এক্সপ্লোর

IND vs ENG Preview: নবাবের শহরে ইংরেজ-বধের যুদ্ধ, হার্দিক-কাঁটার মধ্যেও আত্মবিশ্বাসে ফুটছে টিম ইন্ডিয়া

ODI World Cup: পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে ইংল্যান্ড। ঝুলিতে মাত্র ২ পয়েন্ট। এখান থেকে শেষ চারে পৌঁছনো কার্যত অসম্ভব। রয়েছে জটিল অঙ্ক।

লখনউ: বিশ্বকাপের (ODI World Cup) সূচি প্রকাশের পর থেকে বলা হচ্ছিল, টুর্নামেন্টের অন্যতম বড় ম্যাচ ২৯ অক্টোবর। লখনউয়ের অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে যেদিন মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড (Ind vs Eng)। এক দল গতবারের বিশ্বচ্যাম্পিয়ন। অন্য দল ঘরের মাঠে অন্যতম ফেভারিট। কেউ যদি সেই সময় বলতেন যে, বিশ্বকাপের প্রথম পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে হেরে টুর্নামেন্টের মাঝপথেই কার্যত বিদায় নেবে ইংল্যান্ড, অনেকে ভাবতেন, ঠাট্টা করা হচ্ছে। 

কিন্তু বিশ্বকাপে সেই ছবিই বাস্তব। পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে ইংল্যান্ড। ঝুলিতে মাত্র ২ পয়েন্ট। এখান থেকে শেষ চারে পৌঁছনো কার্যত অসম্ভব। রয়েছে জটিল অঙ্ক। যার মধ্যে অন্যতম, বাকি চার ম্যাচের চারটিই জিততে হবে। তবে পয়েন্ট দাঁড়াবে ১০। এবং সব ম্যাচই জিততে হবে বড় ব্যবধানে। যাতে নেট রান রেট ভাল জায়গায় থাকে। সেই সঙ্গে নির্ভর করতে হবে অন্য দলের ফলের ওপর।

টুর্নামেন্টে দলে থাকা ১৫ জন ক্রিকেটারকেই খেলিয়ে ফেলেছে ইংল্যান্ড। পাঁচ ম্য়াচের মধ্যে তিনটি ম্যাচে দলের সহ অধিনায়ককে বসিয়ে রাখার মতো দুঃসাহসী পদক্ষেপও নিয়েছে। কোনও লাভ হয়নি।

অন্যদিকে, ভারত এই বিশ্বকাপে এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত দল। পাঁচ ম্য়াচ খেলে পাঁচ জয়। রোহিত শর্মাদের ঝুলিতে ১০ পয়েন্ট। এমনকী, বিশ্বকাপে বরাবরের গাঁট নিউজ়িল্যান্ডকে হেলায় হারিয়েছে টিম ইন্ডিয়া। দলের সেরা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যর অনুপস্থিতি যেন টেরই পাওয়া যায়নি গত দুই ম্যাচে।

একটা সময় ওয়ান ডে ক্রিকেটে ওপেনিং নিয়ে সমস্যায় ছিল ভারত। এখন শুরুতেই ঝড় তুলছেন রোহিত শর্মা। পাওয়ার প্লে-তে তাঁর স্ট্রাইক রেট ১৩৪.০১। নতুন বল হাতে একইরকম ভয়ঙ্কর শুরু করছেন যশপ্রীত বুমরা। প্রথম ১০ ওভারে যাঁর ইকনমি রেট? মাত্র ২.৯! ডেঙ্গি-মুক্ত হয়ে ফিরেই রানের মধ্যে শুভমন গিল। মিডল অর্ডারে দুরন্ত ছন্দে বিরাট কোহলি। রান তাড়া করতে নেমে অবিশ্বাস্য ইনিংস খেলছেন। রবীন্দ্র জাডেজা-কুলদীপ যাদবের স্পিন জুটিও ফর্মে।

