India vs Sri Lanka: পিছিয়েই যাচ্ছে রোহিত, বিরাটের আন্তর্জাতিক কামব্যাক, হচ্ছে না ভারত-শ্রীলঙ্কা সিরিজ়
India-Sri Lanka Series: অগাস্টের শেষের দিকেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলের সীমিত ওভারের সিরিজ় খেলার সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল।

নয়াদিল্লি: সেই বছরের শুরুর দিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষবার ভারতীয় দলের জার্সি গায়ে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলিকে (Virat Kohli) দেখা গিয়েছিল। তারপর থেকে জাতীয় দলের হয়ে আর মাঠে নামেননি তাঁরা। টেস্ট থেকে অবসরের জেরে ভারত বনাম ইংল্যান্ড সিরিজ়েও খেলেননি তাঁরা। তারকাদ্বয়কে এই অগাস্টেই আবার ভারতের খেলতে দেখা যেত। বাংলাদেশের বিরুদ্ধে সাদা বলের সিরিজ় খেলার কথা ছিল ভারতের। তবে সেই সিরিজ় পিছিয়ে গিয়েছে। এরপরেই শ্রীলঙ্কার বিরুদ্ধে এক সিরিজ় খেলার সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল। তবে সেই সিরিজ়ও আর হচ্ছে না বলেই খবর।
২০২৫ সালের অগাস্ট মাসে হওয়ার ওপার বাংলার দলের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার তিনটি ওয়ান ডে এবং সমসংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। তবে বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক অস্থিরতার জেরেই মূলত এই সিরিজ় পিছিয়ে দেওয়া হয়েছে।। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে বিবৃতি দিয়ে সেই সিরিজ আপাতত স্থগিত রাখার কথাও জানিয়ে দেওয়া হয়েছে। ২০২৬ সালের সেপ্টেম্বরে এই সিরিজ় খেলা হবে। বৃতিতে বলা হয়েছে, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ড ২০২৬ সালের সেপ্টেম্বরে ভারতকে স্বাগত জানাতে তৈরি । সেই সফরের দিনক্ষণ ও পূর্ণাঙ্গ সূচি পরে প্রকাশ করা হবে।'
এরপরেই রিপোর্ট অনুযায়ী ভারতীয় বোর্ড এই মাসের শেষের দিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে এক সিরিজ় খেলার জন্য প্রচেষ্টা করেছিল। তবে সেই সিরিজ়ও হচ্ছে না। শ্রীলঙ্কা বোর্ডের তরফে এমন কোনও সিরিজ়ের বিষয়টা সম্পূর্ণভাবে নস্যাৎ করে দেওয়া হয়েছে। এরপরেই তাই ভারতীয় দল সরাসরি আগামী মাসে এশিয়া কাপে খেলতে নামবে। সেই টুর্নামেন্টেও অবশ্য কোহলিদের দেখা যাবে না। এবারের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফর্ম্যাটে আয়োজিত হবে এবং সেই ফর্ম্যাট থেকে আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বজয়ের পরই অবসর ঘোষণা করেছিলেন কোহলি ও রোহিত। তাই সামনের মাসেও তাঁদের জাতীয় দলের হয়ে খেলতে দেখা যাবে না।
এর ফলে বিরাট ও রোহিতকে সম্ভবত সেই অক্টোবর মাসে আবার জাতীয় দলের হয়ে খেলতে দেখা যাবে। সেই সময় অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের তিনটি ওয়ান ডে এবং পাঁচটি বিশ ওভারের ম্যাচ খেলার কথা। তখনই ভারতীয় দলের জার্সিতে আবার রোহিতদের দেখা যেতে পারে। তবে রোহিত এবং বিরাটদের ভবিষ্যৎ নিয়েও বোর্ড খুব শীঘ্রই বোর্ড আলোচনায় বসতে চলেছে বলে খবর। মহাতারকাদ্বয়কে অবসর নিতে বাধ্য করা হবে না বলে এক সূজ্ঞ নিশ্চিত করলেও, তিনি জানান পরবর্তী বিশ্বকাপ এখনও অনেকটা দেরি। এতদিনে রোহিত, বিরাটের ফিটনেস, ফর্ম কেমন থাকতে পারে, কী ভাবা হচ্ছে সেই নিয়ে এক পেশাদার আলোচনার করা হবে বলেই খবর।




















