IND vs SL Live: ৭ উইকেটে ম্য়াচ জিতে সিরিজও ঝুলিতে পুরল টিম ইন্ডিয়া
IND vs SL Live Score: প্রথম টি-টোয়েন্টিতে ৪৩ রানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলতে নামবে সূর্যকুমার যাদবের দল।

Background
প্রথম টি-টোয়েন্টি ম্যাচে (IND vs SL) ৪৩ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে ভারতীয় দল। প্রথমে ব্যাট করে ২১৩ রান বোর্ডে তোলার পর বল হাতে টিম ইন্ডিয়া শুরুটা খুব ভাল না করলেও, ইনিংসের দ্বিতীয়ার্ধে দারুণভাবে ম্যাচে ফিরে আসেন ভারতীয় বোলাররা। দলকে এনে দেন কাঙ্খিত জয়। তবে ম্যাচ হারলেও, শ্রীলঙ্কার আগ্রাসী ক্রিকেটের প্রশংসাই করলেন সূর্যকুমার।
২১৪ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে শ্রীলঙ্কান দলের শুরুটা ভাল হওয়ার প্রয়োজন ছিল। পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিসের দৌলতেই ঠিক সেটাই করে দ্বীপরাষ্ট্র। ওপেনিংয়ে ৮৪ রান যোগ করেন কুশল ও পাথুম। তবে মিডল এবং লোয়ার অর্ডার সম্পূর্ণ ব্যর্থ। প্রথম চারজন বাদে কোনও লঙ্কান ব্যাটার দুই অঙ্কের রান অবধি করতে পারেননি। অধিনায়ক চরিথ আসালঙ্কাসহ মোট তিনজন লঙ্কান ব্যাটার খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। তাও কিন্তু ভারতীয় অধিনায়ক প্রতিপক্ষের প্রশংসাই করলেন। উল্টে নিজেদের কিছুটা ভাগ্যবানই মনে করছেন তিনি।
IND vs SL Live: দ্বিতীয় টি-টোয়েন্টিতেও জয় ভারতের
৭ উইকেটে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয় ভারতের। সিরিজও ঝুলিতে পুরল সূর্যকুমার যাদবের দল।
IND vs SL Live Score: ম্য়াচ জিততে ভারতের চাই আর মাত্র ৬ রান
ভারতের তৃতীয় উইকেটের পতন। ১৫ বলে ৩০ রান করে ফিরলেন যশস্বী জয়সওয়াল। ভারতের ম্য়াচ জিততে চাই আর ১২ বলে ৬ রান।




