রবিবার নবাবের শহরে ভারতের জয় মানে সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাওয়া। সেই সঙ্গে ইংল্যান্ডের বিদায়ঘণ্টি বেজে যাওয়া। আত্মবিশ্বাসে টগবগ করছে ভারতীয় শিবির। একমাত্র কাঁটা হার্দিকের গোড়ালির চোট। যে কারণে পাঁচ বোলার নিয়ে ফের নামতে হতে পারে ভারতকে। যদি ষষ্ঠ বোলারের প্রয়োজন পড়ে? নেটে হাত ঘুরিয়ে তৈরি থাকছেন শুভমন গিল, বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব।

ভারতীয় দলে রবিবার কোনও পরিবর্তনের সম্ভাবনা কম। কোনও কোনও মহল থেকে আর অশ্বিনকে খেলানোর সম্ভাবনার কথা বলা হলেও, সেক্ষেত্রে হাতে পেসার বলতে পড়ে থাকবেন দু'জন। হার্দিকের অনুপস্থিতিতে একাদশের ভারসাম্য ঠিক রাখতে যেন নতুন গতিপথে নকশা সাজাতে হচ্ছে। তাই অশ্বিনের খেলার সম্ভাবনা কম বলেই মত বিশেষজ্ঞদের।

ভারতের একমাত্র চিন্তা মহম্মদ সিরাজ়ের ফিকে পারফরম্য়ান্স। ২০২৩ সালে ১৪টি ওয়ান ডে ম্য়াচে ৩০ উইকেট নিয়ে বিশ্বকাপে নেমেছিলেন হায়দরাবাদের পেসার। প্রত্যেক তিন ওভার ছাড়া উইকেট নিচ্ছিলেন। ওভার প্রতি খরচ করছিলেন মাত্র ৪.৯১ রান। কিন্তু বিশ্বকাপে ৫ ম্যাচে ৬টি মাত্র উইকেট নিয়েছেন। ওভার প্রতি প্রায় ৬ রান খরচ করছেন। মহম্মদ শামি আগের ম্যাচেই ৫ উইকেট নিয়েছেন। কোনও ম্যাচে স্পিনার বাড়াতে হলে চাপ বাড়বে সিরাজ়ের ওপর।

ইংল্যান্ড শিবিরের কাঁটা অধিনায়ক জস বাটলারের ফর্ম। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৪৩ করেছিলেন। তারপর থেকে চার ম্যাচে তাঁর রান ২০, ৯, ১৫ ও ৮। তার ওপর শামির বিরুদ্ধে হতশ্রী রেকর্ড। শামির ৬০ বলে খেলে পাঁচবার আউট হয়েছেন বাটলার।তাঁর নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠছে। বিশেষ করে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তের জন্য কাঠগড়ায় তোলা হচ্ছে। ভারতের বিরুদ্ধে অগ্নিপরীক্ষা ইংরেজ অধিনায়কেরও।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Gujarat Titans vs Punjab Kings: জোরা ধাক্কার পর কিংসের হয়ে দুরন্ত হাফসেঞ্চুরি অধিনায়ক শ্রেয়সের, কত রান করবে পাঞ্জাব?
অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া অধিনায়ক শ্রেয়সের, গুজরাত টাইটান্সের বিরুদ্ধে রেকর্ড রান তুলল পাঞ্জাব কিংস
West Bengal News Live Blog : পার্কিং বিবাদে এবার চিংড়িঘাটায় মহিলাকে থান ইট দিয়ে মার
পার্কিং বিবাদে এবার চিংড়িঘাটায় মহিলাকে থান ইট দিয়ে মার
IPL 2025: সঞ্জীব গোয়েঙ্কার রোষের মুখে পন্থরা? DC-র বিরদ্ধে পরাজয়ের পর সাজঘরে কী বললেন LSG কর্ণধার?
সঞ্জীব গোয়েঙ্কার রোষের মুখে পন্থরা? DC-র বিরদ্ধে পরাজয়ের পর সাজঘরে কী বললেন LSG কর্ণধার?
Malda News: প্রেমিকের সঙ্গে পালিয়ে রিল তৈরি, পরে স্বামীকে হোয়াটসঅ্যাপে শেয়ার ! জীবিত স্ত্রীর 'শ্রাদ্ধ' করলেন ব্যক্তি
প্রেমিকের সঙ্গে পালিয়ে রিল তৈরি, পরে স্বামীকে হোয়াটসঅ্যাপে শেয়ার ! জীবিত স্ত্রীর 'শ্রাদ্ধ' করলেন ব্যক্তি
Advertisement
ABP Premium

