IND vs NZ: ভারতকে টেস্ট সিরিজে হারাতেই পন্টিং, কুকদের সঙ্গে এলিট লিস্টে নাম লেখালেন ল্যাথাম
IND vs NZ Test Series: তিন ম্য়াচের টেস্ট সিরিজে এই মুহূর্তে ২-০ ব্যবধানে এগিয়ে আছে নিউজিল্যান্ড। বেঙ্গালুরুর পর এবার পুণে টেস্টেও জয় ছিনিয়ে নিয়েছে নিউজিল্য়ান্ড।
পুণে: নিউজিল্যান্ডের (IND vs NZ) বিরুদ্ধে টেস্ট সিরিজ হারতে হয়েছে ভারতীয় ক্রিকেট দলকে (Indian Cricket Team)। ঘরের মাঠে ৪৩৩১ দিন পরে টেস্ট সিরিজে লজ্জার হার হারতে হয়েছে কিউয়ি শিবিরকে। আর এই সিরিজ জয়ের সঙ্গে সঙ্গেই এলিট লিস্টে নাম লেখালেন কিউয়ি অধিনায়ক টম ল্যাথাম (Tom Latham)। তিন ম্য়াচের টেস্ট সিরিজে এই মুহূর্তে ২-০ ব্যবধানে এগিয়ে আছে নিউজিল্যান্ড। বেঙ্গালুরুর পর এবার পুণে টেস্টেও জয় ছিনিয়ে নিয়েছে নিউজিল্য়ান্ড। তৃতীয় টেস্টটি হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ভারতের কাছে সেই ম্য়াচ যেমন নিয়মরক্ষার, তেমনই কিউয়িরা চাইবে হোয়াইওয়াশ করতে।
২০০০ সালের পর থেকে ভারতের মাটিতে টেস্ট সিরিজ জেতা ক্যাপ্টেনদের তালিকায় নতুন নাম টম ল্যাথাম। এর আগে প্রতিপক্ষ দেশের অধিনায়ক হিসেবে ভারতের মাটিতে এসে টেস্ট সিরিজ জয়ের নজির গড়েছেন চার জন। হ্যান্সি ক্রোনিয়ে, অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিং ও অ্যালিস্টার কুক। সেই তালিকায় এবার নাম লিখিয়ে নিলেন টম ল্যাথামও।
২০০০ সালে ক্রোনিয়ের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা ভারতের মাটিতে খেলতে এসে টেস্ট সিরিজ জিতেছিল ২-০ ব্যবধানে। এরপর ২০০৪ সালে অ্য়াডাম গিলক্রিস্ট ও রিকি পন্টিংয়ের নেতৃত্বে ভারতকে ২-১ ব্যবধানে হারিয়ে দেয় অস্ট্রেলিয়া। এরপর ২০১২ সালে ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুকের নেতৃত্বে ইংল্যান্ড দল ২-১ ব্যবধানে হারিয়ে দেয় ভারতকে। এরপর থেকে এই সিরিজ পর্যন্ত ভারত আর কখনও ঘরের মাঠে টেস্ট সিরিজ হারেনি।
পুণে টেস্টের পর কিউয়ি অধিনায়ক টম ল্য়াথাম জানান, ''ভারতের মাটিতে সিরিজ জিততে পারলাম আমরা। এটা সত্যিই দারুণ একটা অনুভূতি। কিন্তু শুধু আমি নয়। গোটা দলের সাফল্য এটি। আমি আগেই বলেছিলাম যে ছেলেরা এখানে এসে লড়াই করতে চেয়েছিল। খেলায় ফোকাস ছিল আমাদের। বোর্ডে রান যোগ করতে চেয়েছিলাম আমরা। স্যান্টনার এই ম্য়াচে দুর্দান্ত বল করেছে। সুযোগের সদ্বব্যবহার করেছে।''
শ্রীলঙ্কায় সিরিজ হারতে হয়েছিল। কিন্তু তার থেকও তুলনামূলক শক্তিশালী দল ভারতের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে এসে সিরিজ জয়। ল্যাথাম বলছেন, ''আমার মনে হয় না যে আমরা শ্রীলঙ্কাতেও বাজে খেলেছিলাম। এখানের পরিবেশ একদম আলাদা। এখানকার পিচও আলাদা। এখানের পিচে স্যান্টনারের পাশাপাশি গ্লেন ও আজাজের বোলিংও আমাদের জন্য কার্যকরী হয়েছে।''
উল্লেখ্য, ১৯৮৩ সালের ৪১ বছর পর ফের দেশের মাটিতে এক বছরে তিনটি টেস্ট হারল ভারত। ১৯৮৩ সালে ওয়েস্ট ইন্ডিজের কাছে তিনটি টেস্ট হেরেছিল ভারত।