INDW vs ENGW: দীপ্তির ঘূর্ণির ফাঁদে কুপোকাত ইংল্যান্ড, ১৩৬ রানেই শেষ ইনিংস
Deepti Sharma: বল হাতে মাত্র সাত রানে খরচ করে পাঁচ পাঁচটি উইকেট নেন দীপ্তি শর্মা।
![INDW vs ENGW: দীপ্তির ঘূর্ণির ফাঁদে কুপোকাত ইংল্যান্ড, ১৩৬ রানেই শেষ ইনিংস Indian spinner Deepti Sharma picks fifer as England Women's team gets bundled out for 136 INDW vs ENGW: দীপ্তির ঘূর্ণির ফাঁদে কুপোকাত ইংল্যান্ড, ১৩৬ রানেই শেষ ইনিংস](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/15/26aa781bedf62b9f9f54ceb54c26f3fa1702629700800507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: সিরিজ়ের একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে ভারতীয় দল (Indian Women's Cricket Team) মাত্র ১৮ রানের ব্যবধানেই তিন উইকেট হারিয়ে অল আউট হয়ে গিয়েছিল। অর্ধশতরানে ব্যাট করলেও, নিজের ইনিংস বেশিদূর এগিয়ে নিয়ে যেতে পারেননি দীপ্তি শর্মা (Deepti Sharma)। তবে বল হাতে জ্বলে উঠলেন তিনি। তাঁর দাপটেই ইংল্যান্ড ১৩৬ রানে অল আউট হয়ে গেল। এক সময় ১২৬ কানে চার উইকেট থেকে ব্যাটিং ধসে মাত্র ১০ রানে ছয় উইকেট হারায় ইংল্যান্ড। ন্যাট স্কিভার-ব্রান্ট বাদে ইংরেজদের হয়ে আর কেউ অর্ধশতরানের গণ্ডিও পার করতে পারেননি।
ইনিংসের শুরুটা সোফিয়া ডাঙ্কলি আগ্রাসী মেজাজে করলেও, রেণুকা সিংহের স্বপ্নের ইনসুইং বলে তাঁর ইনিংস সমাপ্ত হয়। ১১ রানে আউট হন তিনি। এরপর অধিনায়ক হায়দার নাইটকে এলবিডব্লু করেন পূজা বস্ত্রকর। ইংল্যান্ড অধিনায়ক ১১ রানে আউট হন। আরেক ওপেনার ট্যামি বিউমন্ট বেশ খানিকটা সময় ক্রিজে টিকে থাকেন। ন্যাটের সঙ্গে অর্ধশতরানের পার্টনারশিপও গড়েন তিনি। তবে খুব বেশি রান করতে পারেননি ট্যামি। তাঁর সংগ্রহ মাত্র ১০ রান।
ন্যাট একদিকে নিজের ইনিংস চালিয়ে গেলেও, অপরদিকে থেকে নিরন্তর ব্যবধানে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। ড্যানি ওয়াইট, অ্যামি জোন্সরা কেউই বড় রান করতে পারেননি। ড্যানি ১৯ ও অ্যামি ১২ রান করেন। তারপর দীপ্তির দাপটে আর কেউ দুই অঙ্কের রানও করতে পারেননি। ১৩৬ রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। দীপ্তির পাঁচ উইকেটের পাশাপাশি স্নেহ রানা দুই এবং পূজা ও রেণুকা একটি করে উইকেট নেন। ট্যামি বিউমন্ট রান আউট হন।
Tea Break!
— BCCI Women (@BCCIWomen) December 15, 2023
Strong bowling performance by #TeamIndia 💪 🤩
5️⃣ wickets for @Deepti_Sharma06
2️⃣ wickets for @SnehRana15
1️⃣ wicket each for Renuka Singh Thakur & @Vastrakarp25
India will not enforce the follow-on.
Scorecard ▶️ https://t.co/UB89NFaqaJ #INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/hBbw2GUmBB
প্রথম ইনিংস শেষে ভারতীয় দল ২৯২ রানে এগিয়ে। এত বড় রানের লিড নেওয়ার পর যে ম্যাচের রাশ হরমনপ্রীতদেরই হাতে, তা বলাই বাহুল্য। তবে এত বড় লিড সত্ত্বেও ভারতীয় অধিনায়ক আবার ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। ইংল্যান্ডকে ফলো অনের আমন্ত্রণ জানাননি তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)