IPL 2023: চোটের কারণে আইপিএলে থেকে ছিটকে যেতে পারেন মুম্বই ইন্ডিয়ান্সের তারকা বোলার
Mumbai Indians: এবারের নিলামে তারকা বোলারকে তাঁর বেস প্রাইস দেড় কোটি টাকাতেই দলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স।
নয়াদিল্লি: চলতি মাসেরই ৩১ তারিখ থেকে শুরু হতে চলেছে এ মরসুমের আইপিএল। গত বারে টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স লিগ তালিকায় সবার নীচে শেষ করেছিল। নতুন মরসুমে ভাগ্য বদলের আশায় মাঠে নামবে পল্টনরা। তবে মরসুম শুরুর আগে মুম্বইয়ের জন্য পরপর দুঃসংবাদ ভেসে আসছে। দিন কয়েক আগেই যশপ্রীত বুমরার আইপিএল থেকে ছিটকে যাওয়ার খবর শোনা যাচ্ছিল। এবার আরেক মুম্বই ইন্ডিয়ান্স বোলারেরও টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার জল্পনা তুঙ্গে।
আইপিএল খেলা নিয়ে সংশয়
৪ জানুয়ারি বিগ ব্যাশের একটি ম্যাচ খেলার সময় পেশিতে চোট পান অস্ট্রেলিয়ার তারকা বোলার ঝাই রিচার্ডসন। এই চোটের জেরেই অজি ফাস্ট বোলার মার্শ কাপ বা শেফিল্ড শিল্ডে নিজের দলের মাঠে নামা নামতে পারেননি। অবশ্য, খবর অনুযায়ী নিজের ক্লাব ফ্রেমেন্টালের হয়ে তিনি এক ৫০ ওভারের ম্যাচ খেলতে নেমেছিল বটে। সেখানেও তিনি চার ওভারের বেশি বল করতে পারেননি। সেই চার ওভারে মাত্র পাঁচ রানের বিনিময়ে তিনটি উইকেট নেন তিনি। তবে চার ওভার বল করার পরেই তিনি সাজঘরে ফেরেন এবং পরবর্তীতে তাঁকে স্ক্যানের জন্যও নিয়ে যাওয়া হয়।
এই চোটের কারণেই আসন্ন ভারত-অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজে অজি দলের হয়ে খেলতে পারবেন না তিনি। খবর অনুযায়ী, আইপিএলের আগে তাঁর ফিট হওয়ার সম্ভাবনা কার্যত নেই। প্রসঙ্গত, ঝাই রিচার্ডসনকে এবারের নিলামে তাঁর বেস প্রাইস দেড় কোটি টাকাতেই দলে নিয়েছিল মুম্বই। তাঁকে যদি আসন্ন আইপিএলের জন্য না পাওয়া যায়, তাহলে মুম্বই যে বড় ধাক্কা খেতে চলেছে, তা বলাই বাহুল্য।
চতুর্থ টেস্টেও নেতা স্মিথ
ভারতের বিরুদ্ধে চতুর্থ টেস্ট শুরুর আগে ফের অস্বস্তি অস্ট্রেলিয়া শিবিরে (Ind vs Aus)। মায়ের অসুস্থতার কারণে দেশে ফিরে গিয়েছিলেন প্যাট কামিন্স (Pat Cummins)। তৃতীয় টেস্টে তাঁর পরিবর্তে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন স্টিভ স্মিথ (Steve Smith)। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড থেকে সোমবার জানিয়ে দেওয়া হল যে, চতুর্থ টেস্টেও খেলবেন না কামিন্স। তিনি ভারতে আসতে পারবেন না। তাঁর পরিবর্তে চতুর্থ টেস্টেও নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। স্তন ক্যান্সারে আক্রান্ত কামিন্সের মা। তাঁর অবস্থার অবনতি হওয়ায় ভারতের বিরুদ্ধে সিরিজ চলাকালীন দেশে ফিরে যান কামিন্স। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকেও কামিন্সের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: স্পনসরহীন ব্যাটে লেখা 'এমএসডি০৭', গুজরাতের বিরুদ্ধে অর্ধশতরান হাঁকিয়ে চর্চার কেন্দ্রে কিরণ