Viral Video: হাতে টাকার বাণ্ডিল, একে একে কর্মচারীদের মধ্যে তা বিলিয়ে দিলেন রিঙ্কু সিংহ, ভাইরাল হল ভিডিও
Rinku Singh: সকলেই হাসিমুখে সেই টাকা গ্রহণ করে রিঙ্কু সিংহকে কৃতজ্ঞতাও জানান।

নয়াদিল্লি: রিঙ্কু সিংহ (Rinku Singh), ভারতীয় দলের তারকা ক্রিকেটার ২২ গজে নিজের খেলার জন্য যতটা জনপ্রিয়, মাঠের বাইরেও ততটা জনপ্রিয়। নেটিজেনদের অত্যন্ত পছন্দের ক্রিকেটার রিঙ্কু। এবার সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল তিনি।
অত্যন্ত সাধারণ ঘর থেকে খ্যাতি শিখর উঠে আসা রিঙ্কু জানেন সাফল্য পেতে হলে ঠিক কতটা কষ্ট করতে হয়। তাই ভারতের তারকা ক্রিকেটার নিজের কর্মচারীদের সকলকেই সম্মান করেন। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটি দেখে এমনই মনে করা হচ্ছে। কী আছে সেই ভিডিওতে? দিনকয়েক আগেই অভিজাত এলাকায় রিঙ্কুর নতুন বাড়ির ভিডিও ভাইরাল হয়েছিল। এবারের ভাইরাল ভিডিতেও তাঁকে বাড়িতে তাঁর কর্মচারীদের টাকা বিতরণ করতে দেখা গেল।
They say when God blesses you big, don’t forget to stay kind—and Rinku Singh might just be the poster boy for that quote!
— Vipin Tiwari (@Vipintiwari952) January 18, 2025
- Great gesture by Rinku Singh. 👏 pic.twitter.com/kmzAAhR2IE
ভাইরাল ভিডিওতে রিঙ্কুকে টাকার গোছা নিয়ে বসে শেফ, ওয়েটারসহ বাকি কর্মচারীদের মধ্যে তা বিলি করতে দেখা যায়। সকলেই হাসিমুখে সেই টাকা গ্রহণ করে রিঙ্কুকে কৃতজ্ঞতাও জানান। প্রসঙ্গত, রিঙ্কুর নতুন বাড়িতে নতুন সদস্য আগমনের এক খবর সম্প্রতি সকলেরই নজর কাড়ে। উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে নাকি রিঙ্কু গোপনে বাগদান সেরে ফেলেছেন।
এই খবর জানাজানি হতেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় স্বাভাবিকভাবেই শুভেচ্ছার বন্যা বয়ে যায়। তবে বাগদানের খবর নিয়ে শোরগোল পড়লেও শুক্রবার রিঙ্কু বা প্রিয়া কারও তরফেই এখনও পর্যন্ত কোনও ঘোষণা করা হয়নি। তরিঙ্কুর চর্চিত বাগদত্তা কে? কি তাঁর পরিচয়? সমাজবাদী পার্টির মছলিসায়র সাংসদ প্রিয়া। তাঁর বাবা তুফানি সরোজও কিন্তু তিন বারের সাংসদ ছিলেন। বর্তমানে তুফানি বিধায়ক। তিনিই এই খবর নিয়ে মুখ খোলেন।
তুফানি জানান এই খবর নাকি সত্য নয়। তাহলে সত্যিটা কী? এবিপি নিউজকে টেলিফোনে প্রিয়া সরোজের বাবা তথা রাজনীতিবিদ তুফানি সরোজ জানিয়েছেন, রিঙ্কুর বাড়ির লোকেরা তাঁর বড় জামাইয়ের কাছে রিঙ্কু ও প্রিয়ার বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছিলেন মাত্র। এ নিয়ে আর কোনও কথাও হয়নি। বাগদানের খবর সম্পূর্ণ ভুয়ো। তিনি জানিয়েছেন, দু'জনের বিয়ে নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে পরিবারের তরফে। তবে বাগদান মিটে যাওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকলেও চোট নিয়ে সংশয়, ২ ফেব্রুয়ারি নির্ধারিত হবে যশপ্রীত বুমরার ভাগ্য!




















