Rishabh Pant: ব্যাট, হেলমেটের বন্দনা করে মাঠে নেমেই শতরান, টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটিয়ে সন্তুষ্ট পন্থ
IND vs BAN 1st Test: বাংলাদেশের বিরুদ্ধে নিজের কামব্যাক টেস্টের দ্বিতীয় ইনিংসে ১০৯ রানের ইনিংস খেলেন ঋষভ পন্থ।
চেন্নাই: প্রায় ৭০০ দিনের প্রতীক্ষা। সেই দীর্ঘ সময়ের অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টেই (IND vs BAN 1st Test)
লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটিয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। কামব্যাক ম্যাচেই হাঁকিয়েছেন কেরিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি, ভাগ বসিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনির কৃতিত্বেও। পন্থে মুগ্ধ আট থেকে আশি। এই ম্যাচেই ঋষভের ব্যাটিংয়ের পাশাপাশি সাজঘরে তাঁর এক দৃশ্য বেশ নজর কেড়েছে নেটিজেনদের।
বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের তৃতীয় দিন ব্যাট হাতে বাংলাদেশি বোলারদের শাসন করার আগে সাজঘরেই পন্থের দিকে ক্যামেরা তাক করা হলে তাঁকে বন্দনা করতে দেখা যায়। তবে কোনও ঠাকুর, দেবতার বন্দনা নয়, পন্থকে টেবিলে রাখা তাঁর ব্যাট, দস্তানা, হেলমেটের সামনে হাতজোড় করে বন্দনা করতে দেখা যায়। এই ছবিই নেটিজেনদের বেশ নজর কেড়েছে। এরপরেই ব্যাটে নেমে বিধ্বংসী মেজাজে শতরান হাঁকান তিনি। ধোনির সঙ্গে যুগ্মভাবে ভারতীয়-কিপার ব্যাটার হিসাবে টেস্টে সর্বাধিক শতরানের রেকর্ড বর্তমানে পন্থের দখলে।
Rishabh Pant praying before going to bat on day 3 in front of his bat, gloves and helmet. 🙏❤️ pic.twitter.com/mKK35QBuMz
— Tanuj Singh (@ImTanujSingh) September 21, 2024
সেঞ্চুরি হাঁকানোর পরেও পন্থকে মাঝ পিচে খানিকক্ষণ চোখ বুজে আকাশের দিকে তাক করে ব্যাট উচাতে দেখা যায়। সম্ভবত জীবনশঙ্কা কাটিয়ে ২২ গজে ফিরতে পারার জন্যই তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানান। পন্থ আশাবাদী তিনি প্রত্যাবর্তনে আগের থেকে বেশি ভাল কাজ খেলেছেন। ম্যাচশেষে পন্থ এক সাক্ষাৎকারে বলেন, 'এই ইনিংসটা নিঃসন্দেহে বিশেষ অনুভূতির। আমি চেন্নাইয়ে খেলতে তো পছন্দ করিই, উপরন্তু আমি চোটের পর তিন ফর্ম্যাটেই খেলতে আগ্রহী ছিলাম। এই ম্যাচের মাধ্যমেই টেস্টে ফিরেছি। তাই এই অভিজ্ঞতাটা বেশ আবেগঘনই ছিল। আশা করি আগের থেকে বেশি ভাল পারফর্ম করতে পেরেছি।'
টি-টোয়েন্টিতে আগেই ফিরেছেন, তবে টেস্ট খেলার জন্যই তিনি যে বেশি আগ্রহী ছিলেন, তা কিন্তু সোজাসাপ্টাই জানিয়ে দিয়েছেন ভারতের তারকা কিপার-ব্যাটার। 'টেস্ট ক্রিকেট খেলাটাই আমার প্রধান লক্ষ্য বরাবর। তাই লাল বলের ক্রিকেটে ফেরাটাই আমায় সবথেকে বেশি সন্তুষ্ট করেছে।' বলেন পন্থ। তিনি এই ফর্ম ধরে রাখার জন্য যে বদ্ধপরিকর হবেন, তা বলাই বাহুল্য।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: 'আমি জাডেজাকে হিংসে করি', ব্যাটে বলে ম্যাচ জিতিয়েও কেন এমন বললেন অশ্বিন?