IND vs ENG 4th Test: ফের চর্চার কেন্দ্রে পিচ, ভারত-ইংল্যান্ডের চতুর্থ টেস্টে কেমন থাকবে রাঁচির আবহাওয়া?
India vs England 4th Test: ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের মতে তিনি রাঁচির পিচের মতো এমন পিচ এর আগে কখনও দেখেননি।
রাঁচি: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় জয়ের লক্ষ্যে আজ থেকে চতুর্থ টেস্টে (IND vs ENG 4th Test) মাঠে নামছে ভারতীয় দল। অপরদিকে, স্টোকসবাহিনীর উদ্দেশ্য সিরিজ়ে সমতায় ফেরা। ধোনির শহরে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্ণ সম্ভাবনা রয়েছে। এই ম্যাচের আগেও ফের একবার চর্চার কেন্দ্রে পিচ।
ভারতের মাটিতে টেস্ট ম্যাচ হবে, আর পিচ নিয়ে তর্ক বিতর্ক হবে না, এমনটা হালে হয়েছে বলে মনে হয়না। রাঁচির পিচ দেখে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের দাবি তিনি নাকি এর আগে জীবনে এমন পিচ দেখেননি। স্টোকস বলেন, 'এই পিচে কী হবে আমি বলতে পারব না। যদি পিচের দুই প্রান্ত ঠিকভাবে দেখি, তাহলে বলব আজ অবধি আমি বিশেষ করে ভারতে যেমন পিচ দেখে এসছি, তার থেকে এটা সম্পূর্ণ আলাদা। সাজঘর থেকে তো দেখে মনে হচ্ছিল পিচটা সবুজে ঘেরা এবং পিচে প্রচুর ঘাস রয়েছে। তবে কাছে এসে দেখলে ছবিটা সম্পূর্ণ বদলে যায়। কাছ থেকে পিচটা খুবই গাঢ় বর্নের মনে হচ্ছে এবং পিচে বেশ কিছু চিড় রয়েছে।'
তবে ভারতের ব্য়াটিং কোচ বিক্রম রাঠৌরের (Vikram Rathour) মতে ভারতের পিচ তো এমনই হয়ে থাকে। তাঁর দাবি এই পিচে বল ঘুরবে। রাঠৌর বলেন, 'আমরা ভারতে ম্যাচ খেললে প্রতিবারই তো পিচ নিয়ে প্রশ্নচিহ্ন থাকে। ভারতের পিচ তো এমনই হয়। পিচটা বেশ শুকনো এবং এই পিচে যে বল ঘুরবে, তা বোঝাই যাচ্ছে। তবে কোন দিন থেকে বল ঘুরবে এবং কতটা ঘুরবে তা বলতে পারছি না। আমরা সবসময় ভিন্ন ভিন্ন পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত রাখি এবং সেই অনুযায়ীই এই ম্যাচে দলও নির্বাচিত হবে।'
পিচ রিপোর্ট
ঐতিহাসিকভাবে রাঁচির পিচ শুরুতে ব্যাটারজদেক মদতই করে থাকে। তবে ম্যাচ গড়ালে স্পিনাররা পিচ থেকে মদত পান। এই কারণেই টস জিতে অধিনায়করা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে থাকেন। এই ম্যাচেও তেমনটা হওয়ার সম্ভাবনাই প্রবল।
পরিবেশ
ম্যাচের প্রথম চারদিনে কিন্তু বেশ তপ্ত পরিবেশ থাকার পূর্বাভাস। তবে ম্যাচের পঞ্চম দিনে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অর্থাৎ পঞ্চম দিন পর্যন্ত খেলা গড়ালে বৃষ্টি তাতে বিঘ্ন ঘটাতে পারে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: প্রাক্তন অধিনায়কের শহরে একাধিক রেকর্ড গড়ার সুযোগ রোহিতের, মাইলফলক স্পর্শের হাতছানি যশস্বীরও