ODI World Cup 2023: ব্যাটিংই ডোবাল, নেদারল্যান্ডসের বিরুদ্ধে হেরে আক্ষেপ বাংলাদেশ অধিনায়ক শাকিবের
BAN vs NED: নেদারল্যান্ডসের বিরুদ্ধে ২৩০ রান তাড়া করতে নেমে ৮৭ রানে পরাজিত হয় বাংলাদেশ।
কলকাতা: বিশ্বকাপে (ODI World Cup 2023) ইডেন গার্ডেন্সের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে বাংলাদেশকে (BAN vs NED) ফেভারিটেরই তকমা দিয়েছিলেন বিশেষজ্ঞরা। তবে বাংলাদেশ মাত্র ২৩০ রানের লক্ষ্য তাড়া করতেও অসমর্থ। ১৪২ রানেই গুটিয়ে যায় ওপার বাংলার দল। ৮৭ রানের বড় ব্যবধানে ম্য়াচ জিতে নেয় নেদারল্যান্ডস। ম্যাচ শেষে পরাজয়ের জন্য কোনও রাখঢাক না করে ব্যাটারদের দিকেই আঙুল তুললেন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান (Shakib Al Hasan)।
নেদারল্যান্ডস ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে শাকিব মন্তব্য রাখতে গিয়ে জানান নেদারল্য়ান্ডসকে তাদের আরও কম রানে সীমাবদ্ধ রাখা উচিত ছিল বটে, তবে দলের ব্যাটাররা ব্যর্থ হয়েছেন। তিনি বলেন, 'আমার মতে আমরা যথেষ্ট ভাল বোলিং করেছি। তবে ওদের ১৬০ থেকে ১৭০ রানের মধ্য়ে সীমাবদ্ধ রাখা উচিত ছিল। আর আমরা তো ব্যাট হাতে গোটা টুর্নামেন্ট জুড়েই পারফর্ম করতে ব্যর্থ হয়েছি। এখান থেকে ঘুরে দাঁড়ানো খুবই মুশকিল। তবে মেনে নেওয়া ছাড়া উপায়ও নেই। গোটা টুর্নামেন্ট জুড়েই আমরা নিজেদের সেরা খেলাটা খেলতে পারিনি। জানি না মাথায় কী চলছে। এমনটা বাংলাদেশ দলের স্বভাববিরুদ্ধে। তবে সমর্থকরা সবসময়ই সব পরিস্থিতিতে আমাদের পাশে থেকেছেন।'
আগেই চারটি ম্য়াচ হেরেছিলেন শাকিবরা। টুর্নামেন্টের পঞ্চম ম্যাচ হেরে তাঁরা বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছনোর দৌড় থেকেই ছিটকে গিয়েছেন। লিগ তালিকায় দশ দলের মধ্যে নয় নম্বরে রয়েছেন শাকিবরা। অপরদিকে, নেদারল্যান্ডস ছয়টির মধ্যে দুইটি ম্যাচ জিতে আপাতত বাংলাদেশের ঠিক উপরে আট নম্বরে রয়েছে।
রেকর্ড দর্শকসংখ্যা
রমরমিয়ে চলছে ৫০ ওভারের বিশ্বকাপের (ODI World Cup 2023) আসর। ইতিমধ্যেই টুর্নামেন্টের অর্ধেকের বেশি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। একাধিক রোমাঞ্চকর ম্যাচও খেলেছে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১০ দল। এই প্রথমবার গোটা টুর্নামেন্টটিই ভারতে আয়োজিত হচ্ছে। টুর্নামেন্ট ঘিরে দর্শকদের মধ্যে ঠিক কতটা উন্মাদনা রয়েছে, তার প্রমাণ সাম্প্রতিক এক পরিসংখ্যানই পাওয়া যায়।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ (Jay Shah) জানান ২০১৯ সালের ৫০ ওভারের বিশ্বকাপের থেকে এবারের বিশ্বকাপের দর্শকসংখ্যা ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নিজের সোশ্যাল মিডিয়া মারফৎ তিনি এই খবর জানিয়ে লেখেন, 'চলতি বিশ্বকাপের প্রথম ১৮টি ম্যাচ টেলিভিশনের পর্দায় মোট ৩৬.৪২ কোটি দর্শক দেখেছেন, যা ক্রিকেট বিশ্বকাপের ক্ষেত্রে একটি নতুন রেকর্ড। সমর্থকরা সবথেকে বেশি পরিমাণে টেলিভিশনের পর্দায় নজর রেখেছেন, যার ফলে মিনিটের নিরিখে দর্শকসংখ্যাও ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটা আমাদের খেলার জনপ্রিয়তা এবং ভারতীয় ক্রিকেট ঠিক কতটা শক্তিশালী তা প্রমাণ কর দেয়।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: নবাবের শহরে ইংরেজ-বধের যুদ্ধ, হার্দিক-কাঁটার মধ্যেও আত্মবিশ্বাসে ফুটছে টিম ইন্ডিয়া