BCCI: রোহিতদের জন্য ১২৫ কোটি, তিরাশির বিশ্বকাপজয়ী দলের জন্য ভাবার আর্জি প্রাক্তন ক্রিকেটারের
Indian Cricket Team: তিরাশির বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের এক সদস্য বোর্ডের কাছে আর্জি জানালেন যে তিরাশির বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলকেও যেন আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়।
মুম্বই: রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলকে বড় অঙ্কের আর্থিক পুরস্কার দিয়েছে বোর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) জয়ের জন্য পুরস্কৃত করা হয়েছিল রোহিত শর্মা অ্যান্ড কোংকে। এত মোটা অঙ্কের আর্থিক পুরস্কারের জন্য বোর্ডকে প্রশংসিতও করা হয়েছে। আবার সোশ্য়াল মিডিয়ায় এমন অনেকেই এই নিয়ে প্রশ্নও তুলেছিলেন। এবার তিরাশির বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের এক সদস্য বোর্ডের কাছে আর্জি জানালেন যে তিরাশির বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলকেও যেন আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়।
১৯৮৩ সালে প্রথমবার ২২ গজের বিশ্বচ্যাম্পিয়ন হয় ভারত। কপিল দেবের নেতৃত্বে ভারত ওয়েস্ট ইন্ডিজকে ফাইনালে ৪৩ রানে হারিয়ে খেতাব জেতে ভারতীয় ক্রিকেট দল। নির্ধারিত ৬০ ওভারে ১৮৩ রান বোর্ডে তুলে নিয়েছিল সেদিন কপিল দেবের ভারত। জবাবে রান তাড়া করতে নেমে ১৪০ রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। সেই সময় বোর্ডের তরফে জানানো হয়েছিল যে আর্থিক পুরস্কার দেওয়ার মত পরিস্থিতি বোর্ডের নেই। তিরাশির বিশ্বকাপজয়ী দলের সদস্য বলেন, ''এখন তো বোর্ডের কাছে টাকা রয়েছে। আর্থিক পুরস্কার তো এখন তারা দিতেই পারে।'' সেই ব্যক্তি আরও বলেন, ''তখন না পারলেও এখন তো বোর্ডের কাছে টাকা রয়েছে। এখন তাহলে বোর্ডকে কে বাধা দিচ্ছে? তিরাশির বিশ্বকাপজয়ী দলের মাত্র কয়েকজন কিছু কাজের সঙ্গে জড়িয়ে। কিন্তু বাকিরা জীবনের সঙ্গে লড়াই করে যাচ্ছে। বোর্ডের তো এই বিষয়টা দেখা উচিত।''
উল্লেখ্য, সেই সময় বোর্ডের তরফ প্রত্যেক প্লেয়ারকে ২৫ হাজার টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হয়েছিল। এমনকী পরে দেশে ফেরার পর দিল্লিতে নিজের একটি কনসার্টের আয়োজন করেছিলেন লতা মঙ্গেশকর। সেখান থেকে ১ লক্ষ টাকা প্লেয়ারদের জন্য তুলে দেওয়া হয়েছিল।
গত ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে দেয় ভারত। সেই ম্য়াচে প্রথম ব্যাট করতে নেমে ভারত ৭ উইকেট হারিয়ে ১৭৬ রান বোর্ডে তুলে নিয়েছিল। বিরাট কোহলি ৫৯ বলে ৭৬ রানের ইনিংস খেলেন। অক্ষর পটেল ৩১ বলে ৪৭ রান করেন। শিবম দুবে ১৬ বলে ২৭ রান করেন। রান তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৫৯ রানের বেশি বোর্ডে তুলতে পারেনি দক্ষিণ আফ্রিকা। বুমরা ২ উইকেট নেন। হার্দিক ৩ উইকেট নেন। শেষ ওভারে দুরন্ত ক্য়াচ ধরেন সূর্যকুমার যাদব।