ENG vs SL Probable XI: আড়াই বছরে ৩ ম্যাচ খেলেই বিশ্বকাপে মাঠে নামবেন ম্যাথিউজ়? কেমন হবে আজ ২ দলের একাদশ?
ODI World Cup: মাথিশা পাথিরানার চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর প্রাক্তন অধিনায়ক ম্যাথিউজ়ের শরণাপন্ন হয়েছে শ্রীলঙ্কা। দলে এসেই কি প্রথম একাদশে সুযোগ পাবেন ম্যাথিউজ়?
বেঙ্গালুরু: গত আড়াই বছরে তিনটি মাত্র ওয়ান ডে ম্যাচ। সেই অ্যাঞ্জেলো ম্যাথিউজ়ই কি না বিশ্বকাপে শ্রীলঙ্কার (Sri Lanka Cricket Team) দলে?
মাথিশা পাথিরানার চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর প্রাক্তন অধিনায়ক ম্যাথিউজ়ের শরণাপন্ন হয়েছে শ্রীলঙ্কা। দলে এসেই কি প্রথম একাদশে সুযোগ পাবেন ম্যাথিউজ়? তাও মরণ-বাঁচন পরিস্থিতিতে, গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে? ধন্দ রয়েছে শ্রীলঙ্কা শিবিরেও। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে একাদশে সুযোগ পেতে পারেন দুনিথ ওয়েল্লালাগে।
ইংল্যান্ডও প্রথম একাদশ সাজানো নিয়ে চিন্তায়। এবারের বিশ্বকাপের (ODI World Cup) দলে থাকা ১৫ জন ক্রিকেটারকেই ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়েছে ইংল্যান্ড। তাও ব্যাটাররা ছন্দে নেই। টুর্নামেন্টে যেখানে রানের ফোয়ারা ছুটছে, সেখানে ইংল্যান্ড শিবির থেকে এসেছে একটিমাত্র সেঞ্চুরি ও চারটি হাফসেঞ্চুরি। চোট পেয়ে ছিটকে গিয়েছেন বাঁহাতি পেসার রিস টপলি। তাঁর পরিবর্তে দলে নেওয়া হয়েছে ব্রাইডন কার্সকে। তবে কার্স শেষ ম্যাচ খেলেছেন একমাস আগে। আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে বৃহস্পতিবার তাঁর খেলার সম্ভাবনা কম। টপলির পরিবর্তে নতুন বল হাতে আক্রমণ শানাতে হয়তো দেখা যাবে ক্রিস ওকসকে।
দুই দলের মধ্যে মিল অনেক। এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচেই নিউজ়িল্যান্ডের কাছে হেরেছে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড (England Cricket Team)। তার আগে বিশ্বচ্যাম্পিয়ন হিসাবে নেমে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই হারার নজির ছিল শ্রীলঙ্কার। ১৯৯৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দেশ ১৯৯৯ বিশ্বকাপের প্রথম ম্যাচেই হেরে গিয়েছিল। কাদের কাছে? ইংল্যান্ড।
A must-win game for both teams!#CWC23 | #ENGvSL pic.twitter.com/ErvRrAxqJO
— ICC Cricket World Cup (@cricketworldcup) October 26, 2023
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: জনি বেয়ারস্টো, দাভিদ মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক ও উইকেটকিপার), হ্যারি ব্রুক, মঈন আলি, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ ও মার্ক উড/গাস অ্যাটকিনসন
শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটকিপার), সাদিরা সমরাবিক্রমা, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয় ডি'সিলভা, দুশন হেমন্তা/দুনিথ ওয়েল্লালাগে, চামিকা করুণারত্নে, মাহিশ তিকশানা, কসুন রাজিথা ও দিলশান মদুশঙ্কা।
আরও পড়ুন: বিশ্বরেকর্ড গড়লেন সুমিত, প্যারা এশিয়ান গেমসে এক দিনে ৩০ পদক এল ভারতের ঝুলিতে
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial