার্কলোড একটা বড় ইস্যু ভারতীয় দলের জন্য। এই সিরিজ শুরুর আগেই বুমরাকে যে সব ম্য়াচ খেলানো হবে না, তার আভাস দিয়েছিলেন কোচ ও অধিনায়ক। ওল্ড ট্র্যাফোর্ডেও তাঁর খেলা নিয়ে সংশয় ছিল। কারণ লর্ডসেই খেলেছিলেন বুমরা। তবে ম্য়াঞ্চেস্টারে খেললেও একেবারেই ছন্দে মনে হয়নি ডানহাতি পেসারকে। এবার তাই সিরিজের শেষ ম্য়াচে বুমরাকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছে টিম ম্য়ানেজমেন্ট। ম্য়াঞ্চেস্টারে ৩৩ ওভার বল করে ১১২ রান খরচ করে মাত্র ২ উইকেটই তুলতে পেরেছিলেন বুমরা।
এদিকে শুধু বুমরা নন। ওভাল টেস্টে আরও তিনটি বদলি হতে পারে ভারতীয় একাদশে। পন্থের পরিবর্তে ধ্রুব জুড়েলের শেষ টেস্টে খেলা নিশ্চিত। অন্য়দিকে শার্দুল ঠাকুরকে বসতে হতে পারে। ওল্ড ট্র্যাফোর্ডে একেবারেই বল হাতে কোনও ছাপ ফেলতে পারেননি। ১১ ওভার বল করে ৫৫ রান খরচ করেছেন। কিন্তু উইকেট তুলতে পারেননি তিনি। তাই কুলদীপ যাদব হয়ত শার্দুলের পরিবর্তে একাদশে ঢুকছেন। সুযোগ পেলেই ভারতীয় চায়নাম্য়ান এর আগেও উইকেট তুলেছেন। এই সিরিজে এখনও পর্য়ন্ত তাঁকে খেলানো হয়নি। ওভালে একাদশে প্রথমবার সুযোগ মিলতে পারে কুলদীপের।
আরও একটি বদল হয়ত হবে অংশুল কম্বোজের পরিবর্তে অর্শদীপের একাদশে ঢোকা। ম্য়াঞ্চেস্টারে কম্বোজ একাদশে সুযোগ পাওয়ার পর সবাই তাঁকে দেখার জন্য উৎসুক ছিল। কিন্তু ১২০ কিলোমিটার গতিবেগে কম্বোজের বল একেবারেই ছাপ ফেলতে পারেনি। ইংল্য়ান্ডের ব্যাটারদের কোনওরকম অসুবিধের মধ্য়েই মনে হয়নি কম্বোজের বলে। তাই ওভালে তাঁকে বসতে হতে পারে। অন্য়দিকে দেশের জার্সিতে এখনও পর্যন্ত সাদা বলের ফর্ম্য়াটে ৭২ ম্য়াচ খেলে ফেলা অর্শদীপ সিংহের টেস্ট অভিষেক হতে পারে।
ম্য়াঞ্চেস্টারে দ্বিতীয় ইনিংসে ০ রানের মধ্য়ে ২ উইকেট খুইয়ে বসেছিল। সেখান থেকে শেষ দুদিনে ১৪৩ ওভার বল করেছিল ভারতীয় দল। অধিনায়ক শুভমন গিল ছাড়াও রবীন্দ্র জাডেজা ও ওয়াশিংটন সুন্দর সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ম্য়াচ ড্র করে দেন তাঁরা।




















