Indian Cricket Team: 'এ দেশে প্রচুর প্রতিভা রয়েছে', ভারতীয় দলকে কোচিং করানোয় আগ্রহী ল্যাঙ্গার
Justin Langer: বর্তমানে আইপিএস ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টসের কোচের দায়িত্বে রয়েছেন জাস্টিন ল্যাঙ্গার।
![Indian Cricket Team: 'এ দেশে প্রচুর প্রতিভা রয়েছে', ভারতীয় দলকে কোচিং করানোয় আগ্রহী ল্যাঙ্গার Justin Langer claims it would be fascinating to coach Indian Cricket Team as BCCI invites applications Indian Cricket Team: 'এ দেশে প্রচুর প্রতিভা রয়েছে', ভারতীয় দলকে কোচিং করানোয় আগ্রহী ল্যাঙ্গার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/14/63c12bd4dd0171491d3e92c56757479c1715671419549507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: গতকালই ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) তরফে এক বিজ্ঞপ্তিতে ভারতীয় পুরুষ দলের (Indian Cricket Team) কোচের পদে আবেদন করার কথা জানানো হয়। টিম ইন্ডিয়ার হেড কোচ হওয়ার জন্য বড় বড় নাম আগ্রহ দেখাবে, সেটাই খুব স্বাভাবিক। রোহিতদের কোচের জন্য আবেদনপত্র জমা দেওয়ার ঘোষণা হতে না হতেই নিজের আগ্রহ প্রকাশ করলেন জাস্টিন ল্যাঙ্গার (Justin Langer)।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই ভারতীয় দলের কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হতে চলেছে। বিশ্বকাপের পরে ভারতীয় দলের কোচ নির্ধারিত হবে। সেই মর্মে ২৭ মে সন্ধ্যা ৬টার মধ্যে আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে। ভারতীয় দলকে কোচিং করানোর বিরাট চাপ সম্পর্কে ল্যাঙ্গার নিজে অবগত বলেই জানান। তবে দেশের প্রতিভাবান ক্রিকেটারদের সঙ্গে কাজ করাটাও তাঁর জন্য বেশ আকর্ষণীয় হবে বলেই বুঝিয়ে দেন ল্যাঙ্গার।
ল্যঙ্গারকে সম্প্রতি ভারতীয় হেড কোচের ভূমিকায় আবেদন করতে তিনি আগ্রহী কি না জিজ্ঞেস করা হলে ল্যাঙ্গার বলেন, 'আমি এ বিষয়ে জানতে আগ্রহী। এই বিষয়ে সত্যি বলতে আমি কোনদিন ভেবে দেখিনি। যে কোনও আন্তর্জাতিক কোচের যে কাজটা কতটা সেটা আমি জানি। কতটা চাপ থাকে, সেই বিষয়ে অবগত এবং সেই কারণেই আমি তাদের প্রচণ্ড সম্মান করি। তবে ভারতীয় দলকে কোচিং করানোর অভিজ্ঞতা বেশ দুর্দান্ত হবে। আমি এই দেশে প্রচুর পরিমাণে প্রতিভা দেখেছি। তাই গোটা অভিজ্ঞতাটা যে অনবদ্য হবে, তা বলাই বাহুল্য।'
ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে কোচ হিসাবে আবেদনকারীদের যোগ্যতার মাপকাঠি সাজিয়ে দিয়েছে। যার মধ্যে প্রথমেই আসছে বয়স। আবেদনকারীদের বয়সের উর্ধ্বসীমা ৬০ বছর। অর্থাৎ বেশি বয়সী কাউকে দলের কোচ হিসাবে চাওয়া হচ্ছে না। আবেদনকারীকে দেশের হয়ে অন্তত ৩০টি টেস্ট ম্যাচ কিংবা ৫০টি ওয়ান ডে ম্যাচ খেলতে হবে। অথবা কোনও আইসিসি-র টেস্ট খেলিয়ে পূর্ণ সদস্য দেশকে ২ বছরের কোচিং করানোর অভিজ্ঞতা থাকতে হবে। বা, তিন বছর আইপিএল বা সমতুল্য কোনও দলের, জাতীয় এ দলের কোচিং করিয়েছেন, এরকম কেউই আবেদন করতে পারবেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের লেভেল থ্রি কোচিং কোর্স করা কেউও আবেদন করতে পারবেন।
২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সাড়ে তিন বছরের জন্য নতুন কোচের মেয়াদ থাকবে। বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ও সেই ভূমিকা বহাল থাকতে পারবেন, তবে তার জন্য বর্তমান কোচকে পুনরায় আবেদন করতে হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ফিরছেন পন্থ, গোয়েঙ্কা বিতর্কের পরে মাঠে নামছেন রাহুল, কখন, কোথায় দেখবেন দিল্লি-লথনউয়ের ম্যাচ?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)