ODI World Cup 2023: অতীত ভুলে লখনউয়ের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে জীবনের নতুন আখ্যান রচনা করতে মুখিয়ে রাহুল
শেষবার লখনউয়ের একানা স্টেডিয়ামে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল কেএল রাহুলকে।
![ODI World Cup 2023: অতীত ভুলে লখনউয়ের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে জীবনের নতুন আখ্যান রচনা করতে মুখিয়ে রাহুল ODI World Cup 2023: KL Rahul looking to change past memories in Ekana Stadium ahead of England match ODI World Cup 2023: অতীত ভুলে লখনউয়ের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে জীবনের নতুন আখ্যান রচনা করতে মুখিয়ে রাহুল](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/28/a18137089f7316bf284cb804a20179cd1698488617415507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
লখনউ: সপ্তাহখানেকের ব্যবধান। গত রবিবার নিউজ়িল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের (ODI World Cup 2023) পাঁচ ম্যাচে পাঁচটি জয়ের পর কাল, ২৯ অক্টোবর আবার মাঠে নামছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। লক্ষ্য ছয়ে ছয় করার। একানা স্টেডিয়ামে গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি (IND vs ENG) হতে চলেছে টিম ইন্ডিয়া। নিজের 'হোম গ্রাউন্ডে' খেলতে নামবেন ভারতীয় দলের তারকা কিপার-ব্যাটার কেএল রাহুল (KL Rahul)। এই ম্যাচে মাঠে নামতে মুখিয়ে রয়েছেন তিনি।
এই লখনউয়ের মাঠেই লখনউ সুপার জায়ান্টস ফ্রাঞ্চাইজির হয়ে আইপিএল খেলেন রাহুল। সেই মাঠেই মিষ্টিমধুর স্মৃতি তৈরি করতে মুখিয়ে রয়েছেন ভারতীয় তারকা। বিসিসিআইয়ের পোস্ট করা সম্প্রতি একটি ভিডিওতে রাহুল দীর্ঘ চোট সারিয়ে ফেরা, মানসিক চ্যালেঞ্জ কাটানো এবং আসন্ন ম্যাচের জন্য নিজের উৎসাহের কথা ভাগ করে নেন।
রাহুল বলেন, 'লখনউয়ের একানা স্টেডিয়ামে আমরা খেলতে আসছি, যে স্টেডিয়ামে আমি লখনউ সুপার জায়ান্টসের হয়ে আইপিএলে খেলি। এই মাঠটা আমার হৃদয়ের খুব কাছে। গত বছর আমরা যখন এখানে খেলা গোটা উত্তরপ্রদেশের জনগণ যেভাবে আমাদের সমর্থন করেছিলেন, তা এককথায় অনবদ্য।'
একানা স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ খেলতে নামার রাহুল যেমন উত্তেজিত, তেমনই তাঁর স্মৃতিতে সাম্প্রতিক অতীতের ঘটনাও ভেসে আসছে। এই মাঠেই আইপিএল ম্যাচ খেলার সময় চোট পেয়েছিলেন তিনি। সেই চোটে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। সেই স্মৃতিচারণ করে রাহুলে বলেন, 'আজ মাঠে আসার পর আমায় দৌড়তে বলা হয়েছিল। আমি আমাদের ট্রেনার রজনী স্যারকে বলছিলাম যে শেষবার এখানে যখন খেলতে নেমেছিলাম, সেই অভিজ্ঞতাটা আমার জন্য খুব একটা সুখকর ছিল না। যেখানে যেদিকটায় ঘটনা ঘটেছিল, সেই জায়গাটা দেখলেই আবার সবটা মনে পড়ে যায়। ওই চোটটা আমার উপর এবং আমার কেরিয়ারের উপর এক বিরাট প্রভাব ফেলেছিল।'
ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন, 'আমি অতীতের সেই স্মৃতিগুলি ভুলে নতুন ভাল স্মৃতি গড়তে চাই। শক্তিশালী ইংল্যান্ড দলের বিরুদ্ধে আমরা খেলতে নামব। ওরা গত বারের চ্যাম্পিয়ন। তাই ওরা নিঃসন্দেহে রবিবারের ম্যাচে মরিয়া হয়ে মাঠে নামবে। হাসুন, আপনি লখনউয়ে এসেছেন।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের অজি স্কোয়াড ঘোষণা, নেতৃত্বে ওয়েড
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)