India vs Pakistan: ভারত-পাক ম্যাচ নিয়ে সতর্ক দুবাই পুলিশ, ঝামেলা সৃষ্টি করলে সাত লক্ষের জরিমানা, হতে পারে জেলও
IND vs PAK Asia Cup: পহেলগাঁওয়ে জঙ্গি হানার পর এই প্রথম দুই দেশের সিনিয়র ক্রিকেট দল একে অপরের বিরুদ্ধে মাঠে নামছে।

দুবাই: পহেলগাঁওয়ে জঙ্গিহানার পর এই প্রথম দুই যুযুধান প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান (IND vs PAK) একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছে। পাক মদতপুষ্ট জঙ্গি হানায় নিরপরাধ ২৬ জন ভারতীয়র প্রাণহানি হওয়ার পর ভারতের তরফে লঞ্চ করা হয় 'অপারেশন সিঁদুর'। কেন্দ্রীয় সরকারের তরফে পড়শি দেশের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার কথা জানানো হয়। তবে তা সত্ত্বেও এই ম্যাচ আয়োজন হওয়ায় দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ, প্রতিবাদ চলে। এই আবহেই ইতিমধ্যেই শুরু হয়েছে এশিয়া কাপের (Asia Cup 2025) এই খেলা।
এই ম্যাচ যাতে নির্বিঘ্নেই শেষ হয়, সেই বিষয়ে কিন্তু দুবাই পুলিশ তৎপর। দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজিত ম্যাচ দেখতে আসা দর্শকদের জন্য দুবাই পুলিশ ও ইভেন্টস সিকিউরিটি কমিটির তরফে স্পষ্ট কয়েকটি নির্দেশাবলী দেওয়া হয়েছে। দর্শকদের নিরাপত্তার কোনওরকম বিঘ্ন ঘটানোর চেষ্টা বা ঝামেলা তৈরির প্রচেষ্টা করা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেই জানান ইএসসির প্রধান তথা দুবাই পুলিশ অপারেশনসের সহকারী কমান্ডার, মেজর জেনারেল সেফ মুহাইর আল মাজ়েরই।
The Federal Law on the Security of Sports Facilities and Events-র তরফে জানানো হয়েছে অনুমতি না নিয়ে খেলার মাঠে প্রবেশ থেকে কোনও নিষিদ্ধ দ্রব্য যেমন বাজি, দাহ্য কোনও পদার্থ, সেলফি স্টিক, ছাতা, রিমোট কন্ট্রোল ডিভাইস ইত্যাদি নিয়ে মাঠে প্রবেশ করলে এক থেকে তিন মাস পর্যন্ত জেল হতে পারে। এখানেই শেষ নয়, হতে পারে বিরাট অঙ্কের জরিমানাও। এর পরিমাণ পাঁচ থেকে ৩০ হাজার দিরহাম, ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় ১.২ লক্ষ থেকে ৭.২ লক্ষ টাকা। বিদ্বেষমূলক মন্তব্য তথা কোনও ধরনের ঝামেলায় জড়ালেও এই পরিমাণ সাজা হতে পারে।
খেলায়াড়, দর্শক, আধিকারিক এবং কর্মচারীরা যাতে নির্বিঘ্নে সুস্থ পরিবেশে ম্যাচ দেখতে পারে, তার জন্যই এত কড়া কড়ি করা হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। এছাড়াও স্টেডিয়ামে প্রবেশের সময় থেকে পার্কিং নিয়েও না না রকমের নির্দেশ পুলিশ তরফে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ম্যাচে ইতিমধ্যে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সলমন আলি আগা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ে ভারত অনেক এগিয়ে। ভারত দশটি ম্যাচ জিতেছে, সেখানে পাকিস্তানের জয়ের সংখ্যা মাত্র তিন। তবে পাকিস্তান এই মাঠে ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের দুইটিতে জয় পেয়েছে। এবার এই ম্য়াচে কোন দল জয়ের হাসি হাসে সেটাই দেখার।




















