ODI World Cup 2023: অস্ট্রেলিয়া ম্যাচের আগেই পাকিস্তান শিবিরে উদ্বেগ, জ্বরে কাবু একাধিক ক্রিকেটার
Pakistan Cricket Team: জ্বরে আক্রান্ত পাক ক্রিকেটারদের এই তালিকায় রয়েছেন আব্দুল্লা শফিক, শাহিন শাহ আফ্রিদিরা, উসমা মিররা।
বেঙ্গালুরু: ভারতে রমরমিয়ে চলেছে ক্রিকেট বিশ্বকাপ (ODI World Cup 2023)। পাকিস্তান দল (Pakistan Cricket Team) নিজেদের গত ম্যাচে ভারতের বিরুদ্ধে হারলেও, তার আগের দুই ম্যাচে জয় পেয়েছে। হারের হতাশা ভুলে জয়ের সরণিতে ফিরতে ২০ অক্টোবর, শুক্রবার তাঁরা রেকর্ড চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার (PAK vs AUS) মুখোমুখি হবে। সেই ম্যাচের আগেই পাক শিবিরে উদ্বেগ। পাকিস্তানের দলের একাধিক তারকা জ্বরের কবলে পড়েছেন।
জ্বরে কাবু পাক তারকারা
খবর অনুযায়ী, পাকিস্তান দলের বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মঙ্গলবার সকালে অনুশীলন করার কথা ছিল। তবে একাধিক তারকা জ্বরে আক্রান্ত হওয়ায় সেই অনুশীলন সেশন পিছিয়ে আনা হয় যাতে খেলোয়াড়রা পর্যাপ্ত বিশ্রাম পান। সকালের বদলে সন্ধেবেলা সেই অনুশীলন শিবির হতে পারে বলে খবর। জ্বরে আক্রান্ত পাক ক্রিকেটারদের এই তালিকায় রয়েছেন আব্দুল্লা শফিক, শাহিন শাহ আফ্রিদিরা, উসমা মিররা। শফিক এখনও সুস্থ না হলেও, শাহিন, উসমারা আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন।
এই বিষয়ে ক্রিকেট পাকিস্তানের তরফে এক বিবৃতিতে জানানো হয়, 'কয়েকজন খেলোয়াড় বিগত কয়েকদিনে জ্বরের কবলে পড়েছিলেন, তবে সিংহভাগই সুস্থ হয়ে উঠেছেন। যারা এখনও সম্পূর্ণ সুস্থ হননি, তাঁরা আপাতত মেডিক্যাল দলের তত্ত্বাবধানে রয়েছেন।' যারা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন, সেইসব ক্রিকেটাররাই মঙ্গলবার পাক দলের হয়ে অনুশীলনে নামবেন।
Dinner time vibes for the Pakistan team in Bengaluru 🥘#CWC23 | #DattKePakistani pic.twitter.com/7WBhKbb89k
— Pakistan Cricket (@TheRealPCB) October 16, 2023
চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে ম্যাচের পরের দিনই রবিবার বেঙ্গালুরুতে পৌঁছে যায় পাকিস্তান ক্রিকেট দল। তাঁরা কিন্তু বেঙ্গালুরুতে নিজেদের সময়টা বেশ উপভোগই করছে। পাকিস্তান বোর্ডের তরফে পোস্ট করা একটি ভিডিওতে বাবর আজমদের দলবল মিলে টিম ডিনারে বেরোতে দেখা যায়। খাবারের পাশাপাশি মহম্মদ নওয়াজদের গোটা পরিবেশও বেশ উপভোগ করতে দেখা যায়।
আফ্রিদি পরিবারে বিপর্যয়
প্রয়াত জাতীয় দলের প্রাক্তন তারকা অলরাউন্ডার শাহিদ আফ্রিদির (Shahid Afridi) দিদি। ভারতের মাটিতে ক্রিকেট বিশ্বকাপ চলাকালীনই দুঃসংবাদ শাহিদ আফ্রিদির জন্য। তাঁর দিদি প্রয়াত হয়েছেন। গতকালই এক সোশ্যাল মিডিয়া পোস্ট করে আফ্রিদি জানিয়েছিলেন যে, তাঁর দিদি হাসপাতালে ভর্তি আছেন। তিনি খুব অসুস্থ। এই আবহে নিজের ভক্তদের কাছে আফ্রিদি আবেদন করেন যাতে তাঁর দিদির জন্য প্রার্থনা করেন সবাই। সেই পোস্টের কয়েক ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আফ্রিদি জানান, তাঁর দিদি প্রয়াত হয়েছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: ব্যাট হাতে ব্রিটিশ-বধ করে উঠে কড়া শাস্তির মুখে আফগান তারকা