ICC Test Ranking: টেস্ট ব্যাটারদের তালিকায় পিছিয়ে গেলেন রোহিত-শুভমন, বড় লাফ হ্যারি ব্রুকের
Rohit Sharma Shubman Gill: রোহিত ছাড়াও ভারতের আর এক ব্যাটার এক ধাপ নেমে গিয়েছেন। তিনি শুভমন গিল। আপাতত তিনি এক ধাপ নেমে ২০ নম্বরে রয়েছেন।
দুবাই: আইসিসি (ICC Test Ranking) টেস্ট ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে বিরাট লাফ ইংল্যান্ডের হ্যারি ব্রুকের (Harry Brook)। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ১০৯ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। চার ধাপ এগিয়ে তিন নম্বরে উঠে এসেছেন ব্রুক।
তবে ব্রুক উঠে আসায় টেস্টে ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে এক ধাপ করে নেমে গেলেন পাকিস্তানের বাবর আজম (Babar Azam), নিউজ়িল্যান্ডের ডারিল মিচেল (Dary Mitchell), অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ (Steve Smith) ও ভারতের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। টেস্টে ৩২তম সেঞ্চুরি পূর্ণ করা জো রুটের ব়্যাঙ্কিং না পাল্টালেও পয়েন্টে তিনি শীর্ষে থাকা কেন উইলিয়ামসনের আরও কাছাকাছি চলে এলেন।
রোহিত ছাড়াও ভারতের আর এক ব্যাটার এক ধাপ নেমে গিয়েছেন। তিনি শুভমন গিল। আপাতত তিনি এক ধাপ নেমে ২০ নম্বরে রয়েছেন। প্রথম দশে থাকা ব্যাটারদের মধ্যে রয়েছেন যশস্বী জয়সওয়াল (৮) ও বিরাট কোহলি (১০)।
টেস্টে বিশ্বের তিন ব্যাটারের দখলে ৩২টি করে সেঞ্চুরি রয়েছে। কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথ ও জো রুট - তিনজনই রয়েছেন একই বিন্দুতে। এখনও খেলা চালিয়ে যাচ্ছেন, এমন ক্রিকেটারদের মধ্যে টেস্টে সেঞ্চুরির সংখ্যায় বিরাট কোহলি রয়েছেন চার নম্বরে। টেস্টে ২৯টি সেঞ্চুরি রয়েছে তাঁর। পাঁচ নম্বরেও এক ভারতীয়। তিনি, চেতেশ্বর পূজারা। আপাতত জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না। তবে টেস্টে ১৯ সেঞ্চুরি করে কোহলির পিছনে পাঁচে রয়েছেন পূজারা।
The gap between the top two batters is 🤏 close in the ICC Men's Test Player Rankings after England's victory over West Indies 👀
— ICC (@ICC) July 24, 2024
Read on 👇https://t.co/Pd989w2fqZ
বোলারদের ব়্যাঙ্কিংয়ে অবশ্য বড়সড় কোনও বদল হয়নি। কুলদীপ যাদব এক ধাপ ওপরে উঠে রয়েছেন ১৪ নম্বরে। ওয়েস্ট ইন্ডিজ়ের কেমার রোচ নেমে গিয়েছেন ১৮ নম্বরে। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্টে ৬ উইকেট নেওয়া ক্রিস ওকস চার ধাপ উঠে ২০তম স্থানে।
আরও পড়ুন: প্যারিস অলিম্পিক্সে কোন দশটি খেলায় ভারতের পদক সম্ভাবনা সবচেয়ে উজ্জ্বল? রইল ঝলক
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।