(Source: ECI/ABP News/ABP Majha)
Ranji Trophy: বাংলার তিন ক্রিকেটার ভারতীয় দলে? বিহার ম্যাচের দ্বিতীয় দিনও পণ্ড, উৎকণ্ঠায় লক্ষ্মী-অনুষ্টুপরা
Bengal vs Bihar: দুদিন ভেস্তে যাওয়ায় বাংলা বনাম বিহার ম্যাচে আদৌ কোনও ফল হবে কি না, তা নিয়ে উদ্বেগ লক্ষ্মী-অনুষ্টুপ মজুমদারদের টিম ম্যানেজমেন্টে। শেষ পর্যন্ত না এক পয়েন্টে ক্ষান্ত থাকতে হয়।
কলকাতা: প্রত্যেকবার রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) অভিযান শুরুর আগে পিচ ও স্টাম্প পুজো করে থাকেন বাংলার ক্রিকেটারেরা। কোচ লক্ষ্মীরতন শুক্ল ও তাঁর ছেলেরা ঈশ্বরের কাছে সাফল্য প্রার্থনা করেন। এটাই দস্তুর।
কিন্তু বাংলার ভাগ্যাকাশে সূর্য উঠছে কই? গত মরশুমে খারাপ আবহাওয়া ও মন্দ আলোর জন্য দুই ম্যাচে পয়েন্ট নষ্ট হয়েছিল। যা বাংলার নক আউট স্বপ্নকে চুরমার করে দিয়েছিল বলে দাবি করেছিল বঙ্গ শিবির। এবারও খারাপ আবহাওয়া সঙ্গী হল বাংলার। আর সেটা হল গ্রুপের সবচেয়ে দুর্বল দল বিহারের বিরুদ্ধে। যে প্রতিপক্ষের বিরুদ্ধে বোনাস সহ ৭ পয়েন্ট পাওয়ার স্বপ্ন দেখেছিলেন বাংলার কোচ, ক্রিকেটারেরা, সেই ম্যাচই না ভেস্তে পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়!
শুক্রবারের পর শনিবার কল্যাণীতে বাংলা বনাম বিহার ম্যাচের দ্বিতীয় দিনও ভেস্তে গেল। ম্যাচের সময় বৃষ্টি হচ্ছে না। তবে ম্যাচ শুরুর আগে এমন বৃষ্টি হচ্ছে যে মাঠ জল থইথই। কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির জল নিষ্কাশনী ব্যবস্থা নিয়েও প্রশ্ন রয়েছে। সিএবি-র ভূমিকা নিয়ে কোনও কোনও মহল থেকে অসন্তোষ প্রকাশ করা হচ্ছে। শুক্রবার সারাদিন খটখটে রোদ থাকলেও মাঠ ভিজে থাকায় খেলা শুরু করা যায়নি। টসও হয়নি। সেদিনই বলাবলি হয়েছে, কেন পুরো মাঠ ঢাকার বন্দোবস্ত করা যায়নি। যুদ্ধকালীন পরিস্থিতিতে সিএবি তাদের অধীনস্থ অন্যান্য মাঠ থেকে কভার আনিয়ে শুক্রবার সন্ধ্যায় মাঠ ঢাকার ব্যবস্থা করেছিল বলে দাবি করছেন কর্তারা। কিন্তু ফের কাঁটা বৃষ্টি। ম্যাচের আগের বৃষ্টির জলকে বাগে আনতে পারেনি কভারও। তাই ফের সারাদিন কার্যত রোদ থাকার পরেও ভেস্তে গেল খেলা। কেন রঞ্জি ট্রফির মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের ম্য়াচ আয়োজনের দায়িত্ব পেয়েও কল্যাণীকে কভার-সহ আরও প্রস্তুত রাখা যায়নি, সেই প্রশ্ন উঠছে।
দুদিন ভেস্তে যাওয়ায় বাংলা বনাম বিহার ম্যাচে আদৌ কোনও ফল হবে কি না, তা নিয়ে উদ্বেগ লক্ষ্মী-অনুষ্টুপ মজুমদারদের টিম ম্যানেজমেন্টে। শেষ পর্যন্ত না এক পয়েন্টে ক্ষান্ত থাকতে হয়।
কেরলের বিরুদ্ধে কল্যাণীতেই পরের ম্যাচ খেলবে বাংলা। আগামী শুক্রবার সেই ম্যাচ শুরু হওয়ার কথা। তবে সেই ম্যাচের আগে বড় ধাক্কা কেতে পারে বাংলা। অস্ট্রেলিয়া সফরের জন্য ভারত এ দলে সুযোগ পেতে পারেন বাংলার তিন ক্রিকেটার - অভিমন্যু ঈশ্বরণ, মুকেশ কুমার ও অভিষেক পোড়েল। ত্রয়ীকে ছাড়াই কেরলের বিরুদ্ধে নামতে হতে পারে বাংলাকে।
আরও পড়ুন: জোড়া গোলে ইস্টবেঙ্গলের মশাল নিভিয়ে যুবভারতীতে অকাল দীপাবলী সবুজ-মেরুন শিবিরে
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।