Jasprit Bumrah: যে বলে আগুন ঝরিয়েছেন বাবা, সেই বল হাতেই খেলায় মত্ত বুমরা-পুত্র, মিষ্টি ছবি শেয়ার করলেন সঞ্জনা
IND vs AUS 4th Test: মেলবোর্নে দুই ইনিংস মিলিয়ে মোট নয়টি উইকেট নেন যশপ্রীত বুমরা। তিনি চলতি বর্ডার-গাওস্কর ট্রফির সর্বোচ্চ উইকেটসংগ্রাহকও বটে।
মেলবোর্ন: বক্সিং ডে টেস্টে ভারত পরাজিত হলেও, বল হাতে আগুন ঝরান যশপ্রীত বুমরা। সকলেই বুমরার প্রশংসায় পঞ্চমুখ। পরপর দুই ম্যাচে নয় উইকেট নেন বুমরা। বর্ডার-গাওস্কর ট্রফির সর্বোচ্চ উইকেটসংগ্রাহক তিনি। ইতিমধ্যেই ৩০টি উইকেট নিয়ে ফেলেছেন বুমরা। এবার বাবা যে বলে আগুন ঝরিয়েছেন, সেই বল হাতেই ছেলে অঙ্গদের একটা মিষ্টি ছবি শেয়ার করলেন সঞ্জনা গণেশন।
নিজের সোশ্যাল মিডিয়ায় সঞ্জনা এক ছবি শেয়ার করেন। সেখানে তাঁর ও যশপ্রীতের ছোট্ট ছেলে অঙ্গদের হাতে ম্যাচ বল দেখা যায়। বুমরাকে এই বিশেষ ছবির মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে বুমরা-ঘরণী লেখেন, 'বাবা আজ এবং প্রতিদিন তোমার জন্য গর্বিত।'
চলতি বর্ডার গাওস্কর ট্রফিটা (Border Gavaskar Trophy) যেন ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ নয়। অজি ব্যাটারদের সঙ্গে লড়াইটা মূলত হয়ে দাঁড়িয়েছে বুমরার। কখনও সেখানে ট্রাভিস হেড তো কখনও স্টিভ স্মিত তো কখনও মার্নাস লাবুশেন। অজি শিবিরে নামগুলো পরিবর্তন হলেও ভারতীয় দলে একমাত্র বুমরা যিনি আতঙ্কে রেখেছেন গোটা সিরিজে প্রতিপক্ষকে। মেলবোর্নেও তার ব্যতিক্রম দেখা গেল না। ম্য়াচ বাঁচানোর লড়াই করছে একদিকে টিম ইন্ডিয়া। অন্যদিকে বল হাতে ম্য়াজিক দেখিয়েই চলেছেন বুমরা। রবিবার ভারতীয় পেসারদের মধ্যে দ্রুততম ২০০ টেস্ট উইকেট নেওয়ার নজির গড়েছিলেন। এবার কিংবদন্তি অনিল কুম্বলেকেও টেক্কা দিলেন বুমরা।
বর্ডার গাওস্কর ট্রফিতে দুরন্ত ফর্মে রয়েছেন বুমরা। এখনও পর্যন্ত ৩০ উইকেট ঝুলিতে পুরে নিয়েছেন তিনি। সেনা উপমহাদেশে এশিয়ার বোলারদের মধ্য়ে দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারি বুমরা। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্য়ান্ডের মাটিতে টেস্টে এখনও পর্যন্ত ১৪২ উইকেট নিয়ে নিয়েছেন বুমরা। তালিকায় কুম্বলের ঝুলিতে ছিল ১৪১ উইকেট। এই তালিকায় সবার আগে রয়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আক্রম। তিনি ১৪৬ উইকেট নিয়েছেন সেনা কান্ট্রিতে। তবে তাঁকেও হয়ত সিডনিতে টেক্কা দিয়ে দেবেন ভারতীয় পেসার।
চলতি বর্ডার গাওস্কর ট্রফিতে পারথে পাঁচ উইকেট নিয়েছিলেন। অ্য়াডিলেডে বুমরার ঝুলিতে ছিল ৪ উইকেট। ৬ উইকেট নিয়েছিলেন গাব্বায়। আর মেলবোর্নে প্রথম ইনিংসে ৪ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট তুলে নেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: দলের পরাজয়ে ছোটদের দিকে আঙুল তুলে সমালোচনার শিকার ভারতীয় অধিনায়ক রোহিত