Virat Kohli: 'রান তাড়া করে ম্য়াচ জেতানো পারফরম্য়ান্সে বিরাট সবাইকে ছাপিয়ে গিয়েছে'
IND vs PAK: অবশেষে বিরাট ফিরেছেন। পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্য়াচে অপরাজিত শতরান করে ম্য়াচ জিতিয়েছেন দলকে। যা দেখে বেজায় খুশি মাইক হেসন।

দুবাই: আরসিবিতে বিরাটকে খুব কাছ থেকে দেখেছেন। বিশ্বের সেরা ব্যাটার কীভাবে দিনের পর দিন নিজেকে ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে রাখার জন্য খাটনি করেছে, তা চাক্ষুস করেছেন। কিন্তু সেই বিরাটকেই চারিদিকে এত সমালোচনা শুনতে হচ্ছে দেখে তাঁরও খারাপ লেগেছিল। মনে প্রাণে চেয়েছিলেন দ্রুত ফর্মে ফিরুক কিং কোহলি। অবশেষে বিরাট ফিরেছেন। পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্য়াচে অপরাজিত শতরান করে ম্য়াচ জিতিয়েছেন দলকে। যা দেখে বেজায় খুশি মাইক হেসন। প্রাক্তন কিউয়ি তারকা মনে করছেন রান তাড়া করে ম্য়াচ জেতানোর ক্ষেত্রে বিরাট বিশ্বের সব ব্যাটারকেই ছাপিয়ে গিয়েছেন। নিজেকে এই বিষয়ে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন।
পাকিস্তান ম্য়াচের পর হেসন বলছেন, ''বারবার বিরাট প্রমাণ করেছেন যে ওয়ান ডে ফর্ম্য়াটে কেন ওঁ সবার আগে। কেন ওঁর গড় ৫৮। পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচেও সেই ছবিই ধরা পড়েছে। অসাধারণ একটা রান চেস দেখলাম আমরা। বিরাটের মত প্লেয়ারের থেকে এমন ইনিংসেরই আশা রাখে সবাই।'' আরসিবির প্রাক্তন কোচ মাইক হেসন আরও বলেন, ''ওয়ান ডে ফর্ম্য়াটটা দারুণ বোঝে বিরাট। খুব দ্রুত ম্য়াচের ছন্দ ধরে নিতে পারে। তিন নম্বরে নেমে সবসময় ও দলকে জেতাতে বদ্ধপরিকর থাকে। রান তাড়া করে দলকে বারবার জিতিয়েছে বিরাট। আমার মনে যখনই রান তাড়া করার বিষয় থাকে, বিরাট সবার আগে এই তালিকায় থাকবে। ওঁ বিষয়টাকে আলাদা উচ্চতায় নিয়ে গিয়েছে।"
৩৬ পেরিয়েছে কোহলির বয়স। আর কতদিন খেলবেন? হেসনের মতে, ''যখনই এই প্রশ্ন উঠছে, বিরাট নিজেকে প্রমাণ করেছে। আমার মনে ওঁর মত প্লেয়ার নিজেই সিদ্ধান্ত নিক আর কতদিন খেলবে। ওঁ যদি মনে করে যে আর ওঁর ক্রিকেটে দেওয়ার কিছু নেই। তবে ওঁ হয়ত নিজেই সরে যাবে।''
গত রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ১১১ বলে শতরানের ইনিংস খেলেছিলেন বিরাট। ৭ টি বাউন্ডারি হাঁকিয়েছিলেন নিজের ইনিংসে বিরাট। ম্যাচের শেষে অনবদ্য সেঞ্চুরির পর বিরাট বলছেন, ''সত্যি কথা বলতে কী, গুরুত্বপূর্ণ এরকম ম্যাচে এভাবে ব্যাট করে দলের যোগ্যতা অর্জনে অবদান রাখতে পারলে ভাল লাগে। রোহিত দ্রুত আউট হয়ে গিয়েছে, এরকম ম্যাচে রান পেলে ভাল অনুভূতি হয়। আগের ম্যাচ থেকে কী শিখেছি, সেটা গুরুত্বপূর্ণ। আমার কাজ ছিল স্পিনারদের বিরুদ্ধে অতিরিক্ত ঝুঁকি না নিয়ে মাঝের ওভারগুলো নিয়ন্ত্রণ করা। শেষের দিকে শ্রেয়স আগ্রাসী ব্যাটিং করল। আমিও কয়েকটা বাউন্ডারি পেয়ে গেলাম।''
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
