Indian Cricket Team: টেস্ট থেকে রোহিতের বিদায়ের পর কি বুমরার কাঁধেই উঠবে দায়িত্ব? টিম ইন্ডিয়ার নতুন অধিনায়ক হবেন কে?
Rohit Sharma: আইপিএলের মাঝ মরশুমেই হঠাৎই, ৭ মে টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

নয়াদিল্লি: বর্ডার-গাওস্কর ট্রফির সময় থেকেই জল্পনা ছিলই। অবশ্য রোহিত শর্মা (Rohit Sharma) ব্যক্তিগতভাবে বারংবার সব ধরনের জল্পনা-কল্পনা নস্যাৎ করে দিয়েছিলেন। ইংল্যান্ড সফরে নিজের সেরাটা দেওয়ার কথা শোনা গিয়েছিল রোহিতের মুখে। তবে হঠাৎই আইপিএলের ভরা মরশুমে সকলকে চমকে দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন রোহিত শর্মা। এবার সবথেকে বড় প্রশ্ন রোহিতের পরিবর্তে ভারতীয় টেস্ট দলের নেতা কে হবেন?
লাল বলের ক্রিকেটে ভারতীয় দলের সহ-অধিনায়ক যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। বর্ডার-গাওস্কর ট্রফির পঞ্চম ম্যাচসহ একাধিকম্যাচে বুমরা ভারতীয় দলকে (Indian Cricket Team) নেতৃত্বও দিয়েছেন। তাহলে কি এবার বুমরাই পাকাপাকিভাবে টিম ইন্ডিয়ার টেস্ট দলের অধিনায়ক হবেন? উত্তর সম্ভবত না। অতীতে বুমরা একাধিক ম্যাচে দলকে নেতৃত্ব দিলেও, তিনি দীর্ঘ চোট সারিয়ে সদ্যই আইপিএলে নিজের কামব্যাক করেছেন। বুমরার ক্ষেত্রে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে তাঁর চোট আঘাতের রেকর্ড এবং ওয়ার্কলোড।
𝐄𝐧𝐝 𝐨𝐟 𝐚𝐧 𝐞𝐫𝐚 𝐢𝐧 𝐰𝐡𝐢𝐭𝐞𝐬... 🫡
— Indian Cricket Team (@incricketteam) May 7, 2025
𝐓𝐡𝐚𝐧𝐤 𝐲𝐨𝐮, 𝐂𝐚𝐩𝐭𝐚𝐢𝐧 🙇♂️
Rohit Sharma bids adieu to Test cricket. He will continue to lead India in ODIs.
We are proud of you, Hitman. 🙌♥️🇮🇳 pic.twitter.com/eA3tAorCNw
বিলেতে মাটিতে পাঁচ ম্যাচের সিরিজ়ে কোনও না কোনও সময় সদ্য ফিট হওয়া বুমরাকে বিশ্রাম দেওয়া হতে পারে। উপরন্তু, তিন ফর্ম্যাটের ক্রিকেটার হওয়ায় এবং টিম ইন্ডিয়ার ঠাসা সূচি থাকায় বুমরাকে বিশ্রাম দেওয়াটাও জরুরি। এটাই সম্ভবত তাঁর বিপক্ষে যেতে চলেছে। বুমরা ছাড়া টেস্ট দলে অধিনায়কত্ব অভিজ্ঞতা রয়েছে কেএল রাহুলের। রাহুল তিনটি টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। তবে তিনি লিডারশিপ গ্রুপে খানিকটা পিছিয়ে পড়েছেন। তাঁর থেকে সহ-অধিনায়কত্বের দায়িত্বও সরিয়ে নেওয়া হয়েছে। তাই রাহুলের অধিনায়কের হওয়ার সম্ভাবনা কম।
বর্তমান পরিস্থিতিতে সকলকে ছাপিয়ে অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে এসেছেন তরুণ শুভমন গিল (Shubman Gill)। আইপিএলে গিলকে বর্তমানে গুজরাত টাইটান্সের নেতৃত্ব দিতে দেখা যাচ্ছে। হালে সাদা বলের ফর্ম্যাটে তাঁকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের দাবি তাঁকে অধিনায়কের পদে দীর্ঘমেয়াদি বিকল্প হিসাবেই ভাবছে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট। রোহিতের অবসরে গিলকে কিন্তু এবার দলকে নেতৃত্ব দেওয়ার গুরুদায়িত্ব দেওয়া হতে পারে।
গিল ভারতকে ওয়ান ডে বা টেস্টে নেতৃত্ব না দিলেও, টি-টোয়েন্টিতে দেশকে নেতৃত্ব দিয়েছেন। এবার লাল বলের ক্রিকেটে ভারতের নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে শুভমন গিলকেই সবার আগে রাখা হচ্ছে বলে খবর।




















