INDA vs SAA: রুতুরাজের দুরন্ত শতরানে ভর করে সহজেই দক্ষিণ আফ্রিকা 'এ'-কে হারাল ভারতীয় 'এ' দল
INDA vs SAA: তিন বল বাকি থাকতেই চার উইকেটে দক্ষিণ আফ্রিকা 'এ' দলকে পরাজিত করল ভারতীয় 'এ' দল।

রাজকোট: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট শুরু হবে শুক্রবার থেকে। তবে তার আগেই বৃহস্পতিবার, ১৩ নভেম্বর থেকে ভারত ও দক্ষিণ আফ্রিকার 'এ' সিরিজ়ের (INDA vs SAA) ওয়ান ডে শুরু হয়ে গেল। সেই সিরিজ়ের প্রথম ম্যাচে দুরন্ত জয় পেল ভারত 'এ' দল। সৌজন্যে ওপেনার রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। দুরন্ত শতরান হাঁকালেন রুতু। তাঁর ইনিংসে ভর করেই ২৮৬ রান তাড়া করতে নেমে চার উইকেটে ম্য়াচ জিতে নিল ভারত 'এ' দল।
এদিন প্রথমে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল প্রোটিয়া দল। তবে প্রথম পাঁচ ওভারেই চার উইকেট হারিয়ে ধুঁকছিল দক্ষিণ আফ্রিকা 'এ'। নতুন বল হাতে অর্শদীপ সিংহ এবং প্রসিদ্ধ কৃষ্ণের আগুনে বোলিংয়ে চাপে পড়ে যায় প্রোটিয়া দল। প্রথম চার ব্যাটারের তিনজন তো খাতাই খুলতে পারেননি। কেশিলে ১৭ নিশান্ত সান্ধুর বলে ১৭ রানে ফিরলে স্কোর দাঁড়ায় ৫৩ রানে পাঁচ উইকেট। এমন সময়ে মনে হচ্ছিল একেবারে ১০০ রানের মধ্যেই প্রোটিয়া দল গুটিয়ে যায়। তবে এখান থেকেই শুরু হয় পাল্টা লড়াই।
ডিয়ান ফরেস্টার এবং ডেলানো পটজ়িটার ষষ্ঠ উইকেটে ১১৩ রান যোগ করেন। অবশেষে রিয়ান পরাগ ফরেস্টারকে ৭৭ রানে ফিরিয়ে শতাধিক রানের পার্টনারশিপ ভাঙেন। ডেলানো অবশ্য নিজের ইনিংস চালিয়ে যান। এবার তিনি ফর্চুয়িনের সঙ্গে মিলে ৮৭ রান যোগ করেন। তবে দুর্ভাগ্যবশত ডেলানো শতরানের গণ্ডি পার করার আগেই ৯০ রানে নীতীশ কুমার রেড্ডির বলে আউট হন। ফর্চুয়িনকে ৫৯ রানে ফেরান হর্ষিত রানা। লোয়ার অর্ডারের দুরন্ত লড়াইয়ে নয় উইকেটে ২৮৫ রান তুলে ইনিংস শেষ করে প্রোটিয়া 'এ' দল।
জবাবে ভারতীয় দলের হয়ে ওপেনিংয়ে নামেন রুতুরাজ এবং অভিষেক শর্মা। দুইজনে বিধ্বংসী মেজাজে শুরুটা করেন। তবে তিনি ৩১ রানে আউট হওয়ার পরে রিয়ান পরাগও আট রানে সাজঘরে ফেরেন। অধিনায়ক তিলক বর্মা রুতুর সঙ্গে মিলে ৮৯ রানের পার্টনারশিপে ইনিংস এগিয়ে নিয়ে যান। কিন্তু তিলক ৩৯ রানে আউট হতেই ভারতীয় ইনিংস গতি হারায়। রুতুরাজ অবশ্য থামেননি। নিজের ইনিংসে একের পর এক চোখধাঁধানো শট মারেন তিনি। ১২টি চারের সুবাদে ১২৯ বলে ১১৭ রানের ইনিংস খেলেন। রুতু আউট হওয়ার পরেই বেশ অনেকটাই রান বাকি ছিল। সেই কাজটা নিশান্ত সিন্ধু ও নীতীশ কুমার রেড্ডি করে দেন। নীতীশ ৩৭ এবং নিশান্ত অপরাজিত ২৯ রানের ইনিংসে ভারতের জয় সুনিশ্চিত করেন।




















