Sanju Samson: শৃঙ্খলাভঙ্গের কারণে বিপাকে স্যামসন, পড়তে পারেন বড় শাস্তির মুখে
Sanju Samson Record: কেরালার বিজয় হাজারে ট্রফির স্কোয়াডের ঘোষণার আগে যে ক্যাম্প আয়োজিত হয়েছিল ওয়েনাডে, সেখানেই উপস্থিত হতে পারেননি স্যামসন।

কোচি: বিপাকে সঞ্জু স্যামসন। কেরালা ক্রিকেট অ্য়াসোসিয়েশনের বড় শাস্তির মুখে তারকা ডানহাতি উইকেট কিপার ব্যাটার। ওয়েনাডে ট্রেনিং ক্যাম্পে সঠিক সময় না পৌঁছানোর জন্যই স্যামসনে বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছে কেরালা ক্রিকেট অ্য়াসোসিয়েশন। বিজয় হাজারে ট্রফির জন্য ঘোষিত কেরালা দলে সুযোগ পাননি স্যামসন। এখনও পর্যন্ত অফিশিয়ালি কােনও বিবৃতি দেওয়া না হলেও সূত্রের খবক, চোটের জন্যই নাকি দল থেকে বাদ পড়েছেন স্যামসন।
কেরালার বিজয় হাজারে ট্রফির স্কোয়াডের ঘোষণার আগে যে ক্যাম্প আয়োজিত হয়েছিল ওয়েনাডে, সেখানেই উপস্থিত হতে পারেননি স্যামসন। এরপরই তাঁর বিরুদ্ধে শাস্তি নেওয়া হয়। প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া জানিয়েছেন, ''বিজয় হাজারে খুবই গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট ছিল স্যামসনের জন্য। ও ইতিমধ্যেই টি-টোয়েন্টিতে নিজের জায়গা মজবুত করে নিয়েছে। স্যামসন অবশ্যই চেষ্টা করছে ওয়ান ডে ফর্ম্য়াটেও জাতীয় দলে নিজের জায়গা পাকা করার। পন্থ ওয়ান ডে ফর্ম্য়াটে সেভাবে ভাল পারফর্ম করতে পারেনি। তাই স্যামসনের কাছে সুযোগ রয়েছে।''
চোপড়া আরও বলেন, ''ঘরের মাঠে তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজে খেলতে পারবে না স্যামসন। টি-টোয়েন্টিতে অবশ্যই ও সুযোগ পাবে। কিন্তু সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। তার আগে ও নিজের সুযোগ নিজেই হারাল। ক্যাম্পের বাস মিস করেছিল স্যামসন। যার খেসারত দিতে হতে পারে ওকে।'' উল্লেখ্য, টি-টোয়েন্টি ফর্ম্য়াটে জাতীয় দলের জার্সিতে দুর্দান্ত ফর্মে রয়েছেন স্যামসন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্য়াচে দুটো শতরান হাঁকিয়েছেন। শেষ দুটো টি-টোয়েন্টি সিরিজে তিনটি শতরান এসেছে স্যামসনের ব্যাটে। বাংলাদেশের বিরুদ্ধে একটি শতরান এসেছিল স্যামসনের ব্যাটে।
এদিকে, স্য়ামসন কিছুদিন আগেই এবি ডিভিলিয়ার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে আগামী আইপিএল মরশুমে রাজস্থান রয়্যালসের জার্সিতে উইকেট কিপার ব্যাটার হিসেবেই নন, শুধু ব্য়াটার হিসেবে কাজ করবেন। স্যামসনের অনুপস্থিতিতে সলমন নিজ়ার কেরলকে বিজয় হাজারে ট্রফিতে নেতৃত্ব দেবেন। সচিন বেবি সৈয়দ মুস্তাক আলিতে চোট পাওয়ায় তিনি বিজয় হাজারেতে খেলতে পারবেন না। স্যামসনও নেই। সেই কারণেই সলমনকে নেতৃত্বে দায়ভার দেওয়া হয়েছে।
শুধু কিন্তু সঞ্জু স্যামসন নয়, আসন্ন বিজয় হাজারে ট্রফিতে আরও এক তারকা ক্রিকেটারকে খেলতে দেখা যাবে না। তিনি পৃথ্বী শ। এমনিতেই সাম্প্রতিক সময়ে বারংবার না না বিতর্কে জড়িয়েছেন তিনি। রঞ্জি দল থেকেও বাদ পড়েছিলেন। এবার তাঁকে মুম্বইয়ের বিজয় হাজারে ট্রফির দল থেকে সম্পূর্ণ ছেঁটেই ফেলা হল।




















