Rishabh Pant: এনসিএ-তে অনূর্ধ্ব ১৬ ক্রিকেটারদের ক্যাম্পে হাজির পন্থ, দিলেন টিপস
Rishabh Pant fitness: সদ্যই ঋষভ পন্থের তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে তাঁকে ক্রাচ ছাড়াই হেঁটে চলে বেরাতে দেখা যায় ঋষভ পন্থকে।
বেঙ্গালুরু: গাড়ি দুর্ঘটনার পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ভারতের তারকা কিপার-ব্য়াটার ঋষভ পন্থ (Rishabh Pant)। যদিও তিনি এখনই মাঠে নামতে পারবেন না, তাও ধীরে ধীরে রিহ্যাবের মাধ্যমে ফিট হওয়ার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন পন্থ। তবে এরই মাঝে উঠতি ক্রিকেটারদের সঙ্গে দেখা করে তাঁদের সঙ্গে কথাও বললেন ভারতীয় তারকা।
ছোটদের টিপস
বর্তমানে নিজের রিহ্যাব প্রক্রিয়া চালাতে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) রয়েছেন পন্থ। সেখানেই এক বিশেষ ক্যাম্পে অংশগ্রহণ করা অনূর্ধ্ব-১৬ ক্রিকেটারদের সঙ্গে পন্থ কথা বলেন। শুধু ক্রিকেট নয়, জীবন এবং আরও অনেক বিষয়েও তাঁদেরকে টিপস দেন পন্থ। বিসিসিআইয়ের তরফে পন্থের সঙ্গে অনূর্ধ্ব ১৬ ক্রিকেটারদের কথোপকথনের কিছু ছবিও সোশ্যাল মিডিয়ায় বিসিসিআইয়ের তরফে শেয়ার করা হয়।
বিসিসিআইয়ের তরফে সেই কথোপকথনের ছবি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, 'বেঙ্গালুরুতে এনসিএ-এর হাই পারফরম্যান্স ক্যাম্পে উপস্থিত অনূর্ধ্ব ১৬ ক্রিকেটাররা ঋষভ পন্থের সঙ্গে দেখা করা এবং কথা বলার সুযোগ পান। জীবন, সাফল্যের জন্য কঠোর পরিশ্রম এবং আরও অনেক বিষয়ে আলোচনা হয়। এই যুবকদের জন্য সময় বের করা এবং তাদের সঙ্গে কথা বলার জন্য পন্থকে অনেক ধন্যবাদ।'
The boys who are part of the Under-16 high performance camp at NCA Bangalore had the opportunity to interact with Rishabh Pant on cricket, life, hard work and much much more 👌🏻👌🏻
— BCCI (@BCCI) May 9, 2023
It was very generous of @RishabhPant17 to spare time for interacting with these young boys 👏🏻👏🏻 pic.twitter.com/cBFfLu0nJC
কবে ফিরবেন পন্থ?
প্রসঙ্গত, সদ্যই ঋষভ পন্থের তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে তাঁকে ক্রাচ ছাড়াই হেঁটে চলে বেরাতে দেখা যায় ঋষভ পন্থকে। তবে বিশ্বকাপের আগে তাঁর ফেরাটা কার্যত অসম্ভবই। সূত্রের খবর, সেপ্টেম্বর মাসে এশিয়া কাপ ও অক্টোবর-নভেম্বরে দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপেও খেলতে পারবেন না পন্থ। মনে করা হচ্ছে, খুব তাড়াতাড়ি হলে পরের বছরের জানুয়ারি মাসে মাঠে দেখা যেতে পারে পন্থকে। সেপ্টেম্বর-অক্টোবর মাসের মধ্যে তাঁর ফিট হয়ে ওঠার কোনওরকম সম্ভাবনা নেই। তাই এ বছরের ৫০ ওভারের বিশ্বকাপে তাঁকে দেখতে পাওয়া যাবে না বলে ধরে নেওয়াই যায়।
আরও পড়ুন: স্ক্রাব হোক বা মাস্ক, ত্বকের যত্নে ঠিক কীভাবে ব্যবহার করবেন কফি?