ভিডিও

TMC News:পঞ্চায়েতের তৃণমূল প্রধান বাপ্পা মণ্ডলের বাড়ির পাঁচিলে মিষ্টির প্যাকেটের মধ্যে বোমা !BJP News: ঢাকুরিয়ায় পোস্টার, বেহালায় কালিকাণ্ডের পর এবার সল্টলেকে বিজেপির অফিসেও পড়ল পোস্টারFake Medicine: জাল এবং নিম্নমানের ওষুধের কারবার ধরতে পাইকারি বাজারে হানা দিল রাজ্য ড্রাগ কন্ট্রোলRecruitment Scam: অরুণ হাজরা-সহ সাতজনের হাতের লেখার নমুনা সংগ্রহ করেছে কেন্দ্রীয় এজেন্সি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gujarat Titans vs Punjab Kings: জোরা ধাক্কার পর কিংসের হয়ে দুরন্ত হাফসেঞ্চুরি অধিনায়ক শ্রেয়সের, কত রান করবে পাঞ্জাব?
অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া অধিনায়ক শ্রেয়সের, গুজরাত টাইটান্সের বিরুদ্ধে রেকর্ড রান তুলল পাঞ্জাব কিংস
West Bengal News Live Blog : পার্কিং বিবাদে এবার চিংড়িঘাটায় মহিলাকে থান ইট দিয়ে মার
পার্কিং বিবাদে এবার চিংড়িঘাটায় মহিলাকে থান ইট দিয়ে মার
IPL 2025: সঞ্জীব গোয়েঙ্কার রোষের মুখে পন্থরা? DC-র বিরদ্ধে পরাজয়ের পর সাজঘরে কী বললেন LSG কর্ণধার?
সঞ্জীব গোয়েঙ্কার রোষের মুখে পন্থরা? DC-র বিরদ্ধে পরাজয়ের পর সাজঘরে কী বললেন LSG কর্ণধার?
Malda News: প্রেমিকের সঙ্গে পালিয়ে রিল তৈরি, পরে স্বামীকে হোয়াটসঅ্যাপে শেয়ার ! জীবিত স্ত্রীর 'শ্রাদ্ধ' করলেন ব্যক্তি
প্রেমিকের সঙ্গে পালিয়ে রিল তৈরি, পরে স্বামীকে হোয়াটসঅ্যাপে শেয়ার ! জীবিত স্ত্রীর 'শ্রাদ্ধ' করলেন ব্যক্তি
Stock Market Today : ৩ লক্ষ কোটি টাকা ক্ষতি বিনিয়োগকারীদের, আজ ফ্ল্যাট ক্লোজিং দিল বাজার, ফের পড়বে ?  
৩ লক্ষ কোটি টাকা ক্ষতি বিনিয়োগকারীদের, আজ ফ্ল্যাট ক্লোজিং দিল বাজার, ফের পড়বে ?  
RR vs KKR: প্রথম ম্যাচে ডাহা ব্যর্থ রাসেল-রিঙ্কু, নাইট শিবিরে বাড়ছে উদ্বেগ? কী বলছেন বোলিং কোচ ভরত অরুণ?
প্রথম ম্যাচে ডাহা ব্যর্থ রাসেল-রিঙ্কু, নাইট শিবিরে বাড়ছে উদ্বেগ? কী বলছেন বোলিং কোচ ভরত অরুণ?
Kalyan On Suvendu: 'শুভেন্দু সত্যি সত্যিই মার খেলে খুশি হতাম'! বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়
'শুভেন্দু সত্যি সত্যিই মার খেলে খুশি হতাম' ! বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়
Darjeeling Hospital Incident: মদ খেয়ে অ্যাসিসস্টেন্ট সুপারকে ধারালো অস্ত্রের আঘাত, দার্জিলিঙের ঘটনায় আতঙ্ক
মদ খেয়ে অ্যাসিসস্টেন্ট সুপারকে ধারালো অস্ত্রের আঘাত, দার্জিলিঙের ঘটনায় আতঙ্ক
Embed widget