SA Vs NED, Match Highlights: দুইদিনের ব্যবধানে দ্বিতীয় বড় অঘটন! দক্ষিণ আফ্রিকাকে হারাল নেদারল্যান্ডস
SA Vs NED: নেদারল্যান্ডসের হয়ে লোগান ভ্যান বিক সর্বাধিক তিন উইকেট নিয়েছেন।
ধর্মশালা: বিশ্বকাপের (ODI World Cup 2023) দ্বিতীয় বড় অঘটন। দিন দু'য়েক আগেই ইংল্যান্ডকে হারিয়েছিল আফগানিস্তান। আজ বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকাকে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হারিয়ে দিল নেদারল্যান্ডস (SA vs NED)। ২৪৬ রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা ২০৭ রানেই অল আউট হয়ে গেল। ৩৮ রানে জয় পেলেন ডাচরা।
চ্যালেঞ্জিং টার্গেট তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা শুরুটা কিন্তু মন্দ করেনি। কুইন্টন ডি'কক ও তেম্বা বাভুমা বেশ ভালভাবেই ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। দুইজনে মিলে ওপেনিংয়ে ৩৬ রান যোগ করেন। ডি'কককে ২০ রানে হারিয়ে ডাচদের প্রথম সাফল্য এনে দেন কলিন অ্যাকারমান। তার এক ওভার পরেই রুলফ ভ্যান ডার মারউই বাভুমাকে ১৬ রানে আউট করেন। দুই ওপেনিং ব্যাটার আউট হওয়ার পরই দক্ষিণ আফ্রিকার ইনিংসে ধস নামতে শুরু করে। ৫০ রানের আগেই চার উইকেট হারিয়ে ফেলে প্রোটিয়া দল। এডেন মারক্রাম (১) ও রাসি ভান ডার দাসেন (৪) ব্যর্থ হন।
পরপর উইকেট হারানোর পর হেনরিখ ক্লাসেন ও ডেভিড মিলার খানিকটা লড়াই করার চেষ্টা করেন। দুইজনে মিলে ৪৫ রান যোগ করেন। ক্লাসেনকে ২৮ রানে ফেরান ভ্যান বিক। ডেভিড মিলার খানিকটা লড়াই করেন বটে। ৪৩ রানের ইনিংস খেলেন তিনি। তাঁকেও ফেরান ভ্যান বিকই। মিলার আউট হওয়ায় দক্ষিণ আফ্রিকার জয়ের আশা তখনই শেষ হয়ে গিয়েছিল। শেষের দিকে কেশব মহারাজের ৪০ রানের ইনিংস ছিল সান্ত্বনা মাত্র। এই ম্যাচে হার সত্ত্বেও দক্ষিণ আফ্রিকা দুইটি জয় ও একটি হারের সুবাদে বিশ্বকাপের লিগ তালিকায় তিনে রয়েছে। অপরদিকে নেদারল্যান্ডস একটি জয় ও দুইটি ম্যাচ হেরে তালিকায় নয় নম্বরে।
One of the greatest @cricketworldcup upsets of all time in Dharamsala as Netherlands overcome South Africa 🎇#SAvNED 📝: https://t.co/mqR5mKX179 pic.twitter.com/8Qs5HUSe9o
— ICC (@ICC) October 17, 2023
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: অস্ট্রেলিয়া ম্যাচের আগেই পাকিস্তান শিবিরে উদ্বেগ, জ্বরে কাবু একাধিক ক্রিকেটার