IND vs ENG 5th Test: রঞ্জি খেলা পিচেই হচ্ছে ম্যাচ! ধর্মশালা টেস্টের আগে দাবি ইংল্যান্ড তারকা বেয়ারস্টোর
Jonny Bairstow: ধর্মশালায় নিজের শততম টেস্ট ম্যাচ খেলতে নামছেন ইংল্যান্ড তারকা জনি বেয়ারস্টো।
ধর্মশালা: টেস্ট সিরিজ়ে তাঁর ব্যাট থেকে তেমন রান আসেনি। প্রশ্ন উঠেছে তাঁর একাদশে জায়গা পাওয়া নিয়েও। তবে ইংল্যান্ড ম্যানেজমেন্ট কিন্তু দলের তারকা ক্রিকেটার জনি বেয়ারস্টোর (Jonny Bairstow) ওপর আস্থা দেখিয়েছে। তাঁকে একের পর এক সুযোগ দেওয়া হয়েছে। ধর্মশালাতেও তিনি সব ঠিকঠাক থাকলে ইংল্যান্ডের হয়ে মাঠে নামতে চলেছেন। আর ধর্মশালাতে (IND vs ENG 5th Test) মাঠে নামলেই ১০০টি টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করবেন বেয়ারস্টো।
আর অশ্বিন এবং জনি বেয়ারস্টো, উভয় দলের দুই তারকার সামনেই ধর্মশালায় শততম টেস্ট খেলার সুযোগ। এই দুই তারকাই ধর্মশালায় খেললে, টেস্ট ইতিহাসে মাত্র চতুর্থবার দুই তারকা একসঙ্গে একই ম্যাচে নিজেদের শততম টেস্টে খেলতে নামবেন। রাঁচিত চতুর্থ টেস্ট জিতে ইতিমধ্যেই ৩-১ স্কোরলাইনে সিরিজ় নিজেদের নামে করে ফেলেছে ভারত। তবে তাই বলে ধর্মশালায় কিন্তু লড়াইয়ের ঝাঁঝ কমার কোনও সম্ভাবনা নেই। এই ম্যাচের আগে নিজের সাংবাদিক বৈঠকে বেয়ারস্টোর মুখে ব্যবহৃত পিচ তত্ত্ব শোনা গেল।
বেয়ারস্টো বলেন, '১০০টি টেস্ট খেলা আমার কাছে বিরাট বড় ব্যাপার। এটা তো গত মাসে রঞ্জি ম্যাচের জন্য ব্যবহৃত পিচ। দেখা যাক কী হয়। এখানে যেমন পরিবেশ, সেইদিক থেকে দেখতে গেলে বলতেই হবে যে মাঠকর্মীরা দারুণ কাজ করেছেন। ধর্মশালার আউটফিল্ড ঠিকঠাক করতেও ওরা সকলে মিলে প্রচুর খাটাখাটনি করেছে। দেখে তো ভালই লাগছে। আর মাঠটা তো বিশ্বের সবথেকে দৃষ্টিনন্দন মাঠগুলির অন্যতম।'
২০১২ সালে নিজের টেস্ট কেরিয়ার শুরু করেন জনি বেয়ারস্টো। তিনি ৯৯ টেস্ট খেলে ৩৬.৪৩ গড়ে মোট ৫৯৭৪ রান করেছেন। ১২টি সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্ব রয়েছে ইংল্যান্ডের তারকা কিপার-ব্যাটারের দখলে। তবে দিনকয়েক আগেই দুর্ঘটনায় আহত হওয়ার পর থেকে অবশ্য বেয়ারস্টো তেমন রান পাচ্ছেন না। গত ১০ টেস্টে একটি শতরানও আসেনি তাঁর ব্যাট থেকে। ভারতের বিরুদ্ধে চলতি সিরিজ়ে বেয়ারস্টোর সর্বোচ্চ স্কোর ৩৮। শেষ টেস্টে তিনি অবশেষে ফর্মে ফেরেন কি না এখন সেটাই দেখার বিষয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: 'নিজেকে প্রমাণ করার জন্য আমি একটাই সুযোগ পেলেও, বাকিরা কেন এত সুযোগ পাবেন?' বিস্ফোরক অশ্বিন