IND vs AUS 2nd ODI: রোহিত, শ্রেয়সের অর্ধশতরানের পর লোয়ার অর্ডারে হর্ষিতের লড়াকু ইনিংসে ২৬৪ রান তুলল ভারত
IND vs AUS: নবম উইকেটে অর্শদীপ ও হর্ষিত ৩৭ রান যোগ করে ভারতকে ২৫০-র গণ্ডি পার করান।

অ্যাডিলেড: শুরুটা হয়েছিল বেশ চ্যালেঞ্জিং। মাঝে রোহিত শর্মা (Rohit Sharma) ও শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) পার্টনারশিপ ভারতকে বড় রানের পথে এগিয়ে নিয়ে যাচ্ছিল। অক্ষর পটেল তবে মিডল অর্ডার এদিন ব্যর্থ। তবে শেষের দিকে নবম উইকেটে হর্ষিত রানা ও অর্শদীপ সিংহের লড়াকু ৩৭ রানের পার্টনারশিপে বোর্ডে নয় উইকেটের বিনিময়ে ২৬৪ রান তুলল ভারত।
গত ম্যাচে রান পাননি রোহিত, তাই এই ম্যাচে সুযোগ কাজে লাগাতে যেন বদ্ধপরিকর ছিলেন তিনি। শুরুটা অরোহিতোচিত ভঙ্গিমায় অত্যন্ত দেখেশুনে করেন তিনি। জশ হ্যাজেলউডের বিরুদ্ধে বলের বল তাঁর প্যাডে লাগে, ব্যাটের কাণার পাশ দিয়ে বেরিয়ে যায়। তুলনামূলক শুভমন গিলকে ছন্দে দেখাচ্ছিল। তবে শুভমন রানের গতি বাড়ানোর লক্ষ্যে আউট হন। জেভিয়ার বার্টলেটের বলে নয় রানে সাজঘরে ফেরেন তিনি। গিল ফিরতেই প্রবল জনগর্জনের মাধ্যমে মাঠে নামেন বিরাট কোহলি। তবে সেই একই ওভারে কোহলিও খাতা খোলার আগেই আউট হন। এই প্রথম নাগাড়ে দুই ওয়ান ডে ম্যাচে শূন্য আউট হলেন বিরাট।
১৭ রানে দুই উইকেট হারিয়ে বিরাট বিপাকে পড়ে ভারতীয় দল। হ্যাজেলউড এবং বার্টলেটের বিরুদ্ধে চারে নামা শ্রেয়স এবং রোহিতের লড়াই অব্যাহত থাকে। তবে কেউই হাল ছাড়েননি। ১৫তম ওভারে ৫০ রানের গণ্ডি পার করে ভারত। দেখতে দেখতে ৭৩ বলে লড়াকু অর্ধশতরান পূরণ করে ফেলেন। তারপরেই আক্রমণ শুরু করেন 'হিটম্যান'। মিচেল ওয়েনের এক ওভারেই হাঁকান জোড়া ছক্কা। ৬৭ বলে কেরিয়ারের ২৩তম ওয়ান ডে অর্ধশতরান পূরণ করলেন শ্রেয়স আইয়ার। দুইজনে শতরানের পার্টনারশিপ গড়ে ফেলেন।
পরিস্থিতি বুঝে মিচেল মার্শ দলের তারকা বোলার মিটেল স্টার্কের হাতে বল তুলে দেন। স্টার্ক হতাশ করেননি। ৭৩ রানে রোহিতকে ফিরিয়ে তিনি সাফল্য এনে দেন। এরপর স্পিনভেল্কি শুরু করেন অ্যাডাম জাম্পা। সেট শ্রেয়সকে ৬১ রানে আউট করেন তিনি। কেএল রাহুলও ১১ রানে তাঁর বলেই বোল্ড হন। ওয়াশিংটন সুন্দর, নীতীশ কুমার রেড্ডিরা কেউই বড় রান পাননি। একদিকে লড়াকু ইনিংস খেলা অক্ষর পটেলও ৪৪ রানে জাম্পার শিকার হন। মিচেল স্টার্ক বাউন্ডারি লাইনে দুরন্ত ক্যাচ ধরেন।
২২৬ রানে আট উইকেট হারিয়ে ফেলা ভারতীয় দল ২৫০ রানের গণ্ডি পার করতে পারবে কি না, সেই নিয়ে অনেকেই সংশয়ে ছিলেন। এমন সময়ে প্রতিরোধ গড়ে তোলেন হর্ষিত এবং অর্শদীপ। দুইজন ব্যাট চালিয়ে ভারতকে ২৫০ রানের গণ্ডি পার করান। এবার দেখার ভারতীয় বোলাররা দলকে এই ম্যাচ জেতাতে পারেন কি না।




















