ENG Vs NZ Match Highlights: কনওয়ে, রচিনের জোড়া শতরানে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হেলায় হারাল নিউজ়িল্যান্ড
ENG Vs NZ: নিউজ়িল্যান্ডের হয়ে ডেভন কনওয়ে ১৫২ ও রচিন রবীন্দ্র ১২৩ রানে অপরাজিত রইলেন।
আমদাবাদ: গত বিশ্বকাপের ফাইনালে হারতে হয়েছিল। কিন্তু এবার যে আরও একধাপ এগোতে প্রস্তুত, নিউজ়িল্যান্ড কিন্তু তা নিজেদের প্রথম বিশ্বকাপ (CWC 2023) ম্যাচেই প্রমাণ করে দিল। গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৮২ বল বাকি থাকতে নয় উইকেটে দুরমুশ করল কিউয়িরা, সৌজন্যে রচিন রবীন্দ্র (Rachin Ravindra) ও ডেভন কনওয়ে (Devon Conway)। দুই কিউয়ি তারকাই অপরাজিত শতরান হাঁকালেন।
২৮৩ রান তাড়া করতে নেমে নিউজ়িল্যান্ড শুরুটা একেবারেই ভালভাবে করতে পারেনি। খাতা খোলার আগেই দ্বিতীয় ওভারে স্যাম কারানের বলে জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন উইল ইয়ং। ১০ রানে প্রথম উইকেট হারায় কিউয়িরা। ইয়ং আউট হওয়ার পরেই কনওয়েকে সঙ্গ দিতে ক্রিজে নামেন রচিন রবীন্দ্র। শুরু হয় এক অবিশ্বাস্য পার্টনারশিপ। প্রথম পাওয়ার প্লেতে নিউজ়িল্যান্ড দুইটি ছক্কা ও তিনটি চার মেরে ৮১ রান তোলে।
তবে পাওয়ার প্লে শেষ হলেও, দুই কিউয়ি তারকা কিন্তু রানের গতি কমাননি। প্রায় আট রান প্রতি ওভার গতিতে রবীন্দ্র ও কনওয়ে ব্যাট করতে থাকেন। দেখতে দেখতে মাত্র ৮৩ বলে নিজের শতরান পূরণ করেন কনওয়ে। ৮২ বলে কেরিয়ারের প্রথম ওয়ান ডে শতরান হাঁকান রচিন। এই দুই তারকার পার্টনারশিপ ভাঙতে পারেননি ইংল্যান্ড। দ্বিতীয় উইকেটে অপরাজিত ২৭৩ রানের পার্টনারশিপ গড়ে কিউয়িদের জয় সুনিশ্চিত করেন রচিন ও কনওয়ে। কনওয়ে ১৫২ ও রচিন ব্যক্তিগত ১২৩ রানে অপরাজিত রইলেন। এটি দুইজনেরই ওয়ান ডে কেরিয়ারের সর্বোচ্চ স্কোর।
🔸Career-best individual scores
— ICC (@ICC) October 5, 2023
🔸An unbeaten 273-run stand
Rachin Ravindra and Devon Conway were in top form in the #CWC23 opener 🔥#ENGvNZ pic.twitter.com/BJlEmcmstl
প্রথম ইনিংসে ইংল্যান্ডের হয়ে জো রুট বাদে কোনও তারকাই বড় রান করতে ব্যর্থ হন। প্রথম ম্যাচে গত বারের চ্যাম্পিয়ন নয় উইকেটে ২৮২ রান তোলে।একমাত্র ব্যাটার হিসাবে অর্ধশতরানের গণ্ডি পার করেন জো রুট। তিনি ৭৭ রানের ইনিংস খেলেন। লকি ফার্গুসন, টিম সাউদিহীন কিউয়িদের হয়ে বল হাতে নজর কাড়েন ফাস্ট বোলার ম্যাট হেনরি (Matt Henry)। তিনি ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের মহামূল্যবান উইকেট মিলিয়ে মোট তিনটি সাফল্য পান।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: মানসিক নির্যাতন চালিয়েছেন স্ত্রী, অভিযোগ মেনে শিখরের বিবাহবিচ্ছেদে সিলমোহর আদালতের