Duleep Trophy: চাপের মুখে অনবদ্য সেঞ্চুরি মুশিরের, দলীপ ট্রফির প্রথম দিনে লড়াকু ইনিংস অক্ষর পটেলের
Musheer Khan: ইন্ডিয়া 'বি'-র ত্রাতা হয়ে সামনে উঠে এলেন মুশির খান। অপরাজিত ১০৫ রানের ইনিংস খেলে দলকে ৯৪/৭ অবস্থা থেকে টেনে তুললেন।
বেঙ্গালুরু: আজ থেকে শুরু হয়েছে দলীপ ট্রফির (Duleep Trophy) লড়াই। এবারের দলীপ ট্রফিতে একগুচ্ছ ভারতীয় দলের তারকারা অংশগ্রহণ করছেন। তবে ঋষভ পন্থ, শুভমন গিল, শ্রেয়স আইয়ারদের দিকে নজর থাকলেও, প্রথম দিনের খেলা শেষে শিরোনাম কেড়ে নিলেন ১৯ বছরের এক তরুণ। তিনি মুশির খান (Musheer Khan)। ইন্ডিয়া 'বি'-র ত্রাতা হয়ে সামনে উঠে এলেন তিনি, হাঁকালেন দুরন্ত সেঞ্চুরি।
গত বিশ্বকাপের ফাইনালে পৌঁছনো ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের সদস্য ছিলেন মুশির। বিশ্বকাপের পর মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফির নক আউটে নেমেই হাঁকিয়েছিলেন একাধিক শতরান। এবার একঝাঁক তারকার ভিড়ে নিজের দক্ষতা প্রমাণ করলেন সরফরাজ খানের ভাই। মুশিরের ব্যাটিং স্টান্সের সঙ্গে সরফরাজের স্টান্সের মিল চোখে পড়ার মতো। দাদা ঘরোয়া ক্রিকেটে একাধিক মরশুমে দুরন্ত পারফর্ম করে জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন। ভাইও কিন্তু ব্যাট হাতে ঘরোয়া ক্রিকেট মাতাচ্ছেন।
অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বাধীন ইন্ডিয়া 'বি' ব্যাট হাতে শুরুটা একেবারেই ভাল করেনি। যশস্বী জয়সওয়াল ৩০ রান করলেও ঈশ্বরণ ১৩ রানে আউট হন। গোটা ইন্ডিয়া 'বি'-র তারকাখচিত মিডল অর্ডার ব্যর্থ। ঋষভ পন্থ, সরফরাজ খান, ওয়াশিংটন সুন্দররা কেউ দুই অঙ্কের রানই করতে পারেননি। একসময় ৯৪ রানে সাত উইকেট হারিয়ে কার্যত ধুঁকছিল। সেখান থেকে দলের ইনিংস পুনরুদ্ধারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন মুশির। নভদ্বীপ সাইনিকে সঙ্গে নিয়ে অষ্টম উইকেটে ইতিমধ্যেই ১০৮ রান যোগ করে ফেলেছেন মুশির। দিনের শেষে তিনি ১০৫ রানে অপরাজিত রয়েছেন। সাইনির সংগ্রহ ২৯। বাংলার আকাশদীপ বল হাতে পন্থকে সাত ও নীতীশ রেড্ডিকে শূন্য রানে তো ফেরানই, পাশাপাশি ওয়াশিংটন সুন্দরকেও রান আউট করেন। দিনশেষে ইন্ডিয়া 'বি'-র স্কোর সাত উইকেটের বিনিময়ে ২০২।
অপরদিকে, ইন্ডিয়া 'সি'-র হয়ে সেঞ্চুরির খানিক আগেই থামলেন অক্ষর পটেল (Axar Patel)। ইন্ডিয়া 'ডি'-র বিরুদ্ধে ইন্ডিয়া 'সি'-র টপ অর্ডার সম্পূর্ণ ব্যর্থ। অধিনায়ক শ্রেয়স আইয়ারের সংগ্রহ মাত্র নয় রান। সাত নম্বরে ব্যাটে নেমে অক্ষর পটেল ৮৬ রানের ইনিংস না খেললে হয়তো ১০০ রানের গণ্ডিও পার করতে পারত না ইন্ডিয়া 'সি'। বিজয়কুমার বিশাখ সর্বোচ্চ তিনটি উইকেট নেন। জবাবে ইন্ডিয়া 'ডি'-র অবস্থাও খুব একটা ভাল নয়। ইন্ডিয়া 'ডি'-র টপ অর্ডারও ব্যর্থ হয়। তবে বাংলার অভিষেক পোড়েল এবং বাবা ইন্দ্রজিৎ আপাতত লড়াই চালাচ্ছেন। ৩২ রানে ব্যাট করছেন অভিষেক। ব্যাট হাতে অনবদ্য হাফসেঞ্চুরির পর বল হাতে দুই উইকেটও নেন অক্ষর।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: স্ত্রীর দেখানো পথে হেঁটেই বিজেপিতে যোগদান তারকা ক্রিকেটার রবীন্দ্র জাডেজার