IND vs WI: দ্বিতীয় টেস্টের আগে দিল্লিতে কোচ গম্ভীরের বাড়িতে নৈশভোজে আমন্ত্রিত গিল বাহিনী
Gautam Gambhir On Indian Team: প্রথম টেস্টে ম্য়াচের সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছিলেন রবীন্দ্র জাডেজা। ব্যাট হাতে অপরাজিত ১০৪ রানের ইনিংস ও বল হাতে ৪ উইকেট নিয়েছিলেন দ্বিতীয় ইনিংসে।

নয়াদিল্লি: কোচের বাড়িতে নৈশভোজের আমন্ত্রণ। হ্য়াঁ, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে ইনিংস ও ১৪০ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডয়ামে আগামী ১০ অক্টোবর থেকে শুরু হতে চলেছে দ্বিতীয় টেস্ট। তার আগে দিল্লিতে গম্ভীরের বাড়িতে নৈশভোজের আমন্ত্রণ জানানো হচ্ছে ভারতীয় ক্রিকেটারদের।
সূত্রের খবর, গৌতম গম্ভীর চাইছেন খোলা আকাশের নীচে গার্ডেন এরিয়ায় নৈশভোজের আয়োজন করতে। কিন্তু বৃষ্টি হলে তা বাতিল হতে পারে। এই মুহূর্তে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় দল। ম্য়াচের সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছিলেন রবীন্দ্র জাডেজা। ব্যাট হাতে অপরাজিত ১০৪ রানের ইনিংস ও বল হাতে ৪ উইকেট নিয়েছিলেন দ্বিতীয় ইনিংসে।
উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ ড্র করে এসেছিল ভারত। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই ছিল ভারতের প্রথম টেস্ট সিরিজ। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে আমদাবাদে প্রথমে ফিল্ডিং করতে নেমেছিলেন গিলরা। প্রথম ইনিংসে ১৬২ রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভারতীয় দল ইনিংস ডিক্লেয়ার দেয় যখন, তখন তাঁদের স্কোর ৫ উইকেটের বিনিময়ে ৪৪৮ রান। কে এল রাহুল, ধ্রুব জুরেল ও রবীন্দ্র জাডেজা তিনজন সেঞ্চুরি হাঁকান। প্রথম ইনিংসেই ২৮৬ রানের লিড নিয়েছিল ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৪৬ রানে অল আউট হয়ে যায় রস্টন চেজের দল। কিন্তু এত বড় ব্যবধানে জিতেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে তিন নম্বরেই রয়েছে এখনও ভারত। জয়ের শতকরা হার যদিও ৪৬.৬৭ থেকে বেড়ে হয়েছে ৫৫.৫৬। এই তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। তাঁদের জয়ের শতকরা হার ১০০। দ্বিতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার জয়ের শতকরা হার ৬৬.৬৭ শতাংশ। অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ ম্যাচ খেলে তিনটিই জিতেছে। শ্রীলঙ্কা দুটো খেলে ১টি ম্য়াচ জিতেছে। ভারতীয় দল ৬টি ম্যাচ খেলে তিনটি জিতেছে ২টো হেরেছে ও ১টি ড্র করেছে।
গত বছর কিউয়িদের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে হোয়াইটওয়াশ হতে হয়েছিল ভারতীয় দলকে। দেশের মাটিতে সেটিই ছিল শেষ সিরিজ ভারতের। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আমদাবাদে জয়। আগামী ১০ তারিখ থেকে শুরু দিল্লি টেস্ট জিতে সিরিজে ২-০ করতে মরিয়া থাকবে গিল বাহিনী। সেক্ষেত্রে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও একটু ওপরে উঠে আসতে পারে তারা।




















