IPL 2024: লখনউ সুপার জায়ান্টস শিবিরে নয়া সংযোজন, পরামর্শদাতার ভূমিকায় অজ়ি প্রাক্তনী
Adam Voges: ইতিমধ্যেই আটটি খেতাব কোচ হিসাবে পকেটে পুরে ফেলেছেন অ্যাডাম ভজেস।
লখনউ: আর সপ্তাহখানেক পরেই শুরু আইপিএলের (IPL 2024) ১৭তম সংস্করণ। মেগা টুর্নামেন্ট শুরুর আগে সব ফ্র্যাঞ্চাইজিগুলিই নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে। এরই মাঝে নবাবদের শহরের ফ্র্যাঞ্চাইজিতে নতুন সদস্যের আগমন। লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) পরামর্শদাতা হয়ে দলে যোগ দিলেন অ্যাডম ভজেস (Adam Voges)।
ভজেস আরেক অস্ট্রেলিয়ান, দলের কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে মিলে ফ্র্যাঞ্চাইজির হয়ে কাজ করবেন। স্বদেশীয়র নিয়োগের পর উচ্ছ্বসিত ল্যাঙ্গার জানান, 'লখনউ সুপার জায়ান্টসের সাপোর্ট স্টাফে অ্যাডাম ভজেসের অন্তর্ভুক্তি এক দারুণ পদক্ষেপ। ও আর আমি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এবং পার্থ স্কাচার্সের মারফৎ দীর্ঘদিন একসঙ্গে যুক্ত। ও তো নিজেই একজন সফল কোচ। আমি যখন কোচ ছিলাম, তখন ও ওখানকার অধিনায়ক ছিল। আর আমি দায়িত্ব ছাড়ার পর ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান ক্রিকেটের হয়ে ও দারুণ কাজ করেছে। তাই এলএসজিতে ওর থাকাটা আমাদের জন্য দারুণ পাওনা। মানুষ হিসাবে তো ভালই, কোচ হিসাবেও ও অসাধারণ। দলে ওর আসায় অনেক সুবিধা হবে।'
May this stint be as extraordinary as his Test average 🫡🔥
— Lucknow Super Giants (@LucknowIPL) March 14, 2024
Adam Voges joins the LSG support staff for #IPL2024 🇦🇺💙 pic.twitter.com/Oim9JtN7rx
৩৫ বছর বয়সে নিজের আন্তর্জাতিক অভিষেক ঘটান ভজেস। তারপর খেলোয়াড় হিসাবে জাতীয় দলের হয়ে ভজেস ২০টি টেস্ট, ৩১টি ওয়ান ডে এবং সাতটি টি-টোয়েন্টি খেলেছেন। তাঁর ৬১.৮৭ গড় টেস্টের সর্বকালের তৃতীয় সর্বোচ্চ গড়। সবচেয়ে বেশি বয়সে নিজের অভিষেক টেস্টে শতরান হাঁকানোর কৃতিত্ব রয়েছে তাঁর দখলে। ৪৪ বছর বয়সি অস্ট্রেলিয়ান কিন্তু কোচ হিসাবেও দারুণ সফল। ইতিমধ্যেই আটটি খেতাব কোচ হিসাবে পকেটে পুরে ফেলেছেন ভজেস। তাঁর তত্ত্বাবধানেই ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া একাধিক মার্শ ওয়ান ডে কাপ, শেফিল্ড শিল্ড জিতেছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বিগ ব্য়াশে ভজেসের কোচিংয়ে পার্থ স্কচার্স দুইটি খেতাব জিতেছে।
ভজেস এই প্রথমবার আইপিএল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কোচ হিসাবে যুক্ত হচ্ছেন। যদিও খেলোয়াড় হিসাবে ২০১০ সালে রাজস্থান রয়্যালসের হয়ে প্রতিনিধিত্ব করেছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: রিভার্স স্যুইপ, স্ট্রেট ড্রাইভে দিল্লি ক্যাপিটালসের অনুশীলনে চেনা মেজাজে পন্থ