INDW vs ENGW Live: গ্রুপ-২ ম্যাচে ইংল্যান্ডের কাছে ১১ রানে পরাস্ত ভারত
IND vs ENG: এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচবার ইংল্যান্ড ভারতের বিরুদ্ধে জয় পেলেও, ভারত একটিও ম্য়াচ জিততে পারেনি। সেই অতীত রেকর্ড বদলে ফেলার হাতছানি টিম ইন্ডিয়ার সামনে।
LIVE
Background
কেপ টাউন: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে ভারতীয় দল। ইংল্যান্ডের বিরুদ্ধে আজকের ম্যাচে জয় পেলেই গ্রুপ শীর্ষে থাকার সুবর্ণ সুযোগ রয়েছে ভারতের সামনে। তবে এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচবার ইংল্যান্ড ভারতের বিরুদ্ধে জয় পেলেও, ভারত একটিও ম্য়াচ জিততে পারেনি। সেই অতীত রেকর্ড বদলে ফেলার হাতছানি টিম ইন্ডিয়ার সামনে।
INDW vs ENGW Live Score: গ্রুপ-২ ম্যাচে ইংল্যান্ডের কাছে ১১ রানে পরাস্ত ভারত
গ্রুপ-২ ম্যাচে ইংল্যান্ডের কাছে ১১ রানে পরাস্ত ভারত।
INDW vs ENGW Live Score: অর্ধশতরান করেই আউট
১৬ ওভার শেষে ভারতের স্কোর ১০৫/৪। ভারতের তারকা ওপেনার স্মৃতি দুরন্ত এক অর্ধশতরান হাঁকালেন। তবে তারপরেই ৫২ রানে সাজঘরে ফিরলেন তিনি। ভারতকে জয়ের জন্য শেষ চার ওভারে ৪৭ রান করতে হবে। ক্রিজে ২২ রানে ব্যাট করছেন রিচা ঘোষ। ক্রিজে নতুন ব্যাটার দীপ্তি শর্মা।
INDW vs ENGW Live Updates: হতাশ করলেন জেমাইমা
টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা দুরন্তভাবে করেছিলেন জেমাইমা। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ হলেন তিনি। ১৬ বলে মাত্র ১৩ রানে করে সাজঘরে ফিরলেন ভারতের তারকা ব্যাটার। ৫৭ রানে দ্বিতীয় উইকেট হারাল ভারত। ব্যাটিং ইনিংসের মাঝপথে ভারতের স্কোর ৬২/২। জয়ের জন্য বাকি ৬০ বলে ভারতকে আরও ৯০ রান করতে হবে।
INDW vs ENGW Live Score: পাওয়ার প্লে শেষ
পাওয়ার প্লে শেষে এক উইকেটের বিনিময়ে ৪০ রান তুলল ভারত। স্মৃতি মান্ধানা ২৫ ও জেমাইমা রডরিগেজ ২ রানে ব্যাট করছেন। শেফালি ৮ রান করে সাজঘরে ফিরেছেন।
INDW vs ENGW Live Updates: মন্থর শুরু
দুই ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১১ রান। শেফালি ভার্মা ৬ ও স্মৃতি মান্ধানা ২ রানে ব্যাট করছেন।