IPL 2023: 'হিটম্যানে'র জন্মদিনে ৬০ ফুটের কাট আউট, রোহিতকে অভিনব শুভেচ্ছা সমর্থকদের
Rohit Sharma's birthday: রোহিতের ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সওআজ তাঁর জন্মদিনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আজকের ম্যাচটি তাঁকেই উৎসর্গ করেছে।
হায়দরাবাদ: বর্তমান বিশ্বের সেরা ব্যাটারদের মধ্যে রোহিত শর্মার (Rohit Sharma) নাম একেবারে শীর্ষের দিকে থাকবে। ভারতীয় জাতীয় দল তথা মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত আজই ৩৬-এ পা দিলেন। তাঁর জন্মদিনে স্বাভাবিকভাবেই শুভেচ্ছার ঢল নেমেছে। রোহিতের ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সও (Mumbai Indians) আজ তাঁর জন্মদিনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আজকের ম্যাচটি তাঁকেই উৎসর্গ করেছে। তবে রোহিতের হায়দরাবাদের অনুরাগীরা তাঁকে শুভেচ্ছা জানানোর জন্য বাকি সকলের থেকে ভিন্ন উপায় বেছে নিলেন।
গোটা দেশ, গোটা বিশ্বজুড়েই রোহিত শর্মার অসংখ্য অনুরাগী রয়েছেন। প্রিয় ক্রিকেটারদের জন্মদিন উদযাপন করতে অনুরাগীরা নানান পন্থা অবলম্বন করে থাকেন। রোহিতের অনুরাগীর তাঁর জন্মদিনে ৬০ ফুটের একটা কাট আউট প্রকাশ্যে আনেন। হায়দরাবাদের দিকে চলচ্চিত্র জগতের তারকাদের এমন কাট আউট দেখতে পাওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু এর আগে কোনও ক্রিকেটারের জন্মদিনে এমন উদ্যোগ আদৌ কেউ নিয়েছেন কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের সোশ্যাল মিডিয়াতেও রোহিতের এই বিরাট কাট আউটের ছবি শেয়ার করা হয়।
রোহিত কিন্তু এই হায়দরাবাদের এক ফ্র্যাঞ্চাইজিরে হয়েই নিজের আইপিএল কেরিয়ারটা শুরু করেছিল। ২০০৯ সালে তৎকালীন ডেকান চার্জাসের হয়ে আইপিএল খেতাবও জেতেন ভারতীয় মহাতারকা। প্রসঙ্গত, আজকের ম্য়াচটি রোহিতের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। বার্থডে বয় রোহিত দিনকয়েক কয়েক আগেই মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসাবেও এক দশক পূর্ণ করেছেন। তার উপর জন্মদিন। এই কারণেই উপলক্ষ্যে রবিবারের ম্যাচটি দলের অধিনায়ককে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট।
Phata poster nikla 𝑹𝒐. 🥹
— Mumbai Indians (@mipaltan) April 29, 2023
Tomorrow’s going to be special. 💙#Hitman10 #OneFamily #MumbaiMeriJaan #MumbaiIndians #IPL2023 #TATAIPL https://t.co/2yZWmw6UHR
রাজস্থানের বিরুদ্ধে ম্যাচের আগেই রোহিত বন্দনায় মুম্বই কোচ মার্ক বাউচারও (Mark Boucher)। রোহিতের প্রসঙ্গে কথা বলতে গিয়ে বাউচার বলেন, 'ও দারুণ ব্যাটার। আমি বরাবরই রোহিতের খেলা খুব পছন্দ করি। অল্প কয়েকদিন হলেও, ওর সঙ্গে ক্রিকেটটা খেলেছি। ক্রিকেটার এবং অধিনায়ক হিসাবে ওর উন্নতিটা নিজের চোখে দেখেছি। তাই ওর জন্য আমি খুব খুশি। রবিবার রোহিতের জন্মদিনও, তাই স্বাভাবিকভাবেই দিনটা ওর জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে।'
আরও পড়ুন: এই পেঁয়াজ কাটলেও চোখে আসে না জল! রয়েছে আরও গুণ, জেনে নিন কী কী?