Mohammed Shami: নিজের ফিটনেস নিয়েই সন্দিহান মহম্মদ শামি? প্রশ্নচিহ্ন তাঁর টেস্ট কেরিয়ার নিয়ে
Indian Cricket Team: ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যম্পিয়নশিপের ফাইনালের পর থেকে মহম্মদ শামি ভারতীয় দলের হয়ে আর কোনও টেস্ট ম্যাচ খেলেননি।

নয়াদিল্লি: মহম্মদ শামি (Mohammed Shami), সাম্প্রতিক সময়ে ভারত (Indian Cricket Team) তথা বিশ্বের সেরা ফাস্ট বোলারদের অন্যতম। তবে তাঁর সহযোদ্ধা যশপ্রীত বুমরার মতোই শামিও হালে বারংবার চোট আঘাতে ভুগেছেন। প্রথম অস্ট্রেলিয়া সফর এবং তার পর ইংল্যান্ড সফরে ভারতীয় দলে শামিকে রাখা হয়নি। তারপর থেকেই তাঁর টেস্ট ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে। এক রিপোর্টে দাবি করা হচ্ছে শামি নিজেই নাকি তাঁর ফিটনেস নিয়ে নিশ্চিত ছিলেন না।
আইপিএলে শামিকে লাল ও সাদার মিশ্রণে তৈরি একটি বল নিয়ে অনুশীলন করতে দেখা গিয়েছিল। তারপরে অনেকেই মনে করেছিলেন শামি হয়তো ইংল্যান্ড সফরে ভারতীয় দলে কামব্যাক করবেন। রিপোর্ট অনুযায়ী শামিকে নাকি দলে নিতে আগ্রহী ছিলেন বিসিসিআইয়ের নির্বাচকরা। বিশেষত যেখানে বুমরা মাত্র তিনটি টেস্টেই খেলবেন, সেখানে শামির দক্ষতা ও অভিজ্ঞতা অপরিহার্য বলেই মনে করেছিলেন অজিত আগরকররা। তবে শামিকে তাঁর ফিটনেস প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি নিজেই ধন্দে ছিলেন, যার ফলে ভারতীয় নির্বাচকদের কাছে তাঁকে ছাড়াই দল ঘোষণা করা ছাড়া আর উপায় ছিল না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই আধিকারিক জানান, 'প্রথমত আমি জানাতে চাই যে শামিকে ওর ফর্মের জন্য দল থেকে বাদ দেওয়া হয়নি। কেবলমাত্র ফিটনেসের কারণেই ও ইংল্যান্ড সফরে যায়নি। অস্ট্রেলিয়া সফরে ও খেলেনি। ইংল্যান্ড সফরে ওর উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বিসিসিআইয়ের নির্বাচকরা দল বাছাইয়ের আগে ওর সঙ্গে তো কথাও বলেছিল। তবে ওকে ফিটনেস নিয়ে একেবারেই আত্মবিশ্বাসী মনে হয়নি। সেই নিশ্চয়তাটা না পাওয়াটাই সমস্যা কারণ।'
ওই সূত্রের দাবি বয়সটা কিন্তু শামির বিপক্ষেই। সেক্ষেত্রে বোর্ড এমন একজন ফাস্ট বোলারের দিকে তাকিয়ে যে অন্তত সাত, আট বছর খেলতে পারবেন। সেই ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষবার টেস্ট খেলেছিলেন শামি। তারপর ঘরোয়া ক্রিকেট বাংলার হয়ে রঞ্জিতে খেললেও, আন্তর্জাতিক ক্রিকেটে লাল বলে কোনও ম্য়াচ খেলেননি তিনি। তবে শামি আসন্ন দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের দলে নির্বাচিত করা হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ়ের আগে এই টুর্নামেন্টে শামির ভাল পারফরম্যান্স তাঁকে ভারতীয় টেস্ট দলে ফিরতে সাহায্য করতে পারেন। তবে তাঁর ফিটনেস নিয়ে কিন্তু সংশয় অব্যাহত। এক বিসিসিআইয়ের সূত্র দাবি করছেন শামি দলীপে ভাল পারফর্ম করলে, তাঁর দক্ষতাকে অবেহলা করা কার্যত অসম্ভবই হবে। তবে তাঁর হাঁটু ও হ্যামস্ট্রিং নিয়ে যেখানে প্রশ্নচিহ্ন রয়েছে, সেখানে তিনি কতটা কী প্রভাব ফেলতে পারবেন সেই নিয়ে সংশয় প্রকাশ করেছেন।




















