ODI World Cup 2023: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও মাঠে নামতে পারবেন না নিউজ়িল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন
Kane Williamson: চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত নিউজ়িল্যান্ডে র হয়ে একটি ম্যাচই খেলতে পেরেছেন কেন উইলিয়ামসন।
পুণে: আজ জয়ের সরণিতে ফেরার লক্ষ্যে ইনফর্ম দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের (ODI World Cup 2023) ৩২তম ম্যাচে মাঠে নামছে নিউজ়িল্যান্ড (NZ vs SA)। এই ম্যাচে কিউয়িরা সমর্থকরা আশায় ছিলেন যে তাঁদের তারকা অধিনায়ক কেন উইলিয়ামসনকে (Kane Williamson) মাঠে নামবেন। তবে সে গুড়ে বালি। এই ম্যাচেও খেলতে পারবেন না উইলিয়ামসন।
চলতি বিশ্বকাপে মাত্র একটি ম্যাচই খেলতে পেরেছেন উইলিয়ামসন। আইপিএলে লাগা হাঁটুর দীর্ঘমেয়াদি চোট সারিয়ে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন উইলিয়ামসন। তবে সেই ম্যাচে ফের একবার চোট পান তিনি। তারকা ব্যাটার রান নিতে গিয়ে বাঁ হাতে চোট পান। সেই চোটের জেরেই বিগত কয়েক ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। উইলিয়ামসন শেষ দুই দিন নেটে ব্যাটিং অনুশীলন সেরেছেন বটে। তবে প্রোটিয়াদের বিরুদ্ধে তিনি খেলতে পারবেন না। তাঁর চোটের নিয়ে শীঘ্রই আবার পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং সেই পরীক্ষার পরেই পাকিস্তানের বিরুদ্ধে তিনি খেলতে পারবেন কি না, তা নির্ধারিত হবে।
Kane Williamson has been ruled out of Wednesday’s match against @ProteasMenCSA.
— BLACKCAPS (@BLACKCAPS) October 31, 2023
Williamson has batted in the nets the last two days but has been ruled out of a return to match action tomorrow.
He will be assessed again ahead of the side’s next match against @TheRealPCB. #CWC23 pic.twitter.com/c8TIJRe7cT
শনিবার, ৪ নভেম্বর পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে নিউজ়িল্যান্ড। সেই ম্যাচে কেন উইলিয়ামসন খেলতে পারবেন কি না, এবার সেই দিকেই সকলের নজর। বিশ্বকাপের ছয় ম্যাচের মধ্যে চারটি ম্যাচ জিতে আপাতত লিগ তালিকায় তিন নম্বরে রয়েছে নিউজ়িল্যান্ড। কেন উইলিয়ামসনের না থাকাটা কিন্তু ব্ল্যাকক্যাপসরা এখনও পর্যন্ত খুব একটা অনুভব করেনি। তবে গত ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পড়শি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ রানে হারতে হয়েছিল নিউজ়িল্যান্ডকে। তাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁরা যে ম্যাচ জিততে মরিয়া হয়েই ঝাঁপাবেন, তা বলাই বাহুল্য। উইলিয়ামসনের অনুপস্থিতিতে এখনও পর্যন্ত টম ল্যাথাম অধিনায়কত্ব করছিলেন। প্রোটিয়াদের বিরুদ্ধে ম্যাচেও তাঁকেই দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্নকে ভেন্টিলেশনে পাঠিয়ে ইডেনে জানে জান পাকিস্তান