Indian Cricket Team: পাকিস্তানে রোহিতদের যাওয়ায় বোর্ডের নিষেধাজ্ঞা বহাল, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে না ভারত?
ICC Champions Trophy 2025: এবার তেমনই সম্ভাবনা আরও জোরালো হচ্ছে। সূত্রের খবর, বিসিসিআই এই বিষয়ে সুর নরম করেনি। তাদের তরফে নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।
মুম্বই: আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2025)। পাকিস্তানের (Pakistan Cricket Team) মাটিতে আয়োজিত হওয়ার কথা এই মেগা টুর্নামেন্টের। কিন্তু আইসিসির এই প্রতিযোগিতায় এবার ভারতের অংশগ্রহণ করা নিয়ে সংশয় তৈরি হয়েছে। পাকিস্তানের মাটিতে দীর্ঘ কয়েক বছর ধরেই আর দ্বিপাক্ষিক সফরে খেলতে যায় না ভারতীয় দল। পাকিস্তানের মাটিতে প্লেয়ারদের নিরাপত্তা নিয়ে নিশ্চিত নয় ভারত সরকার। তাই সরকারের তরফেই ছাড় দেওয়া হয় না সিরিজ খেলার বিষয়ে। এবার তেমনই সম্ভাবনা আরও জোরালো হচ্ছে। সূত্রের খবর, বিসিসিআই এই বিষয়ে সুর নরম করেনি। তাদের তরফে নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। ফেল রোহিত, বিরাটরা চ্যাম্পিন্স ট্রফি খেলতে হয়ত পাকিস্তান যেতে পারবেন না।
এদিকে সূত্রের খবর, বোর্ডের তরফে নাকি আইসিসির কাছে সরকারিভাবে জানতে চাওয়া হবে যে সম্ভব হলে টুর্নামেন্ট শ্রীলঙ্কা ও দুবাইয়ে আয়োজন করা সম্ভব কি না। এর আগে এশিয়া কাপে পাকিস্তানের মাটিতে খেলতে যায়নি ভারত। ফলে টিম ইন্ডিয়ার খেলাগুলো শ্রীলঙ্কায় আয়োজিত হয়েছিল। এবারও হয়ত সেই পথেই হাঁটছে বিসিসিআই।
ভারত-পাকিস্তান শেষবার মুখোমুখি হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেই ম্য়াচে ৬ রানে জয় ছিনিয়ে নেয় ভারত। ২০০৮ সালে এশিয়া কাপে শেষবার পাকিস্তানের মাটিতে খেলতে গিয়েছিল ভারত। এরপর থেকেই কোনও আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ম্য়াচে ভারত পাকিস্তানের মাটিতে খেলতে যায়নি। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি একমাত্র ইভেন্ট যা পাকিস্তান এককভাবে আয়োজন করতে চলেছে। এর আগে ১৯৯৬ বিশ্বকাপে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে সহ আয়োজক ছিল পাকিস্তান। ১৯৮৭ সালে রিয়ালেন্স কাপ আয়োজন করেছিল পাকিস্তান ভারতের সঙ্গে জুটি বেঁধে।
উল্লেখ্য, ভারত সরকার ও ভারতীয় ক্রিকেট বোর্ড যে নিরাপত্তা ইস্যু নিয়ে প্রশ্ন তুলবে তা আগে থেকেই আন্দাজ করেছিল পিসিবি। সেই মত নিরাপত্তার কারণে একটি মাত্র মাঠেই ভারতের ম্যাচ আয়োজন করার কথা ভেবেছিল পিসিবি। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে ভারতের খেলা আয়োজনের ভাবনা চিন্তা ছিল। সূচি সেভাবেই তৈরি করা হয়েছিল।
কিন্তু আপাতত যা বোঝা যাচ্ছে হাইব্রিড মডেলেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণে ইচ্ছুক ভারতীয় ক্রিকেট দল। সেক্ষেত্রে শুধুমাত্র রোহিতদের ম্য়াচগুলো যাতে দুবাই ও শ্রীলঙ্কায় আয়ােজন করা হয়, তার আর্জিই আইসিসিকে করা হচ্ছে।
আরও পড়ুন: ১০ জনে খেলেও উরুগুয়েকে হারিয়ে কোপার ফাইনালে আর্জেন্তিনার সামনে কলম্বিয়া