T20 World Cup: ''একটু বুদ্ধি খাটিয়ে মন্তব্য করা উচিত'', অর্শদীপের পাশে দাঁড়িয়ে ইনজিকে খোঁচা রোহিতের
Rohit Sharma to Inzamam ul Haq: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজের ৪ ওভারের স্পেলে ৩৭ রান খরচ করে ৩ উইকেট নেন অর্শদীপ সিংহ।
গায়ানা: ভারতীয় দল (Indian Cricket Team) সেমিফাইনালে নামতে চলেছে। কিন্তু তার আগেই হঠাৎ করেই ইনজামাম উল হকের (Inzamam Ul Haq) একটি মন্তব্যে শােরগোল পড়ে গিয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্য়াচে ভারতের অর্শদীপ সিংহ (Arsheep Singh) বল বিকৃত করেছেন, এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন প্রাক্তন পাক অধিনায়ক। আইসিসি ও আম্পায়ারদের সতর্ক থাকার আবেদনও করেছিলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে এবার ইনজামামকে খোঁচা দিয়ে পাল্টা মুখ খুললেন রোহিত শর্মা। পাশে দাঁড়ালেন তরুণ পেসার অর্শদীপেরও।
ভারত-অস্ট্রেলিয়া ম্য়াচে অজি ব্যাটারদের দাঁড়াতেই দেননি ভারতীয় বোলাররা। একমাত্র ট্রাভিস হেড ও মিচেল মার্শ ছাড়া আর কোনও ব্যাটারই রান পাননি। সেই ম্য়াচের সম্পর্কে কথা বলতে গিয়েছে পাকিস্তানের এক টিভি শোয়ে এসে ইনজামাম বলেন, ''অর্শদীপ বোলিংয়ের সময় ১৫ তম ওভারে বল রিভার্স সুইং করিয়েছে। কিন্তু কীভাবে রিভার্স স্যুইং করাতে পারল ও। এত দ্রুত তো সম্ভব নয়। এর অর্থ ১২ কিংবা ১৩ নম্বর ওভার থেকেই কোনও না কোনওভাবে বল বিকৃত করা হয়েছিল। আম্পায়ারদের চোখ খােলা রাখতে হবে কিন্তু। পাকিস্তানের বোলাররা রিভার্স স্যুইং করালে তা নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু ১৫ নম্বর ওভারে কীভাবে অর্শদীপ সেই কাজটা করতে পারল।''
সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে ইনজামামের বক্তব্যের ক্লিপিংস। সেই শোয়ে উপস্থিত আরেক প্রাক্তন পাক ব্যাটার সেলিম মালিকও এই বিষয়ে ইনজিকেই সমর্থন করেন। ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে কোনও বিবৃতি এই বিষয়ে না দেওয়া হলেও রোহিত শর্মার কাছে প্রশ্ন উড়ে আসে ইংল্যান্ড ম্য়াচের আগে সাংবাদিক বৈঠকে। সেখানেই হাসিমুখে ঠাণ্ডামাথাতেই ভারত অধিনায়ক জবাব দেন, ''এই সব কথার কী উত্তর দেব? দিনের বেলা উইকেট শুকনো থাকে, তখন এমনিতেই বল রিভার্স স্যুইং করবে অটোমেটিক। শুধু আমাদের কেন, সব দলের ক্ষেত্রেই তো তাই হচ্ছে। আমার মনে হয় কখনও কখনও কিছু বক্তব্য রাখার আগে নিজের বুদ্ধিটা একটু কাজে লাগানো উচিত। এটা ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া নয়। কোথায় খেলা হচ্ছে, তা তো দেখতে হবে।''
আজ গায়ানায় ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে মুখোমুখি হবে ভারতীয় দল। ২০২২ সালে অ্য়াডিলেডে টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষবারের সাক্ষাতে ১০ উইকেটে টিম রোহিতকে হারিয়ে দিয়েছিল বাটলারের দল। এবার কি সেই হারের প্রতিশোধ নিতে পারবে ভারত?