Shahid Afridi: কোন বোলারকে সামনে দেখলেই পা কাঁপত আফ্রিদির? নিজেই ফাঁস করলেন প্রাক্তন পাক অলরাউন্ডার
Shahid Afridi On Glenn McGrath: ৩৬ বলে দ্রুততম ওয়ান ডে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সে সময় মাত্র ১৬ বছর বয়সে। প্রতিপক্ষ দলের বোলারদের কালঘাম ছুটিয়ে ম্য়াচের রং বদলে দিতে ওস্তাদ ছিলেন আফ্রিদি।

করাচি: বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য জনপ্রিয় ছিলেন। তাঁর সময় বিশ্ব ক্রিকেটে যতজন অলরাউন্ডার ছিলেন, তাঁদের মধ্যে প্রথম সারিতে ছিলেন। সেই শাহিদ আফ্রিদিই কোন বোলারকে দেখলেই ভয় পেতেন জানেন? দীর্ঘ দেড় দশক আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন দাপটের সঙ্গে। কেনিয়ার বিরুদ্ধে ১৯৯৬ সালে অভিষেক ম্য়াচ পাকিস্তানের জার্সিতে। ৩৬ বলে দ্রুততম ওয়ান ডে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সে সময় মাত্র ১৬ বছর বয়সে। এছাড়াও মাঝের ওভারে খেলতে নেমে প্রতিপক্ষ দলের বোলারদের কালঘাম ছুটিয়ে ম্য়াচের রং বদলে দিতে ওস্তাদ ছিলেন আফ্রিদি।
বল হাতও আফ্রিদি একাধিক স্মরণীয় মুহূর্ত তৈরি করেছেন। কিন্তু অস্ট্রেলিয়ার প্রাক্তন কিংবদন্তি পেস বোলার গ্লেন ম্য়াকগ্রার বিরুদ্ধে খেলার সময় বেশ অস্বস্তি অনুভব করতেন আফ্রিদি। নিজেই সেই খোলাসা করেছেন প্রাক্তন অধিনায়ক। আর কিছুদিন পরেই পাকিস্তানের মাটিতে শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, ''গ্লেন ম্য়াকগ্রার বিরুদ্ধে ব্যাটিং করা আমার কেরিয়ারের সবচেয়ে কঠিন মুহূর্ত ছিল। যে কোনও ব্যাটারের কাছেই খুব কঠিন কাজ ছিল ম্য়াকগ্রাকে সামলানো। শুধুমাত্র লাইন লেংথ সঠিক রাখার জন্যই নয়। ওঁ নিঁখুত বাউন্সার দিতে পারত। এমনকী ভয়ঙ্কর স্যুইংও ছিল হাতে। তাই ওঁর বিরুদ্ধে যতবার খেলতে নেমেছি অস্বস্তি অনুভব করেছি।'' ওয়ান ডে ফর্ম্য়াটে ২৫১টি ম্য়াচ খেলে মোট ৩৮১ উইকেট নিয়েছেন গ্লেন ম্য়াকগ্রা। মাত্র ৩.৮৮ ইকনমি রেটে উইকেট নিয়েছিলেন। সেরা বোলিং পারফরম্য়ান্স ১৫/৭।
উল্লেখ্য, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আট দলের টুর্নামেন্টটি। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হবে আয়োজক পাকিস্তান ও নিউজ়িল্যান্ড। দ্বিতীয় দিনে মাঠে নামছে ভারতীয় দল। দীর্ঘদিন ধরেই টুর্নামেন্টের ভেন্যু নিয়ে টালবাহানার জেরে সূচি ঘোষণা পিছিয়ে যাচ্ছিল। তবে দিনকয়েক আগেই জানানো হয়েছিল। হাইব্রিড মডেলেই আয়োজিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তানে ভারতীয় দলকে খেলতে যেতে হবে না। শুধু এই বারের চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, ২০২৭ সাল পর্যন্ত কোনও আইসিসি ট্রফি খেলতেই পাকিস্তানে যাবে না ভারত। পাকিস্তানে আয়োজিত যে কোনও টুর্নামেন্টে ভারতীয় দলের ম্যাচগুলি হবে নিরপক্ষে স্থানে। অপরদিকে, পাকিস্তানের জন্যও এই একই নিয়ম লাগু হবে। অর্থাৎ পাকিস্তানও কোনও আইসিসি টুর্নামেন্ট খেলতে ভারত আসবে না।
আরও পড়ুন: বেঙ্গালুরু, বঢোদরা, মুম্বই, লখনউয়ে আয়োজিত হবে আগামী মরশুমের উইমেন্স প্রিমিয়ার লিগ
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
